বান্দরবানে দুইলাখ ভোটারের মোবাইলে নৌকায় ভোট চেয়ে বীর বাহাদুরের বার্তা
বান্দরবান প্রতিনিধি | ২৬ ডিসেম্বর, ২০১৮ ১৯:২৯
ভোটারদের মোবাইলে এসএমএস দিয়ে ভোট চাইছেন আওয়ামী লীগ প্রার্থী।
বান্দরবানে ভোটারদের মোবাইলে এসএমএস পাঠিয়ে ভোট চাইছেন আওয়ামী লীগ প্রার্থী বীর বাহাদুর উশৈসিং। ২৬ ডিসেম্বর সকাল থেকে মোবাইলে এই এসএমএস পাচ্ছেন অনেক ভোটার। এসএমএসে লেখা ‘বান্দরবান জেলার উন্নয়নের জন্য বীর বাহাদুরকে নৌকা মার্কায় ভোট দিন।’
এ বিষয়ে জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি একেএম জাহাঙ্গীর বলেন, ‘আমরা ২ লাখ ভোটারকে টার্গেট করে মোবাইলে বার্তা পাঠাচ্ছি। রবি এবং এয়ারটেল কোম্পানির সহায়তায় এ বার্তা পাঠানো হচ্ছে। প্রতি মেসেজের জন্যে প্রায় দুই টাকা খরচ হচ্ছে। ডিজিটাল বাংলাদেশে আমরা ডিজিটাল পদ্ধতিতে ভোটারদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছি।’
শেয়ার করুন
এই পাতার আরো খবর
বান্দরবান প্রতিনিধি | ২৬ ডিসেম্বর, ২০১৮ ১৯:২৯

ভোটারদের মোবাইলে এসএমএস দিয়ে ভোট চাইছেন আওয়ামী লীগ প্রার্থী।
বান্দরবানে ভোটারদের মোবাইলে এসএমএস পাঠিয়ে ভোট চাইছেন আওয়ামী লীগ প্রার্থী বীর বাহাদুর উশৈসিং। ২৬ ডিসেম্বর সকাল থেকে মোবাইলে এই এসএমএস পাচ্ছেন অনেক ভোটার। এসএমএসে লেখা ‘বান্দরবান জেলার উন্নয়নের জন্য বীর বাহাদুরকে নৌকা মার্কায় ভোট দিন।’
এ বিষয়ে জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি একেএম জাহাঙ্গীর বলেন, ‘আমরা ২ লাখ ভোটারকে টার্গেট করে মোবাইলে বার্তা পাঠাচ্ছি। রবি এবং এয়ারটেল কোম্পানির সহায়তায় এ বার্তা পাঠানো হচ্ছে। প্রতি মেসেজের জন্যে প্রায় দুই টাকা খরচ হচ্ছে। ডিজিটাল বাংলাদেশে আমরা ডিজিটাল পদ্ধতিতে ভোটারদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছি।’
শেয়ার করুন