ড. কামাল মনে হয় পাগল হয়ে গেছে: তোফায়েল
ভোলা প্রতিনিধি | ২৬ ডিসেম্বর, ২০১৮ ১৯:৫৯
বুধবার ভোলায় এক নির্বাচনী সভায় বক্তব্য রাখেন তোফায়েল আহমেদ। ছবি: দেশ রূপান্তর
জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন ‘মনে হয় পাগল হয়ে গেছে’ বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী ও ভোলা-১ আসনের আওয়ামী লীগ প্রার্থী তোফায়েল আহমেদ।
তিনি বলেছেন, ড. কামালের এখন নীতি নাই। সে বঙ্গবন্ধুর খুনিদের সঙ্গে হাত মিলিয়েছে। গ্রেনেড হামলা করে যারা প্রধানমন্ত্রীকে মারতে চেয়েছে তাদের সঙ্গে যোগ দিয়েছে।
ড. কামালকে উদ্দেশ্য করে তোফায়েল আহমেদ আরো বলেন, সে যখন-তখন উত্তেজিত হয়ে যান। পুলিশকে বলে জানোয়ার। সাংবাদিকদের বলে খামোশ। তার কথাবার্তা শুনলে মনে হয় সে একজন পাগল। ড. কামাল বিএনপির ভাড়াটিয়া নেতা।
বুধবার বিকেলে বোরহান উদ্দিন আব্দুল জাব্বার সরকারি কলেজ মাঠে ভোলা-২ আসনের আওয়ামী লীগ প্রার্থী আলী আজম মুকুলের পথসভায় তোফায়েল আহমেদ এসব কথা বলেন।
বিএনপি প্রার্থীর সমালোচনা করে তোফায়েল আহমেদ বলেন ২০০১ সালে বিএনপি ক্ষমতায় আসার পর ব্যাপক অত্যাচার-নির্যাতন চালিয়েছে। সেই অত্যাচার নির্যাতন সম্পর্কে মানুষ তাদের প্রশ্ন করবে। সে কারণে মানুষের ভয়ে বিএনপির প্রার্থীরা এখন প্রচারে নামতে পারে না।
তোফায়েল আহমেদ আরো বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। শেখ হাসিনা আর যদি পাঁচ বছর সময় পান তা হলে গ্রামের ঘরে ঘরে গ্যাস পৌঁছে দেওয়া হবে।
বোরহানউদ্দিন উপজেলা আওয়ামী লীগের সভাপতি জসীম হায়দারের সভাপতিত্বে এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, আলী আজম মুকুল, তোফায়েল আহমেদের কন্যা ডা.তাসলিমা আহমেদ মুন্নি, পৌর মেয়র রফিকুল ইসলাম প্রমুখ।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
ভোলা প্রতিনিধি | ২৬ ডিসেম্বর, ২০১৮ ১৯:৫৯

জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন ‘মনে হয় পাগল হয়ে গেছে’ বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী ও ভোলা-১ আসনের আওয়ামী লীগ প্রার্থী তোফায়েল আহমেদ।
তিনি বলেছেন, ড. কামালের এখন নীতি নাই। সে বঙ্গবন্ধুর খুনিদের সঙ্গে হাত মিলিয়েছে। গ্রেনেড হামলা করে যারা প্রধানমন্ত্রীকে মারতে চেয়েছে তাদের সঙ্গে যোগ দিয়েছে।
ড. কামালকে উদ্দেশ্য করে তোফায়েল আহমেদ আরো বলেন, সে যখন-তখন উত্তেজিত হয়ে যান। পুলিশকে বলে জানোয়ার। সাংবাদিকদের বলে খামোশ। তার কথাবার্তা শুনলে মনে হয় সে একজন পাগল। ড. কামাল বিএনপির ভাড়াটিয়া নেতা।
বুধবার বিকেলে বোরহান উদ্দিন আব্দুল জাব্বার সরকারি কলেজ মাঠে ভোলা-২ আসনের আওয়ামী লীগ প্রার্থী আলী আজম মুকুলের পথসভায় তোফায়েল আহমেদ এসব কথা বলেন।
বিএনপি প্রার্থীর সমালোচনা করে তোফায়েল আহমেদ বলেন ২০০১ সালে বিএনপি ক্ষমতায় আসার পর ব্যাপক অত্যাচার-নির্যাতন চালিয়েছে। সেই অত্যাচার নির্যাতন সম্পর্কে মানুষ তাদের প্রশ্ন করবে। সে কারণে মানুষের ভয়ে বিএনপির প্রার্থীরা এখন প্রচারে নামতে পারে না।
তোফায়েল আহমেদ আরো বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। শেখ হাসিনা আর যদি পাঁচ বছর সময় পান তা হলে গ্রামের ঘরে ঘরে গ্যাস পৌঁছে দেওয়া হবে।
বোরহানউদ্দিন উপজেলা আওয়ামী লীগের সভাপতি জসীম হায়দারের সভাপতিত্বে এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, আলী আজম মুকুল, তোফায়েল আহমেদের কন্যা ডা.তাসলিমা আহমেদ মুন্নি, পৌর মেয়র রফিকুল ইসলাম প্রমুখ।