ভোট জালিয়াতির আশংকা বিএনপি প্রার্থীর
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি | ২৬ ডিসেম্বর, ২০১৮ ২১:০০
চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের ৫৪ কেন্দ্রে ভোট জালিয়াতি ও কেন্দ্র দখলের আশংকা করেছেন ধানের শীষ প্রার্থী ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অধ্যাপক শাহজাহান মিঞা।
৫৪ কেন্দ্রের মধ্যে ২১টিকে অতিরিক্ত ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে বুধবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে তিনি এই শঙ্কা প্রকাশ করেন।
সংবাদ সম্মেলনে দাবি করেন, ভোটের মাঠে বিএনপির নেতাকর্মীরা নির্বিঘ্নে কাজ করতে পারেনি। তাদের উপর হামলা-মামলাসহ নানাভাবে নির্যাতন ও হয়রানী করা হয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম টিপু, শিবগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আশরাফুল আলম রশিদসহ স্থানীয় নেতাকর্মীরা।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি | ২৬ ডিসেম্বর, ২০১৮ ২১:০০

চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের ৫৪ কেন্দ্রে ভোট জালিয়াতি ও কেন্দ্র দখলের আশংকা করেছেন ধানের শীষ প্রার্থী ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অধ্যাপক শাহজাহান মিঞা।
৫৪ কেন্দ্রের মধ্যে ২১টিকে অতিরিক্ত ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে বুধবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে তিনি এই শঙ্কা প্রকাশ করেন।
সংবাদ সম্মেলনে দাবি করেন, ভোটের মাঠে বিএনপির নেতাকর্মীরা নির্বিঘ্নে কাজ করতে পারেনি। তাদের উপর হামলা-মামলাসহ নানাভাবে নির্যাতন ও হয়রানী করা হয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম টিপু, শিবগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আশরাফুল আলম রশিদসহ স্থানীয় নেতাকর্মীরা।
শেয়ার করুন