ছুটছে ইমরানের মটরগাড়ি
কুড়িগ্রাম প্রতিনিধি | ২৬ ডিসেম্বর, ২০১৮ ২১:২৮
কুড়িগ্রাম-১ আসনে গাড়ি প্রতিকে প্রচারে অংশ নিচ্ছেন স্বতন্ত্র প্রার্থী ইমরান এইচ সরকার।
কুড়িগ্রাম-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী ইমরান এইচ সরকারে গাড়ি প্রতিকে প্রচারণা চলছে ‘ফুলস্পিডে’। বালিয়ামারী, কেজাইকাটা, কোদালকাটি, নয়ার চর...। নির্বাচনী এলাকার সর্বত্র ঘুরে বেড়াচ্ছেন গণজাগরণ মঞ্চের এই নেতা।
নির্বাচনে ইমরানের স্লোগান ‘উন্নয়নের মোটগাড়ি, ছুটবে এবার রৌমারী-রাজীবপুর টু চিলমারী’। স্লোগানটাও বেশি জনপ্রিয়তা পেয়েছে বলে জানান এলাকার ভোটাররা।
রৌমারীর কাঁচামাল দোকানি আফাজ উদ্দিন জানালেন, ‘প্রথম দিকে একটু সমস্যা হলেও ইমরান ভাই অনেক আগাইছে’। তিনি বলেন, ‘ইমরান এবার ভালোই ভোট টানবো’।
এ এলাকার হাসপাতাল গেটের চা দোকানের কর্মচারী আইনুল বলেন, ‘নৌকা আর ধানের শীষে বহুত ভোট দিছি। এবার মটরগাড়ি মার্কায় ভোট দিমু।’
রাজীপুর বাজারের আইনুদ্দিন খলিফার মতে, আওয়ামী লীগ আর বিএনপির প্রচার বেশি হলেও ইমরানের ভোটার কথা বলে না। চুপচাপ। জায়গামত সিল মারবে।
চিলমারীর মাটিকাটার মোড়ে বাস কনডাক্টর আয়নালের সাথে কথা হয়। তিনি জানান, সারাদিন এই এলাকায় যাত্রী আনা-নেওয়া করি। ইমরান সম্পর্কে মানুষের আগ্রহ আছে। তবে মানুষজন বিএনপি-আওয়ামী লীগ এই দুই দলের বাইরে যাইতে চায় না।
রৌমারীর গণমাধ্যম কর্মী কুদ্দুস বিশ্বাসের মতে, ইমরান এইচ সরকারের পক্ষে এখন জনমত বাড়ছে। তরুণ ভোটাররা তার দিকে আকৃষ্ট হচ্ছে।
বুধবার দেখা যায় হাড় কাঁপানো শীত উপেক্ষা করেও মানুষজন ইমরান এইচ সরকারের পথ সভাগুলো ভিড় করছে। তার কথা শুনছে।
চিলমারীতে গণসংযোগ করার সময় দেশ রূপান্তরের কথা হয় ইমরানের সঙ্গে। তিনি বলেন, ‘খুব ভালো সাড়া পাচ্ছি সাধারণ মানুষজনের কাছ থেকে। বিশেষ করে নতুন ভোটারদের কাছ থেকে। আমার মটর গাড়ি ছুটছে অভীষ্ট লক্ষ্যে।’
শেয়ার করুন
এই পাতার আরো খবর
কুড়িগ্রাম প্রতিনিধি | ২৬ ডিসেম্বর, ২০১৮ ২১:২৮

কুড়িগ্রাম-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী ইমরান এইচ সরকারে গাড়ি প্রতিকে প্রচারণা চলছে ‘ফুলস্পিডে’। বালিয়ামারী, কেজাইকাটা, কোদালকাটি, নয়ার চর...। নির্বাচনী এলাকার সর্বত্র ঘুরে বেড়াচ্ছেন গণজাগরণ মঞ্চের এই নেতা।
নির্বাচনে ইমরানের স্লোগান ‘উন্নয়নের মোটগাড়ি, ছুটবে এবার রৌমারী-রাজীবপুর টু চিলমারী’। স্লোগানটাও বেশি জনপ্রিয়তা পেয়েছে বলে জানান এলাকার ভোটাররা।
রৌমারীর কাঁচামাল দোকানি আফাজ উদ্দিন জানালেন, ‘প্রথম দিকে একটু সমস্যা হলেও ইমরান ভাই অনেক আগাইছে’। তিনি বলেন, ‘ইমরান এবার ভালোই ভোট টানবো’। এ এলাকার হাসপাতাল গেটের চা দোকানের কর্মচারী আইনুল বলেন, ‘নৌকা আর ধানের শীষে বহুত ভোট দিছি। এবার মটরগাড়ি মার্কায় ভোট দিমু।’
রাজীপুর বাজারের আইনুদ্দিন খলিফার মতে, আওয়ামী লীগ আর বিএনপির প্রচার বেশি হলেও ইমরানের ভোটার কথা বলে না। চুপচাপ। জায়গামত সিল মারবে।
চিলমারীর মাটিকাটার মোড়ে বাস কনডাক্টর আয়নালের সাথে কথা হয়। তিনি জানান, সারাদিন এই এলাকায় যাত্রী আনা-নেওয়া করি। ইমরান সম্পর্কে মানুষের আগ্রহ আছে। তবে মানুষজন বিএনপি-আওয়ামী লীগ এই দুই দলের বাইরে যাইতে চায় না।
রৌমারীর গণমাধ্যম কর্মী কুদ্দুস বিশ্বাসের মতে, ইমরান এইচ সরকারের পক্ষে এখন জনমত বাড়ছে। তরুণ ভোটাররা তার দিকে আকৃষ্ট হচ্ছে।
বুধবার দেখা যায় হাড় কাঁপানো শীত উপেক্ষা করেও মানুষজন ইমরান এইচ সরকারের পথ সভাগুলো ভিড় করছে। তার কথা শুনছে।
চিলমারীতে গণসংযোগ করার সময় দেশ রূপান্তরের কথা হয় ইমরানের সঙ্গে। তিনি বলেন, ‘খুব ভালো সাড়া পাচ্ছি সাধারণ মানুষজনের কাছ থেকে। বিশেষ করে নতুন ভোটারদের কাছ থেকে। আমার মটর গাড়ি ছুটছে অভীষ্ট লক্ষ্যে।’