বাসার সামনে পুলিশ-আ’লীগ সমর্থক, বের হতে পারছি না: সালাহউদ্দীন
নিজস্ব প্রতিবেদক | ২৭ ডিসেম্বর, ২০১৮ ১২:২৬
ঢাকা-৪ আসনের ধানের শীষ প্রার্থী সালাহউদ্দীন আহমেদের বাসার সামনে পুলিশ ও বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীরা অবস্থান নিয়েছে। এ কারণে তিনি নেতাকর্মী নিয়ে প্রচারণায় বের হতে পারছেন না বলে অভিযোগ করেছেন।
সালাহউদ্দীন আহমেদের অভিযোগ, গত কয়েকদিন ধরে তার বাসার সামনে পুলিশ ও আওয়ামী লীগের সমর্থকরা পাহারা দিচ্ছেন। এই পরিস্থিতিতে তিনি বাইরে বের হতে পারছেন না।
বৃহস্পতিবার দুপুরে নিজ বাসভবনে গণমাধ্যমের কাছে তিনি এই অভিযোগ করেন। দুপুর একটায় আবারো গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন বলেও জানান ধানের শীষের এই প্রার্থী।
সালাহউদ্দীন আহমেদ বলেন, ‘মঙ্গলবার মিছিলে বাধা দেয়ার পর থেকে পুলিশ ও সৈয়দ আবু হোসেন বাবলার (মহাজোট মনোনীত প্রার্থী) নেতাকর্মী আমার বাড়ির দিকে সতর্ক দৃষ্টি রাখছে। এই কারণে কোনো নেতাকর্মী আসতেও পারছেন না, বের হতেও পারছে না।’
সালাহউদ্দীন আহমেদের প্রধান নির্বাচন সমন্বয়কারী তানভীর হায়দার রবিন জানান, পরিস্থিতি জানাতে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলবেন প্রার্থী।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক | ২৭ ডিসেম্বর, ২০১৮ ১২:২৬

ঢাকা-৪ আসনের ধানের শীষ প্রার্থী সালাহউদ্দীন আহমেদের বাসার সামনে পুলিশ ও বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীরা অবস্থান নিয়েছে। এ কারণে তিনি নেতাকর্মী নিয়ে প্রচারণায় বের হতে পারছেন না বলে অভিযোগ করেছেন।
সালাহউদ্দীন আহমেদের অভিযোগ, গত কয়েকদিন ধরে তার বাসার সামনে পুলিশ ও আওয়ামী লীগের সমর্থকরা পাহারা দিচ্ছেন। এই পরিস্থিতিতে তিনি বাইরে বের হতে পারছেন না।
বৃহস্পতিবার দুপুরে নিজ বাসভবনে গণমাধ্যমের কাছে তিনি এই অভিযোগ করেন। দুপুর একটায় আবারো গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন বলেও জানান ধানের শীষের এই প্রার্থী।
সালাহউদ্দীন আহমেদ বলেন, ‘মঙ্গলবার মিছিলে বাধা দেয়ার পর থেকে পুলিশ ও সৈয়দ আবু হোসেন বাবলার (মহাজোট মনোনীত প্রার্থী) নেতাকর্মী আমার বাড়ির দিকে সতর্ক দৃষ্টি রাখছে। এই কারণে কোনো নেতাকর্মী আসতেও পারছেন না, বের হতেও পারছে না।’
সালাহউদ্দীন আহমেদের প্রধান নির্বাচন সমন্বয়কারী তানভীর হায়দার রবিন জানান, পরিস্থিতি জানাতে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলবেন প্রার্থী।