পরিবেশ না থাকায় সরে দাঁড়ালেন চট্টগ্রাম-৫ আসনের মীর ইদ্রিস
হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি | ২৭ ডিসেম্বর, ২০১৮ ১২:৫৮
চট্টগ্রাম-৫ হাটহাজারী সংসদীয় আসনের বাংলাদেশ খেলাফত আন্দোলন মনোনীত প্রার্থী মাওলানা মীর ইদ্রিস (বটগাছ প্রতীক) নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। বুধবার রাত সাড়ে ৮টায় তার পৌরসভার নির্বাচনী প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলন করে তিনি এ ঘোষণা দেন।
মাওলানা মীর ইদ্রিস লিখিত বক্তব্যে বলেন, ‘দীর্ঘদিন পর দেশে সব দলের অংশগ্রহণে অবাধ ,সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের প্রত্যাশায় আল্লাহর জমিনে আল্লাহর হুকুমমত ও শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আমি সংসদ সদস্য পদ প্রার্থী হয়েছিলাম।’
তিনি বলেন, ‘নির্বাচনী প্রচারণা শুরু হওয়ার পর দেশে বিভিন্ন অঞ্চলে সহিংসতা দেখা দিলেও মনে করেছিলাম সামরিক বাহিনী মাঠে নামার পর শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ সৃষ্টি হবে। কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় হল সেনাবাহিনী মাঠে নামা সত্ত্বেও সারা দেশে সহিংসতা আরো বৃদ্ধি পেয়েছে। এমনকি মাঠে কর্মীদের ধাওয়া, হামলা, মামলা গ্রেপ্তার ও হুমকির কারণে সাধারণ ভোটারেরা শঙ্কিত হয়ে পড়েছে।’
হাটহাজারী উলামায়ে কেরাম ও নাগরিক কমিটির সমর্থিত এ প্রার্থী বলেন, ‘কোনো ব্যক্তি বা দলের স্বার্থে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করি নাই। আমি কোনো ব্যক্তির স্বার্থ প্ররোচনা বা আঁতাতের কারণে নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছি না।’
হাটহাজারী নাগরিক কমিটি ও উলামায়ে কেরামের পরামর্শে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত গ্রহণ করেছেন বলে জানান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উলামায়ে কেরাম ও নাগরিক কমিটির সমন্বয় ফোরামের আহ্বায়ক মাওলানা মুফতি মোহাম্মদ আলী, সদস্য আবদুল রহমান চৌধুরী, নাগরিক কমিটির সভাপতি মাওলানা আলী আকবর প্রমুখ।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি | ২৭ ডিসেম্বর, ২০১৮ ১২:৫৮

চট্টগ্রাম-৫ হাটহাজারী সংসদীয় আসনের বাংলাদেশ খেলাফত আন্দোলন মনোনীত প্রার্থী মাওলানা মীর ইদ্রিস (বটগাছ প্রতীক) নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। বুধবার রাত সাড়ে ৮টায় তার পৌরসভার নির্বাচনী প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলন করে তিনি এ ঘোষণা দেন।
মাওলানা মীর ইদ্রিস লিখিত বক্তব্যে বলেন, ‘দীর্ঘদিন পর দেশে সব দলের অংশগ্রহণে অবাধ ,সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের প্রত্যাশায় আল্লাহর জমিনে আল্লাহর হুকুমমত ও শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আমি সংসদ সদস্য পদ প্রার্থী হয়েছিলাম।’
তিনি বলেন, ‘নির্বাচনী প্রচারণা শুরু হওয়ার পর দেশে বিভিন্ন অঞ্চলে সহিংসতা দেখা দিলেও মনে করেছিলাম সামরিক বাহিনী মাঠে নামার পর শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ সৃষ্টি হবে। কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় হল সেনাবাহিনী মাঠে নামা সত্ত্বেও সারা দেশে সহিংসতা আরো বৃদ্ধি পেয়েছে। এমনকি মাঠে কর্মীদের ধাওয়া, হামলা, মামলা গ্রেপ্তার ও হুমকির কারণে সাধারণ ভোটারেরা শঙ্কিত হয়ে পড়েছে।’
হাটহাজারী উলামায়ে কেরাম ও নাগরিক কমিটির সমর্থিত এ প্রার্থী বলেন, ‘কোনো ব্যক্তি বা দলের স্বার্থে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করি নাই। আমি কোনো ব্যক্তির স্বার্থ প্ররোচনা বা আঁতাতের কারণে নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছি না।’
হাটহাজারী নাগরিক কমিটি ও উলামায়ে কেরামের পরামর্শে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত গ্রহণ করেছেন বলে জানান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উলামায়ে কেরাম ও নাগরিক কমিটির সমন্বয় ফোরামের আহ্বায়ক মাওলানা মুফতি মোহাম্মদ আলী, সদস্য আবদুল রহমান চৌধুরী, নাগরিক কমিটির সভাপতি মাওলানা আলী আকবর প্রমুখ।