সাতক্ষীরায় নৌকা-কুলার সংঘর্ষে আহত ১৫
সাতক্ষীরা প্রতিনিধি | ২৭ ডিসেম্বর, ২০১৮ ১৯:১৮
সাতক্ষীরা-৪ আসনের শ্যামনগরে নৌকা ও বিকল্পধারার সমর্থকদের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। এ ঘটনায় মারাত্মক আহত তিনজনকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার শ্যামনগর বাজার এলাকায় এ সংঘর্ষ ঘটে।
সাতক্ষীরা-৪ আসনের বিকল্পধারার প্রার্থী এইচএম গোলাম রেজা জানান প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে তার দলের সাতজন সমর্থক আহত হয়েছেন। এ সময় তাদের ব্যবহৃত তিনটি মোটর সাইকেল ভাংচুর করে পুড়িয়ে দেওয়া হয়। আহত মিজানুর রহমান,কামাল হোসেন ও বাপ্পীকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার জন্য তিনি নৌকার সমর্থকদের দায়ী করেন।
এদিকে একই আসনের আওয়ামী লীগ মনোনীত মহাজোট প্রার্থী এসএম জগলুল হায়দার জানান বুধবার তার দলের সাধারণ সম্পাদক আতাউল হক দোলনের ওপর হামলার প্রতিবাদ জানানোর চেষ্টার সময় গোলাম রেজার কুলা প্রতীকের সমর্থকদের হামলায় আবদুল হাকিম ও আবু আলমসহ আরও আটজন আহত হয়েছেন।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানান, দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। কয়েকজন আহত হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
সাতক্ষীরা প্রতিনিধি | ২৭ ডিসেম্বর, ২০১৮ ১৯:১৮

সাতক্ষীরা-৪ আসনের শ্যামনগরে নৌকা ও বিকল্পধারার সমর্থকদের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। এ ঘটনায় মারাত্মক আহত তিনজনকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার শ্যামনগর বাজার এলাকায় এ সংঘর্ষ ঘটে।
সাতক্ষীরা-৪ আসনের বিকল্পধারার প্রার্থী এইচএম গোলাম রেজা জানান প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে তার দলের সাতজন সমর্থক আহত হয়েছেন। এ সময় তাদের ব্যবহৃত তিনটি মোটর সাইকেল ভাংচুর করে পুড়িয়ে দেওয়া হয়। আহত মিজানুর রহমান,কামাল হোসেন ও বাপ্পীকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার জন্য তিনি নৌকার সমর্থকদের দায়ী করেন।
এদিকে একই আসনের আওয়ামী লীগ মনোনীত মহাজোট প্রার্থী এসএম জগলুল হায়দার জানান বুধবার তার দলের সাধারণ সম্পাদক আতাউল হক দোলনের ওপর হামলার প্রতিবাদ জানানোর চেষ্টার সময় গোলাম রেজার কুলা প্রতীকের সমর্থকদের হামলায় আবদুল হাকিম ও আবু আলমসহ আরও আটজন আহত হয়েছেন।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানান, দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। কয়েকজন আহত হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে।