মাশরাফির নিরাপত্তায় থাকা পুলিশ কর্মকর্তার মৃত্যু
নড়াইল প্রতিনিধি | ২৭ ডিসেম্বর, ২০১৮ ১৯:১৮
মাশরাফির সঙ্গে মনিরুজ্জামান মিন্টু। ছবি: দেশ রূপান্তর
পাঁচ দিন ধরে নড়াইল-২ আসনে আওয়ামী লীগ প্রার্থী মাশরাফী বিন মোর্ত্তজার নির্বাচনী প্রচারণার নিরাপত্তায় নিয়োজিত থাকা নড়াইল ডিবি পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. মনিরুজ্জামান মিন্টু (৪০) আগত সন্তানের মুখ দেখে যেতে পারলেন না।
বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে জেলার লোহাগড়া উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের দেবী গ্রামে মাশরাফির শ্বশুরবাড়ি এলাকায় নির্বাচনী প্রচারের সময় দায়িত্ব পালনকালে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন তিনি (ইন্না লিল্লাহে...রাজেউন)।
৫ জানুয়ারি (২০১৯) তার দ্বিতীয় সন্তান পৃথিবীতে আসার কথা। তানহা (৮) নামে তার আরেকটি সন্তান রয়েছে।
ডিবি পুলিশ সদস্য মো. বায়েজীদ হোসেন জানান, দেবী এলাকায় মাশরাফির বহরে নিরাপত্তায় নিয়োজিত নড়াইল ডিবি পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. মনিরুজ্জামান মিন্টু হঠাৎ বুকের ব্যথা অনুভূত হলে মাশরাফির গাড়িতে দ্রুত লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।
হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক মোহাইমিন জিসান জানান, হাসপাতালে আনার আগে হৃদরোগে আক্রান্ত হয়ে পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
নিহত মনিরুজ্জামান যশোর জেলার বাঘারপাড়া উপজেলার ইন্দ্রা গ্রামের মমিন বিশ্বাসের ছেলে। নড়াইল সদর থানা থেকে প্রায় দুই মাস আগে জেলা গোয়েন্দা পুলিশে (ডিবি) যোগদান করেন মনির।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নড়াইল প্রতিনিধি | ২৭ ডিসেম্বর, ২০১৮ ১৯:১৮

পাঁচ দিন ধরে নড়াইল-২ আসনে আওয়ামী লীগ প্রার্থী মাশরাফী বিন মোর্ত্তজার নির্বাচনী প্রচারণার নিরাপত্তায় নিয়োজিত থাকা নড়াইল ডিবি পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. মনিরুজ্জামান মিন্টু (৪০) আগত সন্তানের মুখ দেখে যেতে পারলেন না।
বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে জেলার লোহাগড়া উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের দেবী গ্রামে মাশরাফির শ্বশুরবাড়ি এলাকায় নির্বাচনী প্রচারের সময় দায়িত্ব পালনকালে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন তিনি (ইন্না লিল্লাহে...রাজেউন)।
৫ জানুয়ারি (২০১৯) তার দ্বিতীয় সন্তান পৃথিবীতে আসার কথা। তানহা (৮) নামে তার আরেকটি সন্তান রয়েছে।
ডিবি পুলিশ সদস্য মো. বায়েজীদ হোসেন জানান, দেবী এলাকায় মাশরাফির বহরে নিরাপত্তায় নিয়োজিত নড়াইল ডিবি পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. মনিরুজ্জামান মিন্টু হঠাৎ বুকের ব্যথা অনুভূত হলে মাশরাফির গাড়িতে দ্রুত লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।
হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক মোহাইমিন জিসান জানান, হাসপাতালে আনার আগে হৃদরোগে আক্রান্ত হয়ে পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
নিহত মনিরুজ্জামান যশোর জেলার বাঘারপাড়া উপজেলার ইন্দ্রা গ্রামের মমিন বিশ্বাসের ছেলে। নড়াইল সদর থানা থেকে প্রায় দুই মাস আগে জেলা গোয়েন্দা পুলিশে (ডিবি) যোগদান করেন মনির।