শিখরের পক্ষে শোডাউনে মাঠে নামল দশ হাজার নারী
মাগুরা প্রতিনিধি | ২৭ ডিসেম্বর, ২০১৮ ২০:০৯
মাগুরায় নৌকার পক্ষে নারী নেতাকর্মীদের শোডাউন।
নির্বাচনী প্রচারের শেষ দিনে মাগুরা-১ আসনের মহাজোট প্রার্থী এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখরের পক্ষে জেলা মহিলা লীগের আয়োজনে শহরে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার বিকালে শহরের নোমানী ময়দান থেকে র্যালিটি বের হয়ে শহর প্রদক্ষিণ করে। র্যালির নেতৃত্ব দেন জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি ও সংরক্ষিত সংসদ সদস্য কামরুল লায়লা জলি।
র্যালিতে অংশ নেন মাগুরা-১ আসনের বিভিন্ন এলাকার দশ হাজারের বেশি নারী নেতাকর্মী। এসময় তারা এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখরের পক্ষে বিভিন্ন স্লোগান দেয়।
র্যালিতে অংশ নেওয়া নেত্রীরা জানান, সাইফুজ্জামান শিখর এমপি, মন্ত্রী না হয়েও মাগুরা সদর হাসপাতালকে ২৫০ শয্যা হাসপাতালে রূপান্তরিত করেছন। সেই সাথে মাগুরায় মেডিকেল কলেজ এনেছেন। শহরের মধ্যে ফোরলেন রাস্তা করেছেন। সেজন্য আমরা মাগুরাবাসী তার প্রতি কৃতজ্ঞ।
তারা বলেন, আমরা চাই তিনি আগামী সংসদ নির্বাচনে মাগুরা-১ আসন থেকে এমপি নির্বাচিত হোক। তিনি এমপি হলে মাগুরায় ৫০ হাজার মানুষের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। এ জন্য আমরা মাগুরার উন্নয়ন অব্যাহত রাখতে শিখর ভাইকে নৌকা মার্কায় ভোট দেব।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
মাগুরা প্রতিনিধি | ২৭ ডিসেম্বর, ২০১৮ ২০:০৯

নির্বাচনী প্রচারের শেষ দিনে মাগুরা-১ আসনের মহাজোট প্রার্থী এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখরের পক্ষে জেলা মহিলা লীগের আয়োজনে শহরে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার বিকালে শহরের নোমানী ময়দান থেকে র্যালিটি বের হয়ে শহর প্রদক্ষিণ করে। র্যালির নেতৃত্ব দেন জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি ও সংরক্ষিত সংসদ সদস্য কামরুল লায়লা জলি।
র্যালিতে অংশ নেন মাগুরা-১ আসনের বিভিন্ন এলাকার দশ হাজারের বেশি নারী নেতাকর্মী। এসময় তারা এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখরের পক্ষে বিভিন্ন স্লোগান দেয়। র্যালিতে অংশ নেওয়া নেত্রীরা জানান, সাইফুজ্জামান শিখর এমপি, মন্ত্রী না হয়েও মাগুরা সদর হাসপাতালকে ২৫০ শয্যা হাসপাতালে রূপান্তরিত করেছন। সেই সাথে মাগুরায় মেডিকেল কলেজ এনেছেন। শহরের মধ্যে ফোরলেন রাস্তা করেছেন। সেজন্য আমরা মাগুরাবাসী তার প্রতি কৃতজ্ঞ।
তারা বলেন, আমরা চাই তিনি আগামী সংসদ নির্বাচনে মাগুরা-১ আসন থেকে এমপি নির্বাচিত হোক। তিনি এমপি হলে মাগুরায় ৫০ হাজার মানুষের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। এ জন্য আমরা মাগুরার উন্নয়ন অব্যাহত রাখতে শিখর ভাইকে নৌকা মার্কায় ভোট দেব।