নির্বাচনে পরাজয় বুঝতে পেরেছে বিএনপি: প্রধানমন্ত্রী
অনলাইন ডেস্ক | ২৭ ডিসেম্বর, ২০১৮ ২০:২৭
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার বলেছেন, বিএনপি ৩০ ডিসেম্বরের আসন্ন নির্বাচনে তাদের পরাজয় বুঝতে পেরেছে এবং নির্বাচনের আগে তারা নাশকতা করতে পারে। খবর বাসস
তিনি দলের নেতাকর্মীদের বিএনপি ও এর সহযোগীদের নাশকতামূলক কর্মকাণ্ড সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, বিএনপি তাদের পরাজয় নিশ্চিত জেনেই নাশকতা করতে পারে।
আওয়ামী লীগ সভাপতি বৃহস্পতিবার তার ব্যক্তিগত বাসভবন সুধাসদন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে পাঁচ জেলায় নির্বাচনী সমাবেশের ভাষণে এ কথা বলেন।
শেখ হাসিনা বলেন, বিএনপি ইতিমধ্যেই আসন্ন নির্বাচনে তাদের পরাজয় বুঝতে পেরেছে। ফলে, তারা যে কোনো দুর্ঘটনা ঘটাতে অথবা আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর হামলা চালাতে পারে।
তিনি বলেন, বিএনপি ইতিমধ্যে পাঁচজন আওয়ামী লীগ নেতাকে হত্যা, ১৪১ জনকে আহত করেছে, আওয়ামী লীগের ১৭০টি নির্বাচনী কার্যালয় ও বসতবাড়িতে হামলা এবং ৫৪টি জায়গায় বোমা হামলা চালিয়েছে।
আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা তার দলের নেতাকর্মীদের বিএনপির নির্বাচনী প্রচারে বাধা না দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, বরং তাদের (বিএনপি) নাশকতামূলক কর্মকাণ্ড সম্পর্কে আইন-শৃঙ্খলা বাহিনীকে অবহিত করুন।
তিনি বলেন, ‘আমরা চাই সব রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করুক। এটা তাদের অধিকার এবং জনগণ তাদের পছন্দ অনুযায়ী ভোট দেবেন। তাই আমরা চাই সব রাজনৈতিক দল অবাধে ও সাবলীলভাবে তাদের নির্বাচনী প্রচার করুক।’
শেখ হাসিনা বৃহস্পতিবার বিকেলে সুধাসদন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কুমিল্লা, যশোর, টাঙ্গাইল, পাবনা ও পঞ্চগড়ে নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখেন।
বাংলাদেশের জনগণ তার দলের (বাংলাদেশ আওয়ামী লীগ) পক্ষে রায় দেবে বলে দৃঢ় আস্থা প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির বিজয় নিশ্চিত করতে জনগণ ‘নৌকা’ প্রতীকে ভোট দেবেন।
শেখ হাসিনা বলেন, ক্ষমতায় যাওয়ার জন্য জনগণের ম্যান্ডেট চাওয়ার আগে বিএনপিকে তার চরিত্র পরিবর্তন করতে হবে। তিনি বলেন, তাদের (বিএনপি) জনগণের ক্ষতি, হত্যা, সন্ত্রাসবাদ এবং জঙ্গিবাদের সমর্থন অবশ্যই বন্ধ করতে হবে।
এর আগে, প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট জেলার জনগণের কাছে প্রার্থীদের পরিচয় করিয়ে দেন এবং ৩০ ডিসেম্বরের নির্বাচনে তাদের বিজয়ী করতে জনগণের প্রতি আহ্বান জানান।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ২৭ ডিসেম্বর, ২০১৮ ২০:২৭

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার বলেছেন, বিএনপি ৩০ ডিসেম্বরের আসন্ন নির্বাচনে তাদের পরাজয় বুঝতে পেরেছে এবং নির্বাচনের আগে তারা নাশকতা করতে পারে। খবর বাসস
তিনি দলের নেতাকর্মীদের বিএনপি ও এর সহযোগীদের নাশকতামূলক কর্মকাণ্ড সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, বিএনপি তাদের পরাজয় নিশ্চিত জেনেই নাশকতা করতে পারে।
আওয়ামী লীগ সভাপতি বৃহস্পতিবার তার ব্যক্তিগত বাসভবন সুধাসদন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে পাঁচ জেলায় নির্বাচনী সমাবেশের ভাষণে এ কথা বলেন।
শেখ হাসিনা বলেন, বিএনপি ইতিমধ্যেই আসন্ন নির্বাচনে তাদের পরাজয় বুঝতে পেরেছে। ফলে, তারা যে কোনো দুর্ঘটনা ঘটাতে অথবা আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর হামলা চালাতে পারে।
তিনি বলেন, বিএনপি ইতিমধ্যে পাঁচজন আওয়ামী লীগ নেতাকে হত্যা, ১৪১ জনকে আহত করেছে, আওয়ামী লীগের ১৭০টি নির্বাচনী কার্যালয় ও বসতবাড়িতে হামলা এবং ৫৪টি জায়গায় বোমা হামলা চালিয়েছে।
আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা তার দলের নেতাকর্মীদের বিএনপির নির্বাচনী প্রচারে বাধা না দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, বরং তাদের (বিএনপি) নাশকতামূলক কর্মকাণ্ড সম্পর্কে আইন-শৃঙ্খলা বাহিনীকে অবহিত করুন।
তিনি বলেন, ‘আমরা চাই সব রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করুক। এটা তাদের অধিকার এবং জনগণ তাদের পছন্দ অনুযায়ী ভোট দেবেন। তাই আমরা চাই সব রাজনৈতিক দল অবাধে ও সাবলীলভাবে তাদের নির্বাচনী প্রচার করুক।’
শেখ হাসিনা বৃহস্পতিবার বিকেলে সুধাসদন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কুমিল্লা, যশোর, টাঙ্গাইল, পাবনা ও পঞ্চগড়ে নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখেন।
বাংলাদেশের জনগণ তার দলের (বাংলাদেশ আওয়ামী লীগ) পক্ষে রায় দেবে বলে দৃঢ় আস্থা প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির বিজয় নিশ্চিত করতে জনগণ ‘নৌকা’ প্রতীকে ভোট দেবেন।
শেখ হাসিনা বলেন, ক্ষমতায় যাওয়ার জন্য জনগণের ম্যান্ডেট চাওয়ার আগে বিএনপিকে তার চরিত্র পরিবর্তন করতে হবে। তিনি বলেন, তাদের (বিএনপি) জনগণের ক্ষতি, হত্যা, সন্ত্রাসবাদ এবং জঙ্গিবাদের সমর্থন অবশ্যই বন্ধ করতে হবে।
এর আগে, প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট জেলার জনগণের কাছে প্রার্থীদের পরিচয় করিয়ে দেন এবং ৩০ ডিসেম্বরের নির্বাচনে তাদের বিজয়ী করতে জনগণের প্রতি আহ্বান জানান।