বিএনপির ফেসবুক পেজ হ্যাক
নিজস্ব প্রতিবেদক | ২৭ ডিসেম্বর, ২০১৮ ২২:৪২
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দলের ভেরিফায়েড পেজ হ্যাক করা হয়েছে বলে জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ তথ্য জানান।
বিবৃতিতে বলা হয়, ‘ফেসবুকে বিএনপির ভেরিফায়েড পেজ Bangladesh Nationalist Party-BNP গত বুধবার রাত থেকে খোলা যাচ্ছে না। এটি হ্যাক করা হয়েছে। শুধু তাই নয়, হ্যাক করার পর থেকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ বিভিন্ন নেতৃবৃন্দের নামে বিভ্রান্তিমূলক নানা পোস্ট দেওয়া হয়েছে এবং হচ্ছে। এসব পোস্টে বিভ্রান্ত না হওয়ার জন্য সকলকে অনুরোধ জানানো হচ্ছে। বিএনপির ফেসবুক ভেরিফায়েড পেজটি হ্যাকারদের কবল থেকে উদ্ধার হলে পুনরায় বিজ্ঞপ্তির মাধ্যমে তা জানিয়ে দেওয়া হবে। ’
বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স দেশ রূপান্তরকে বলেন, ‘গত বুধবার দিবাগত রাত আনুমানিক তিনটার দিকে বিএনপির ভেরিফাইড পেজ হ্যাক করা হয়। এরপর দিনের বেলায় বিএনপি নেতাদের নজরে আসে বিষয়টি। পরে ফেসবুক কর্তৃপক্ষের কাছে বিষয়টি জানানো হয়েছে। এসব ক্ষেত্রে ১২ থেকে ৪৮ ঘণ্টা সময় লাগে পেজ ফিরে পেতে। ’
তিনি আরও বলেন, এর আগে একবার বিএনপির ভেরিফায়েড পেজ হ্যাক করা হয়েছিল। সে সময় ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তারা পেজটি খুলে দিয়েছিল।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক | ২৭ ডিসেম্বর, ২০১৮ ২২:৪২

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দলের ভেরিফায়েড পেজ হ্যাক করা হয়েছে বলে জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ তথ্য জানান।
বিবৃতিতে বলা হয়, ‘ফেসবুকে বিএনপির ভেরিফায়েড পেজ Bangladesh Nationalist Party-BNP গত বুধবার রাত থেকে খোলা যাচ্ছে না। এটি হ্যাক করা হয়েছে। শুধু তাই নয়, হ্যাক করার পর থেকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ বিভিন্ন নেতৃবৃন্দের নামে বিভ্রান্তিমূলক নানা পোস্ট দেওয়া হয়েছে এবং হচ্ছে। এসব পোস্টে বিভ্রান্ত না হওয়ার জন্য সকলকে অনুরোধ জানানো হচ্ছে। বিএনপির ফেসবুক ভেরিফায়েড পেজটি হ্যাকারদের কবল থেকে উদ্ধার হলে পুনরায় বিজ্ঞপ্তির মাধ্যমে তা জানিয়ে দেওয়া হবে। ’
বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স দেশ রূপান্তরকে বলেন, ‘গত বুধবার দিবাগত রাত আনুমানিক তিনটার দিকে বিএনপির ভেরিফাইড পেজ হ্যাক করা হয়। এরপর দিনের বেলায় বিএনপি নেতাদের নজরে আসে বিষয়টি। পরে ফেসবুক কর্তৃপক্ষের কাছে বিষয়টি জানানো হয়েছে। এসব ক্ষেত্রে ১২ থেকে ৪৮ ঘণ্টা সময় লাগে পেজ ফিরে পেতে। ’
তিনি আরও বলেন, এর আগে একবার বিএনপির ভেরিফায়েড পেজ হ্যাক করা হয়েছিল। সে সময় ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তারা পেজটি খুলে দিয়েছিল।