আবারো এরশাদের ডিগবাজী!
অনলাইন ডেস্ক | ২৭ ডিসেম্বর, ২০১৮ ২৩:০২
নির্বাচন আসলেই মত পরিবর্তনের ডিগবাজী যেন জাতীয় পার্টির জন্য স্বাভাবিক ঘটনা। এবারও বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় পার্টির সব প্রার্থী মহাজোটের সঙ্গে নির্বাচন করবে এমন ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টা পর আবারো পূর্বের অবস্থানে ফিরে গেলেন দলটির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ।
বৃহস্পতিবার বিকালে সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের প্রার্থীদের সমর্থন জানিয়ে ঢাকা-১৭ ও সাতক্ষীরা-৭ আসনে ভোট থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। সেই সাথে সারাদেশের নৌকার মনোনয়ন পাওয়া আসনগুলো থেকে লাঙ্গল প্রতীকের প্রার্থীদের সরে দাঁড়ানোর আহ্বান জানান।
রাতেই “জাতীয় পার্টির কেউ নির্বাচন থেকে সরে দাঁড়াবে না সবাইকে নির্বাচনের মাঠে থাকার নির্দেশ দেওয়া হলো-এরশাদ” শীর্ষক এক বিবৃতি পাঠান। তাতে দাবি করেন, বারিধারার বাড়িতে সংবাদ সম্মেলনে তার বক্তব্য ‘ভুলভাবে’ গণমাধ্যমে এসেছে। মহাজোটের বাইরেও জাতীয় পার্টির প্রার্থীরা ভোটের লড়াইয়ে থাকবেন।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ২৭ ডিসেম্বর, ২০১৮ ২৩:০২

নির্বাচন আসলেই মত পরিবর্তনের ডিগবাজী যেন জাতীয় পার্টির জন্য স্বাভাবিক ঘটনা। এবারও বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় পার্টির সব প্রার্থী মহাজোটের সঙ্গে নির্বাচন করবে এমন ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টা পর আবারো পূর্বের অবস্থানে ফিরে গেলেন দলটির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ।
বৃহস্পতিবার বিকালে সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের প্রার্থীদের সমর্থন জানিয়ে ঢাকা-১৭ ও সাতক্ষীরা-৭ আসনে ভোট থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। সেই সাথে সারাদেশের নৌকার মনোনয়ন পাওয়া আসনগুলো থেকে লাঙ্গল প্রতীকের প্রার্থীদের সরে দাঁড়ানোর আহ্বান জানান।
রাতেই “জাতীয় পার্টির কেউ নির্বাচন থেকে সরে দাঁড়াবে না সবাইকে নির্বাচনের মাঠে থাকার নির্দেশ দেওয়া হলো-এরশাদ” শীর্ষক এক বিবৃতি পাঠান। তাতে দাবি করেন, বারিধারার বাড়িতে সংবাদ সম্মেলনে তার বক্তব্য ‘ভুলভাবে’ গণমাধ্যমে এসেছে। মহাজোটের বাইরেও জাতীয় পার্টির প্রার্থীরা ভোটের লড়াইয়ে থাকবেন।