বিএনপি প্রার্থীর বাড়িতে বিজিবি-পুলিশের অভিযান, আটক ১৯
বরিশাল প্রতিনিধি | ২৮ ডিসেম্বর, ২০১৮ ১২:৩৫
বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝারা) আসনে বিএনপি প্রার্থী জহিরউদ্দিন স্বপনের বাড়িতে মধ্যরাতে অভিযান চালিয়ে ১৯ নেতাকর্মীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি ও পুলিশ।
পুলিশের দাবি বহিরাগত সন্ত্রাসীরা নাশকতার পরিকল্পনা করছিল। তাই তাদের আটক করা হয়েছে।
তবে বিএনপি প্রার্থী স্বপনের অভিযোগ, নির্বাচনী মাঠে বিএনপি যাতে থাকতে না পারে, সেজন্যই নেতাকর্মীদের আটক করা হয়েছে।
বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে বিএনপি প্রার্থী জহিরউদ্দিন স্বপনের গ্রামের বাড়ি গৌরনদী উপজেলার শরিকলে অভিযান চালায় বিজিবি ও পুলিশ। এসময় বাড়ি থেকে জহিরউদ্দিন স্বপনের ১৯ কর্মী-সমর্থককে আটক করা হয়।
স্বপন গণমাধ্যমকে বলেন, নির্বাচনের আগে নেতাকর্মীদের নিয়ে বাড়িতে অবস্থান করছিলেন তিনি। রাত আড়াইটার দিকে বিজিবি ও পুলিশ এসে বাড়িতে হানা দেয়। এসময় বাড়িতে থাকা ১৯জন নেতাকর্মীকে আটক করে।
স্বপনের অভিযোগ, যাদের আটক করা হয়েছে, তাদের বিরুদ্ধে মামলা কিংবা কোনো অভিযোগ নেই। মূলত বিএনপিকে নির্বাচনী মাঠ থেকে সরিয়ে দেওয়ার জন্যই তাদের আটক করা হয়েছে।
গৌরনদী থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সরোয়ার দেশ রূপান্তরকে বলেন, নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নির্বাচনী ক্যাম্প ভাঙচুর করার সঙ্গে জড়িতরা এবং বহিরাগত সন্ত্রাসী মিলে জহিরউদ্দিন স্বপনের বাড়িতে বসে নাশকতার পরিকল্পনা করছিল। এমন সংবাদের পর ওই বাড়িতে অভিযান চালানো হয়। সেখান থেকে ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
বরিশাল প্রতিনিধি | ২৮ ডিসেম্বর, ২০১৮ ১২:৩৫

বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝারা) আসনে বিএনপি প্রার্থী জহিরউদ্দিন স্বপনের বাড়িতে মধ্যরাতে অভিযান চালিয়ে ১৯ নেতাকর্মীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি ও পুলিশ।
পুলিশের দাবি বহিরাগত সন্ত্রাসীরা নাশকতার পরিকল্পনা করছিল। তাই তাদের আটক করা হয়েছে।
তবে বিএনপি প্রার্থী স্বপনের অভিযোগ, নির্বাচনী মাঠে বিএনপি যাতে থাকতে না পারে, সেজন্যই নেতাকর্মীদের আটক করা হয়েছে।
বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে বিএনপি প্রার্থী জহিরউদ্দিন স্বপনের গ্রামের বাড়ি গৌরনদী উপজেলার শরিকলে অভিযান চালায় বিজিবি ও পুলিশ। এসময় বাড়ি থেকে জহিরউদ্দিন স্বপনের ১৯ কর্মী-সমর্থককে আটক করা হয়।
স্বপন গণমাধ্যমকে বলেন, নির্বাচনের আগে নেতাকর্মীদের নিয়ে বাড়িতে অবস্থান করছিলেন তিনি। রাত আড়াইটার দিকে বিজিবি ও পুলিশ এসে বাড়িতে হানা দেয়। এসময় বাড়িতে থাকা ১৯জন নেতাকর্মীকে আটক করে।
স্বপনের অভিযোগ, যাদের আটক করা হয়েছে, তাদের বিরুদ্ধে মামলা কিংবা কোনো অভিযোগ নেই। মূলত বিএনপিকে নির্বাচনী মাঠ থেকে সরিয়ে দেওয়ার জন্যই তাদের আটক করা হয়েছে।
গৌরনদী থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সরোয়ার দেশ রূপান্তরকে বলেন, নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নির্বাচনী ক্যাম্প ভাঙচুর করার সঙ্গে জড়িতরা এবং বহিরাগত সন্ত্রাসী মিলে জহিরউদ্দিন স্বপনের বাড়িতে বসে নাশকতার পরিকল্পনা করছিল। এমন সংবাদের পর ওই বাড়িতে অভিযান চালানো হয়। সেখান থেকে ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।