গার্ডিয়ান যেভাবে দেখছে রোববারের নির্বাচনকে
অনলাইন ডেস্ক | ২৮ ডিসেম্বর, ২০১৮ ১৮:৫৭
বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে 'বিতর্কিত' অভিহিত করে এ নির্বাচনে আওয়ামী লীগ বিজয়ের পথ তৈরির চেষ্টা করছে বলে নিজেদের এক প্রতিবেদনে উল্লেখ করেছে সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।
বৃহস্পতিবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ক্রমবর্ধমান উন্নয়নের কথা বলে আসলেও তার বিরুদ্ধে গ্রেপ্তার, গুম, বিরোধী পক্ষকে দমনের অভিযোগ রয়েছে।
বাংলাদেশে রোববার অনুষ্ঠিতব্য ভোটের আগে আওয়ামী টানা তৃতীয়বার জয়ের রেকর্ড গড়ার অপেক্ষায়, বিশ্বে অন্যতম দ্রুত অর্থনৈতিক উন্নয়নের জন্য যাদের সুনাম রয়েছে।
দলীয় সরকারের অধীনে প্রথমবারের মতো এ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে যার বিরুদ্ধে এখনই অভিযোগ উঠেছে স্বাধীনতার ৪৭ বছর পর সবচেয়ে বেশি সহিংসতার।
শেখ হাসিন প্রধান প্রতিদ্বন্দ্বী খালেদা জিয়াসহ বিরোধী অনেক নেতাকর্মী রয়েছেন জেলে। দীর্ঘদিন কারাবন্দী খালেদা জিয়া অংশ নিতে পারেনি নির্বাচনে। বিদেশি নির্বাচন পর্যবেক্ষকদের আসার ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করেছে ভিসা-সংক্রান্ত জটিলতা।
শেয়ার করুন
অনলাইন ডেস্ক | ২৮ ডিসেম্বর, ২০১৮ ১৮:৫৭

বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে 'বিতর্কিত' অভিহিত করে এ নির্বাচনে আওয়ামী লীগ বিজয়ের পথ তৈরির চেষ্টা করছে বলে নিজেদের এক প্রতিবেদনে উল্লেখ করেছে সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।
বৃহস্পতিবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ক্রমবর্ধমান উন্নয়নের কথা বলে আসলেও তার বিরুদ্ধে গ্রেপ্তার, গুম, বিরোধী পক্ষকে দমনের অভিযোগ রয়েছে।
বাংলাদেশে রোববার অনুষ্ঠিতব্য ভোটের আগে আওয়ামী টানা তৃতীয়বার জয়ের রেকর্ড গড়ার অপেক্ষায়, বিশ্বে অন্যতম দ্রুত অর্থনৈতিক উন্নয়নের জন্য যাদের সুনাম রয়েছে।
দলীয় সরকারের অধীনে প্রথমবারের মতো এ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে যার বিরুদ্ধে এখনই অভিযোগ উঠেছে স্বাধীনতার ৪৭ বছর পর সবচেয়ে বেশি সহিংসতার।
শেখ হাসিন প্রধান প্রতিদ্বন্দ্বী খালেদা জিয়াসহ বিরোধী অনেক নেতাকর্মী রয়েছেন জেলে। দীর্ঘদিন কারাবন্দী খালেদা জিয়া অংশ নিতে পারেনি নির্বাচনে। বিদেশি নির্বাচন পর্যবেক্ষকদের আসার ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করেছে ভিসা-সংক্রান্ত জটিলতা।