জাল নোটসহ জামায়াত নেতার স্ত্রী ও ছেলেসহ আটক-৪
সাতক্ষীরা প্রতিনিধি | ২৮ ডিসেম্বর, ২০১৮ ১৯:৪২
সাতক্ষীরা সদর উপজেলার (পশ্চিম) জামায়াতের আমির শাহাদাত হোসেনের স্ত্রী ও ছেলেসহ চারজনকে জাল নোটসহ আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে ৩৯ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়।
শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার গদাঘাটা গ্রামে তাদের নিজ বাড়ি থেকে আটক করা হয়। আটককৃতরা হলেন- শাহাদাতের স্ত্রী হাফিজা খাতুন, ছেলে জাহারুল ইসলাম এবং তাদের এক সহযোগীর নামও জাহারুল ইসলাম ও অপরজন হলেন জাকির হোসেন। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজুর রহমান জানান, সাধারণ ভোটারদের জামায়াত নেতারা জাল টাকা দিয়ে ভোট কিনছে এমন গোপন তথ্যের ভিত্তিতে শাহাদাত হোসেনের গদাঘাটা গ্রামের বাড়িতে অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে শাহাদাত হোসেন পালিয়ে যায়। এসময় বাড়িতে তল্লাশি চালিয়ে ৩৯ টি এক হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়। ওসি আরো জানান, তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
সাতক্ষীরা প্রতিনিধি | ২৮ ডিসেম্বর, ২০১৮ ১৯:৪২

সাতক্ষীরা সদর উপজেলার (পশ্চিম) জামায়াতের আমির শাহাদাত হোসেনের স্ত্রী ও ছেলেসহ চারজনকে জাল নোটসহ আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে ৩৯ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়।
শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার গদাঘাটা গ্রামে তাদের নিজ বাড়ি থেকে আটক করা হয়। আটককৃতরা হলেন- শাহাদাতের স্ত্রী হাফিজা খাতুন, ছেলে জাহারুল ইসলাম এবং তাদের এক সহযোগীর নামও জাহারুল ইসলাম ও অপরজন হলেন জাকির হোসেন। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজুর রহমান জানান, সাধারণ ভোটারদের জামায়াত নেতারা জাল টাকা দিয়ে ভোট কিনছে এমন গোপন তথ্যের ভিত্তিতে শাহাদাত হোসেনের গদাঘাটা গ্রামের বাড়িতে অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে শাহাদাত হোসেন পালিয়ে যায়। এসময় বাড়িতে তল্লাশি চালিয়ে ৩৯ টি এক হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়। ওসি আরো জানান, তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।