ভোটার, প্রার্থী ও এজেন্টদের উদ্দেশ্যে যে বার্তা দিল বিএনপি
নিজস্ব প্রতিবেদক | ২৮ ডিসেম্বর, ২০১৮ ২১:৫৮
নিজ দলের প্রার্থী, এজেন্ট ও ভোটারদের ‘সাহস করে’ কেন্দ্রে গিয়ে নিজের ভোট দেওয়ার আহ্বান জানিয়েছে বিএনপি। দলটির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নজরুল ইসলাম খান শুক্রবার রাতে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান।
নজরুল ইসলাম খান বলেন, জনগণ সজাগ দৃষ্টি রাখবে যাতে কেউ আগের রাতে ভোট দিতে না পারে, জাল ভোট দিতে না পারে, বিশৃঙ্খলা তৈরি করে ভোটারদের সন্ত্রস্ত কিংবা ভোটগ্রহণ বিলম্বিত করতে না পারে।
জনগণ ভোট দিতে পারলে ঐক্যফ্রন্ট বিজয়ী হবে উল্লেখ করে প্রার্থী ও এজেন্টদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা শান্তিপূর্ণ এবং সাহসিকতার সঙ্গে এ নির্বাচনে অংশ নেবেন। কেন্দ্রীয় অফিসের সঙ্গে আপনারা সার্বক্ষণিক যোগাযোগ রাখবেন এবং সজাগ দৃষ্টি রাখবেন।
তিনি বলেন, এজেন্টদেরও সাহসী হতে হবে। ভোটগ্রহণের আগে দেখে নেবেন ভোটের বাক্স খালি আছে কি না ? আর ভোটগ্রহণ শেষে, ভোট গণনা করে কে কত ভোট পেল সেটি নিশ্চিত না হয়ে কোনো সাদা কাগজে সই করবেন না।
নজরুল ইসলাম খান বলেন, অনেক চেষ্টা করা হবে আমাদের পরাজিত করতে । কিন্তু নেতাকর্মী ও জনগণ তৎপর থাকলে সেটা সফল হবে না। আমরা আশা করব সবাই সাহস করে ভোট কেন্দ্রে যাবেন নিজের ভোট নিজে দেবেন।
তিনি বলেন, আমাদের ১৬ প্রার্থী কারাগারে এবং ১৬ প্রার্থীকে অবৈধ ঘোষণা করা হয়েছে। কৌশলে আসনগুলো সরকারকে উপহার দেওয়া হয়েছে।
সারাদেশে নেতাকর্মীদের ওপর হামলা হচ্ছে এবং গ্রেপ্তার করা হচ্ছে উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, একটু আগে গোলাম মাওলা রনির ওপর হামলা হয়েছে, তিনি গুরুতর আহত, নিতাই রায় চৌধুরীর ওপর হামলা হয়েছে। তফসিল ঘোষণার পর ঐক্যফ্রন্টের ১০ হাজারের ওপর নেতাকর্মীকে আটক করা হয়েছে। এদের মধ্যে অনেক প্রার্থীও আছে। হামলায় আহত রয়েছে ১৩ হাজার।
ভোটের দিন গুলশানের কার্যালয় থেকে বিএনপির পক্ষ থেকে নিয়মিত ব্রিফিং করা হবে বলেও জানান তিনি।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ, এজেডএম জাহিদ হোসেন, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সহ সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল আউয়াল খান প্রমুখ।
শেয়ার করুন
নিজস্ব প্রতিবেদক | ২৮ ডিসেম্বর, ২০১৮ ২১:৫৮

নিজ দলের প্রার্থী, এজেন্ট ও ভোটারদের ‘সাহস করে’ কেন্দ্রে গিয়ে নিজের ভোট দেওয়ার আহ্বান জানিয়েছে বিএনপি। দলটির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নজরুল ইসলাম খান শুক্রবার রাতে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান।
নজরুল ইসলাম খান বলেন, জনগণ সজাগ দৃষ্টি রাখবে যাতে কেউ আগের রাতে ভোট দিতে না পারে, জাল ভোট দিতে না পারে, বিশৃঙ্খলা তৈরি করে ভোটারদের সন্ত্রস্ত কিংবা ভোটগ্রহণ বিলম্বিত করতে না পারে।
জনগণ ভোট দিতে পারলে ঐক্যফ্রন্ট বিজয়ী হবে উল্লেখ করে প্রার্থী ও এজেন্টদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা শান্তিপূর্ণ এবং সাহসিকতার সঙ্গে এ নির্বাচনে অংশ নেবেন। কেন্দ্রীয় অফিসের সঙ্গে আপনারা সার্বক্ষণিক যোগাযোগ রাখবেন এবং সজাগ দৃষ্টি রাখবেন।
তিনি বলেন, এজেন্টদেরও সাহসী হতে হবে। ভোটগ্রহণের আগে দেখে নেবেন ভোটের বাক্স খালি আছে কি না ? আর ভোটগ্রহণ শেষে, ভোট গণনা করে কে কত ভোট পেল সেটি নিশ্চিত না হয়ে কোনো সাদা কাগজে সই করবেন না।
নজরুল ইসলাম খান বলেন, অনেক চেষ্টা করা হবে আমাদের পরাজিত করতে । কিন্তু নেতাকর্মী ও জনগণ তৎপর থাকলে সেটা সফল হবে না। আমরা আশা করব সবাই সাহস করে ভোট কেন্দ্রে যাবেন নিজের ভোট নিজে দেবেন।
তিনি বলেন, আমাদের ১৬ প্রার্থী কারাগারে এবং ১৬ প্রার্থীকে অবৈধ ঘোষণা করা হয়েছে। কৌশলে আসনগুলো সরকারকে উপহার দেওয়া হয়েছে।
সারাদেশে নেতাকর্মীদের ওপর হামলা হচ্ছে এবং গ্রেপ্তার করা হচ্ছে উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, একটু আগে গোলাম মাওলা রনির ওপর হামলা হয়েছে, তিনি গুরুতর আহত, নিতাই রায় চৌধুরীর ওপর হামলা হয়েছে। তফসিল ঘোষণার পর ঐক্যফ্রন্টের ১০ হাজারের ওপর নেতাকর্মীকে আটক করা হয়েছে। এদের মধ্যে অনেক প্রার্থীও আছে। হামলায় আহত রয়েছে ১৩ হাজার।
ভোটের দিন গুলশানের কার্যালয় থেকে বিএনপির পক্ষ থেকে নিয়মিত ব্রিফিং করা হবে বলেও জানান তিনি।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ, এজেডএম জাহিদ হোসেন, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সহ সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল আউয়াল খান প্রমুখ।