বিএনপি নির্বাচন করছে, শেষ পর্যন্ত থাকবে: ফখরুল
ঠাকুরগাঁও প্রতিনিধি | ২৯ ডিসেম্বর, ২০১৮ ১৫:০৬
শনিবার দুপুরে ঠাকুরগাঁও জেলা রিটার্নিং কর্মকর্তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিচ্ছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: দেশ রূপান্তর
বিএনপি শেষ পর্যন্ত নির্বাচনে থাকবে জানিয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জনগণ সব সময় বদলে দিয়েছে, এবারও ভোটের মাধ্যমে পুরো পরিস্থিতি বদলে দেবে।
তিনি বলেন, জনগণকে সঙ্গে নিয়ে ভোট দিতে হবে, ভোট পাহারা দিতে হবে। কেউ যাতে ভোট চুরি করতে না পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে ভোটারদের।
শনিবার দুপুরে ঠাকুরগাঁও জেলা রিটার্নিং কর্মকর্তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ সব কথা বলেন বিএনপি মহাসচিব।
এখনো গ্রেপ্তার চলছে জানিয়ে তিনি বলেন, এ ব্যাপারে প্রশাসনকে বলা হয়েছে। তবে এনিয়ে সাধারণ ভোটার ও কর্মীদের মধ্যে কোনো প্রভাব পড়বে না।
বিএনপিতে কোনো বিভেদ-দ্বিমত নেই দাবি করে জাতীয় ঐক্য ফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল বলেন, বিএনপি নির্বাচন করছে, শেষ পর্যন্ত থাকবে।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
ঠাকুরগাঁও প্রতিনিধি | ২৯ ডিসেম্বর, ২০১৮ ১৫:০৬

শনিবার দুপুরে ঠাকুরগাঁও জেলা রিটার্নিং কর্মকর্তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিচ্ছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: দেশ রূপান্তর
বিএনপি শেষ পর্যন্ত নির্বাচনে থাকবে জানিয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জনগণ সব সময় বদলে দিয়েছে, এবারও ভোটের মাধ্যমে পুরো পরিস্থিতি বদলে দেবে।
তিনি বলেন, জনগণকে সঙ্গে নিয়ে ভোট দিতে হবে, ভোট পাহারা দিতে হবে। কেউ যাতে ভোট চুরি করতে না পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে ভোটারদের।
শনিবার দুপুরে ঠাকুরগাঁও জেলা রিটার্নিং কর্মকর্তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ সব কথা বলেন বিএনপি মহাসচিব।
এখনো গ্রেপ্তার চলছে জানিয়ে তিনি বলেন, এ ব্যাপারে প্রশাসনকে বলা হয়েছে। তবে এনিয়ে সাধারণ ভোটার ও কর্মীদের মধ্যে কোনো প্রভাব পড়বে না।
বিএনপিতে কোনো বিভেদ-দ্বিমত নেই দাবি করে জাতীয় ঐক্য ফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল বলেন, বিএনপি নির্বাচন করছে, শেষ পর্যন্ত থাকবে।
শেয়ার করুন