সরোয়ারের বাসায় মার্কিন প্রতিনিধি দল
বরিশাল প্রতিনিধি | ২৯ ডিসেম্বর, ২০১৮ ১৬:৫৪
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সব শেষ পরিস্থিতি জানতে বরিশাল পৌঁছেছেন ঢাকার আমেরিকান দূতাবাসের ৫ সদস্যের একটি প্রতিনিধি দল। প্রতিনিধি দলের সদস্যরা শনিবার নির্বাচন পর্যবেক্ষণ করবেন। তবে তারা গণমাধ্যমে কোন মন্তব্য করবেন না।
প্রতিনিধি দলের সদস্যরা প্রথমেই বরিশাল-৫ (সদর) আসনের বিএনপি প্রার্থী ও দলের যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ারের সঙ্গে বৈঠক করেছেন। এর আগে সকাল সাড়ে ১০টায় মার্কিন দূতাবাসের প্রতিনিধি দল নগরের কাউনিয়া এলাকায় সরোয়ারের বাসভবনে যান। প্রায় সোয়া ১ ঘণ্টা সরোয়ারের বাসায় বৈঠক করেন তারা। বৈঠকে শেষে সরোয়ারের বাসভবন থেকে বেরিয়ে যান তারা। তবে এ সময় তারা গণমাধ্যমের সঙ্গে কোন কথা বলতে রাজি হননি। প্রতিনিধি দলের নেতৃত্বে দেন ঢাকার মার্কিন দূতাবাসের প্রোগ্রাম অফিসের প্রোজেক্ট ডিজাইন টিম লিডার জেসন গিলপিন।
বৈঠক শেষে বরিশাল-৫ আসনের বিএনপি প্রার্থী অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার গণমাধ্যমকে বলেন, নির্বাচনের সব শেষ পরিস্থিতি জানতে তার কাছে এসেছিলেন আমেরিকান দূতাবাসের ৫ সদস্যের প্রতিনিধি দল। তার কাছে প্রচারণা শেষে স্পিডবোটে ফিরে আসার সময় তার একমাত্র কর্মীকে আটক করে নিয়ে যাওয়ার ভাইরাল হওয়া ভিডিও সম্পর্কে জানতে চেয়েছেন।
গণমাধ্যমে কথা বলতে রাজি না হলেও মুঠোফোনে টিম লিডার জেসন গিলপিন দেশ রূপান্তরকে জানিয়েছেন, তারা নির্বাচন পর্যবেক্ষণ করতে বরিশাল এসেছেন। পর্যবেক্ষণ শেষে তারা চলে যাবেন। তবে এ বিষয়ে তারা গণমাধ্যমে কোন মন্তব্য করবেন না।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
বরিশাল প্রতিনিধি | ২৯ ডিসেম্বর, ২০১৮ ১৬:৫৪

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সব শেষ পরিস্থিতি জানতে বরিশাল পৌঁছেছেন ঢাকার আমেরিকান দূতাবাসের ৫ সদস্যের একটি প্রতিনিধি দল। প্রতিনিধি দলের সদস্যরা শনিবার নির্বাচন পর্যবেক্ষণ করবেন। তবে তারা গণমাধ্যমে কোন মন্তব্য করবেন না।
প্রতিনিধি দলের সদস্যরা প্রথমেই বরিশাল-৫ (সদর) আসনের বিএনপি প্রার্থী ও দলের যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ারের সঙ্গে বৈঠক করেছেন। এর আগে সকাল সাড়ে ১০টায় মার্কিন দূতাবাসের প্রতিনিধি দল নগরের কাউনিয়া এলাকায় সরোয়ারের বাসভবনে যান। প্রায় সোয়া ১ ঘণ্টা সরোয়ারের বাসায় বৈঠক করেন তারা। বৈঠকে শেষে সরোয়ারের বাসভবন থেকে বেরিয়ে যান তারা। তবে এ সময় তারা গণমাধ্যমের সঙ্গে কোন কথা বলতে রাজি হননি। প্রতিনিধি দলের নেতৃত্বে দেন ঢাকার মার্কিন দূতাবাসের প্রোগ্রাম অফিসের প্রোজেক্ট ডিজাইন টিম লিডার জেসন গিলপিন।
বৈঠক শেষে বরিশাল-৫ আসনের বিএনপি প্রার্থী অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার গণমাধ্যমকে বলেন, নির্বাচনের সব শেষ পরিস্থিতি জানতে তার কাছে এসেছিলেন আমেরিকান দূতাবাসের ৫ সদস্যের প্রতিনিধি দল। তার কাছে প্রচারণা শেষে স্পিডবোটে ফিরে আসার সময় তার একমাত্র কর্মীকে আটক করে নিয়ে যাওয়ার ভাইরাল হওয়া ভিডিও সম্পর্কে জানতে চেয়েছেন।
গণমাধ্যমে কথা বলতে রাজি না হলেও মুঠোফোনে টিম লিডার জেসন গিলপিন দেশ রূপান্তরকে জানিয়েছেন, তারা নির্বাচন পর্যবেক্ষণ করতে বরিশাল এসেছেন। পর্যবেক্ষণ শেষে তারা চলে যাবেন। তবে এ বিষয়ে তারা গণমাধ্যমে কোন মন্তব্য করবেন না।