চরাঞ্চলের কেন্দ্রগুলোতে বাড়তি নিরাপত্তা
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি | ২৯ ডিসেম্বর, ২০১৮ ১৭:৩৫
চাঁপাইনবাবগঞ্জের তিনটি সংসদীয় আসনের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ-১ ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের বিস্তীর্ণ চরাঞ্চলের কেন্দ্রগুলোতে বিশেষ নিরাপত্তা নেওয়া হয়েছে। ওই সব অঞ্চলে ভোটের দিন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন থাকবে।
চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের চরাঞ্চলের আলাতুলির একাংশ ও নারায়ণপুর ইউনিয়ন বিশাল পদ্মার ওপারে অবস্থিত। এর বাইরে চরাঞ্চলের ইউনিয়নগুলোর মধ্যে রয়েছে শাহজাহানপুর, চরবাগডাঙ্গা, দেবীনগর, ইসলামপুর, সুন্দরপুর ইউনিয়ন এবং চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের পাঁকা, উজিরপুর, দুর্লভপুর ইউনিয়ন। যোগাযোগের ক্ষেত্রে অনেকটাই পিছিয়ে থাকা এসব ইউনিয়নে ভোটগ্রহণ শান্তিপূর্ণ করতে এবং নির্বাচনী পরিবেশ স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েনের সিদ্ধান্ত হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আলমগীর হোসেন বলেন, ‘চরাঞ্চলের জন্য আমাদের স্পেশাল অ্যাটেনশন আছে। সেখানে বিজিবিসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য স্থায়ীভাবে মোতায়েন থাকবে। আমাদেরও বিশেষ নজরদারি থাকবে। সে অনুযায়ী আমরা পরিকল্পনা তৈরি করেছি’।
এদিকে, শনিবার নির্বাচনের ভোটগ্রহণের উপকরণ কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে। বেলা সাড়ে ১১ টার দিকে সহকারী রিটার্নিং কর্মকর্তাদের দপ্তর থেকে উপকরণ বুঝে নিয়েছেন প্রিসাইডিং কর্মকর্তারা। উল্লেখ্য, চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনে এবার ৪৬৭ টি কেন্দ্রে ভোটগ্রহণ করা হবে।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি | ২৯ ডিসেম্বর, ২০১৮ ১৭:৩৫

চাঁপাইনবাবগঞ্জের তিনটি সংসদীয় আসনের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ-১ ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের বিস্তীর্ণ চরাঞ্চলের কেন্দ্রগুলোতে বিশেষ নিরাপত্তা নেওয়া হয়েছে। ওই সব অঞ্চলে ভোটের দিন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন থাকবে।
চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের চরাঞ্চলের আলাতুলির একাংশ ও নারায়ণপুর ইউনিয়ন বিশাল পদ্মার ওপারে অবস্থিত। এর বাইরে চরাঞ্চলের ইউনিয়নগুলোর মধ্যে রয়েছে শাহজাহানপুর, চরবাগডাঙ্গা, দেবীনগর, ইসলামপুর, সুন্দরপুর ইউনিয়ন এবং চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের পাঁকা, উজিরপুর, দুর্লভপুর ইউনিয়ন। যোগাযোগের ক্ষেত্রে অনেকটাই পিছিয়ে থাকা এসব ইউনিয়নে ভোটগ্রহণ শান্তিপূর্ণ করতে এবং নির্বাচনী পরিবেশ স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েনের সিদ্ধান্ত হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আলমগীর হোসেন বলেন, ‘চরাঞ্চলের জন্য আমাদের স্পেশাল অ্যাটেনশন আছে। সেখানে বিজিবিসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য স্থায়ীভাবে মোতায়েন থাকবে। আমাদেরও বিশেষ নজরদারি থাকবে। সে অনুযায়ী আমরা পরিকল্পনা তৈরি করেছি’।
এদিকে, শনিবার নির্বাচনের ভোটগ্রহণের উপকরণ কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে। বেলা সাড়ে ১১ টার দিকে সহকারী রিটার্নিং কর্মকর্তাদের দপ্তর থেকে উপকরণ বুঝে নিয়েছেন প্রিসাইডিং কর্মকর্তারা। উল্লেখ্য, চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনে এবার ৪৬৭ টি কেন্দ্রে ভোটগ্রহণ করা হবে।