‘ভোটকেন্দ্রে বিএনপি কর্মীদের না যেতে হুমকি’
ফরিদপুর প্রতিনিধি | ২৯ ডিসেম্বর, ২০১৮ ১৮:৪৯
ফরিদপুরে জেলা বিএনপির সাধরাণ সম্পাদক সৈয়দ মোদাররেছ আলী ইছার শহরের ঝিলটুলীর বাস ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন শামা ওবায়েদ। ছবি: দেশ রূপান্তর
ফরিদপুরে ভোটকেন্দ্রে বিএনপির কর্মী সমর্থকদের না যেতে আ.লীগের নেতা কর্মীরা হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেত্রী শামা ওবায়েদ। তিনি কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং ফরিদপুরের নগরকান্দা ও সালথা উপজেলা এবং সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়ন নিয়ে গঠিত ফরিদপুর-২ আসনে ধানের শীষের প্রার্থী।
শনিবার বিকেল ৩টার দিকে ফরিদপুরে জেলা বিএনপির সাধরাণ সম্পাদক সৈয়দ মোদাররেছ আলী ইছার শহরের ঝিলটুলীর বাস ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শামা ওবায়েদ এই অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে বিএনপির নেত্রী বলেন, আ.লীগের নেতা কর্মীরা এতো দিন হুমকি দিয়ে বলতো ভোটকেন্দ্রে কোন গোপনীয় কক্ষ করা যাবে না, ভোট দিতে হবে প্রকাশ্যে এবং বিএনপি কেন্দ্রে কোন এজেন্ট দিতে পারবে না। গতকাল শনিবার থেকে বলা হচ্ছে, বিএনপির কোন নেতা, কর্মী ও সমর্থককে ভোটকেন্দ্রে যেতেই দেওয়া হবে না। প্রতিটি কেন্দ্রের চারপাশে আ.লীগের লাঠিয়াল বাহিনী পাহাড়া দেবে।
শামা বলেন, নির্বাচনী এলাকার ১২৩টি কেন্দ্রের প্রতিটি বুথেই পোলিং এজেন্ট নিয়োগ দিয়ে নাম ঘোষণা করার পর আ.লীগের লোকজন তাদের বাড়িতে বাড়িতে গিয়ে হুমকি দিচ্ছে কেন্দ্রে না যাওয়ার জন্য।
শামা ওবায়েদ বলেন, নির্বাচনী প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকে গতকাল পর্যন্ত তিনি রিটানিং কর্মকর্তার দায়িত্বে নিয়োজিত ফরিদপুরের জেলা প্রশাসকের কাছে অন্তত অর্ধশত অভিযোগ করেছেন। তিনি আক্ষেপ করে বলেন, এসব অভিযোগের কোনটিই খতিয়ে দেখা হয়নি।
নির্বাচন কমিশন ও স্থানীয় প্রশাসনের কাছে নির্বাচনের দিন নিরপেক্ষ ভূমিকা পালন করে অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ সৃষ্টি করার আহ্বান জানিয়ে শামা বলেন, ‘আমি আশা করি আপনারা গণতন্ত্রকে সুসংহত করতে সহায়তা করবেন।’
শেয়ার করুন
এই পাতার আরো খবর
ফরিদপুর প্রতিনিধি | ২৯ ডিসেম্বর, ২০১৮ ১৮:৪৯

ফরিদপুরে ভোটকেন্দ্রে বিএনপির কর্মী সমর্থকদের না যেতে আ.লীগের নেতা কর্মীরা হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেত্রী শামা ওবায়েদ। তিনি কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং ফরিদপুরের নগরকান্দা ও সালথা উপজেলা এবং সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়ন নিয়ে গঠিত ফরিদপুর-২ আসনে ধানের শীষের প্রার্থী।
শনিবার বিকেল ৩টার দিকে ফরিদপুরে জেলা বিএনপির সাধরাণ সম্পাদক সৈয়দ মোদাররেছ আলী ইছার শহরের ঝিলটুলীর বাস ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শামা ওবায়েদ এই অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে বিএনপির নেত্রী বলেন, আ.লীগের নেতা কর্মীরা এতো দিন হুমকি দিয়ে বলতো ভোটকেন্দ্রে কোন গোপনীয় কক্ষ করা যাবে না, ভোট দিতে হবে প্রকাশ্যে এবং বিএনপি কেন্দ্রে কোন এজেন্ট দিতে পারবে না। গতকাল শনিবার থেকে বলা হচ্ছে, বিএনপির কোন নেতা, কর্মী ও সমর্থককে ভোটকেন্দ্রে যেতেই দেওয়া হবে না। প্রতিটি কেন্দ্রের চারপাশে আ.লীগের লাঠিয়াল বাহিনী পাহাড়া দেবে।
শামা বলেন, নির্বাচনী এলাকার ১২৩টি কেন্দ্রের প্রতিটি বুথেই পোলিং এজেন্ট নিয়োগ দিয়ে নাম ঘোষণা করার পর আ.লীগের লোকজন তাদের বাড়িতে বাড়িতে গিয়ে হুমকি দিচ্ছে কেন্দ্রে না যাওয়ার জন্য।
শামা ওবায়েদ বলেন, নির্বাচনী প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকে গতকাল পর্যন্ত তিনি রিটানিং কর্মকর্তার দায়িত্বে নিয়োজিত ফরিদপুরের জেলা প্রশাসকের কাছে অন্তত অর্ধশত অভিযোগ করেছেন। তিনি আক্ষেপ করে বলেন, এসব অভিযোগের কোনটিই খতিয়ে দেখা হয়নি।
নির্বাচন কমিশন ও স্থানীয় প্রশাসনের কাছে নির্বাচনের দিন নিরপেক্ষ ভূমিকা পালন করে অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ সৃষ্টি করার আহ্বান জানিয়ে শামা বলেন, ‘আমি আশা করি আপনারা গণতন্ত্রকে সুসংহত করতে সহায়তা করবেন।’