রাঙামাটিতে নির্বাচনী সহিংসতায় যুবলীগ নেতা নিহত
অনলাইন ডেস্ক | ৩০ ডিসেম্বর, ২০১৮ ১০:৪৩
রাঙামাটির কাউখালী উপজেলার ঘাগড়ায় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে যুবলীগ নেতা বাছির উদ্দীন (৩৫) নিহত হয়েছেন। তিনি ঘাগড়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক।
কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মিনহাজুর রহমান বাছির উদ্দীনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, রোববার সকালে ভোটগ্রহণ শুরুর আগে ইউনিয়নের রাঙ্গিপাড়া এলাকায় নৌকা ও ধানের শীষের সমর্থকদের মধ্যে হঠাৎ সংঘর্ষ শুরু হয়। এসময় বাছির উদ্দীনসহ উভয় পক্ষের কমপক্ষে ১১ জন আহত হন।
গুরুতর অবস্থায় বাছির উদ্দীনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহতরা কাউখালী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ শীলাব্রত বড়ুয়া জানান, নিহতের শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।
কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মঞ্জুর আলম বলেন, ‘ভোটগ্রহণের পূর্বে দু’দলের সংঘর্ষে আহত এক যুবলীগ নেতাকে চট্টগ্রামে নেওয়ার পথে তার মৃত্যু হয়েছে। পরিস্থিতি বর্তমানে শান্ত। শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে।’
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ৩০ ডিসেম্বর, ২০১৮ ১০:৪৩

রাঙামাটির কাউখালী উপজেলার ঘাগড়ায় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে যুবলীগ নেতা বাছির উদ্দীন (৩৫) নিহত হয়েছেন। তিনি ঘাগড়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক।
কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মিনহাজুর রহমান বাছির উদ্দীনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, রোববার সকালে ভোটগ্রহণ শুরুর আগে ইউনিয়নের রাঙ্গিপাড়া এলাকায় নৌকা ও ধানের শীষের সমর্থকদের মধ্যে হঠাৎ সংঘর্ষ শুরু হয়। এসময় বাছির উদ্দীনসহ উভয় পক্ষের কমপক্ষে ১১ জন আহত হন।
গুরুতর অবস্থায় বাছির উদ্দীনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহতরা কাউখালী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ শীলাব্রত বড়ুয়া জানান, নিহতের শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।
কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মঞ্জুর আলম বলেন, ‘ভোটগ্রহণের পূর্বে দু’দলের সংঘর্ষে আহত এক যুবলীগ নেতাকে চট্টগ্রামে নেওয়ার পথে তার মৃত্যু হয়েছে। পরিস্থিতি বর্তমানে শান্ত। শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে।’