ঈদের আনন্দে ভোট হচ্ছে: কাদের
অনলাইন ডেস্ক | ৩০ ডিসেম্বর, ২০১৮ ১১:১৩
সারাদেশে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্যদিয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট হচ্ছে বলে দাবি করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
রোববার সকাল ৮টার পরপরই নিজ কেন্দ্র সিরাজপুর স্কুলে নিজের ভোট প্রদান শেষে তিনি সাংবাদিকদের কাছে এ দাবি করেন।
তিনি বলেন, ‘সারাদেশে ঈদের আনন্দের মতো ভোটাররা বিনা বাধায় নিজেদের ভোট প্রয়োগ করছেন।’
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রতি আস্থা রেখে এবং দেশে উন্নয়নের ধারা অক্ষুণ্ন রাখার জন্য জনগণ নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগকে নিরঙ্কুশ আসন উপহার দেবে বলে আমার বিশ্বাস।”
সাংবাদিকদের প্রশ্নের জবাব অনেকটা এড়িয়ে গিয়ে তিনি বলেন, ‘আমার আসনের জনগণ যে রায় দেবে তা আমি মাথা পেতে নেব।’
নোয়াখালীসহ সারাদেশে আওয়ামী লীগ নেতাকর্মীরা বিরোধীদের হয়রানি করছেন, ভোট প্রদানে বাধা দিচ্ছেন-এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘আওয়ামী লীগ নেতারাই খুন হচ্ছেন। আপনারা ভেবে দেখুন কারা খুন হচ্ছেন।’
এদিকে নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনের বাবুনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। ব্যালট বক্স ছিনতাই হলে প্রিসাইডিং অফিসার ভোটগ্রহণ স্থগিত করেন।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ৩০ ডিসেম্বর, ২০১৮ ১১:১৩

সারাদেশে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্যদিয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট হচ্ছে বলে দাবি করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
রোববার সকাল ৮টার পরপরই নিজ কেন্দ্র সিরাজপুর স্কুলে নিজের ভোট প্রদান শেষে তিনি সাংবাদিকদের কাছে এ দাবি করেন।
তিনি বলেন, ‘সারাদেশে ঈদের আনন্দের মতো ভোটাররা বিনা বাধায় নিজেদের ভোট প্রয়োগ করছেন।’
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রতি আস্থা রেখে এবং দেশে উন্নয়নের ধারা অক্ষুণ্ন রাখার জন্য জনগণ নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগকে নিরঙ্কুশ আসন উপহার দেবে বলে আমার বিশ্বাস।”
সাংবাদিকদের প্রশ্নের জবাব অনেকটা এড়িয়ে গিয়ে তিনি বলেন, ‘আমার আসনের জনগণ যে রায় দেবে তা আমি মাথা পেতে নেব।’
নোয়াখালীসহ সারাদেশে আওয়ামী লীগ নেতাকর্মীরা বিরোধীদের হয়রানি করছেন, ভোট প্রদানে বাধা দিচ্ছেন-এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘আওয়ামী লীগ নেতারাই খুন হচ্ছেন। আপনারা ভেবে দেখুন কারা খুন হচ্ছেন।’
এদিকে নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনের বাবুনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। ব্যালট বক্স ছিনতাই হলে প্রিসাইডিং অফিসার ভোটগ্রহণ স্থগিত করেন।