পরিস্থিতি সুষ্ঠু ও শান্তিপূর্ণ রয়েছে: আইজিপি
নিজস্ব প্রতিবেদক | ৩০ ডিসেম্বর, ২০১৮ ১৩:৫৫
সারা দেশে নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে জানিয়ে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, ভোটের সার্বিক পরিস্থিতি সুষ্ঠু ও শান্তিপূর্ণ রয়েছে।
রোববার সকাল ১০টায় ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।
ভোটকেন্দ্রে বিরোধী দলের এজেন্টদের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমি যেসব কেন্দ্রে গিয়েছি, সেসব কেন্দ্রে এজেন্টরা ছিল। সব দলেরই এজেন্ট ছিল। এজেন্টদের নিরাপত্তা দিচ্ছে পুলিশ।’
তবে আইজিপি বলেন, ‘কোনো কেন্দ্রে যদি প্রার্থীর এজেন্ট না আসে, তাহলে পুলিশ গিয়ে তো তাদের নিয়ে আসতে পারবে না।’
রাতেই ব্যালটে সিলমারার অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা এ ধরনের অভিযোগ পাইনি।’
হামলার বিষয়ে জাবেদ পাটোয়ারী বলেন, নোয়াখালী, চট্টগ্রাম, ময়মনসিংহ ও ভৈরবে বিচ্ছিন্ন কয়েকটি হামলার ঘটনা ঘটেছে। নোয়াখালীতে পুলিশের দুটি অস্ত্র লুট হয়েছে, পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। ময়মনসিংহে পুলিশে দুটি অস্ত্র লুট হয়েছে। লুণ্ঠিত অস্ত্র উদ্ধারের চেষ্টা চলছে।
ভারত ও কানাডাসহ দেশি-বিদেশি পর্যবেক্ষকরা ভোটের পরিবেশে সন্তোষ প্রকাশ করেছেন বলেও জানান তিনি।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক | ৩০ ডিসেম্বর, ২০১৮ ১৩:৫৫

সারা দেশে নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে জানিয়ে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, ভোটের সার্বিক পরিস্থিতি সুষ্ঠু ও শান্তিপূর্ণ রয়েছে।
রোববার সকাল ১০টায় ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।
ভোটকেন্দ্রে বিরোধী দলের এজেন্টদের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমি যেসব কেন্দ্রে গিয়েছি, সেসব কেন্দ্রে এজেন্টরা ছিল। সব দলেরই এজেন্ট ছিল। এজেন্টদের নিরাপত্তা দিচ্ছে পুলিশ।’
তবে আইজিপি বলেন, ‘কোনো কেন্দ্রে যদি প্রার্থীর এজেন্ট না আসে, তাহলে পুলিশ গিয়ে তো তাদের নিয়ে আসতে পারবে না।’
রাতেই ব্যালটে সিলমারার অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা এ ধরনের অভিযোগ পাইনি।’
হামলার বিষয়ে জাবেদ পাটোয়ারী বলেন, নোয়াখালী, চট্টগ্রাম, ময়মনসিংহ ও ভৈরবে বিচ্ছিন্ন কয়েকটি হামলার ঘটনা ঘটেছে। নোয়াখালীতে পুলিশের দুটি অস্ত্র লুট হয়েছে, পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। ময়মনসিংহে পুলিশে দুটি অস্ত্র লুট হয়েছে। লুণ্ঠিত অস্ত্র উদ্ধারের চেষ্টা চলছে।
ভারত ও কানাডাসহ দেশি-বিদেশি পর্যবেক্ষকরা ভোটের পরিবেশে সন্তোষ প্রকাশ করেছেন বলেও জানান তিনি।