ভোট দিতে এসে ঢাবিতে হামলার শিকার ছাত্রদল নেতা
ঢাবি প্রতিনিধি | ৩০ ডিসেম্বর, ২০১৮ ১৪:৪২
ছবি: দেশ রূপান্তর
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ভোট দিতে এসে ছাত্রলীগের হামলার শিকার হয়েছেন এক ছাত্রদল নেতা। এসময় ছাত্রদলের এক কর্মীও আহত হয়েছেন।
রোববার সকালে বিশ্ববিদ্যালয়ের ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের সামনে এ ঘটনা ঘটে।
আহত ছাত্রদল নেতা মিনহাজুল ইসলাম ভুইয়া কেন্দ্রীয় ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক। কর্মী মেহেদী হাসান। আহত অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।
ছাত্রদলের ঢাবি শাখার সহ-সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন জানান, এই দুই ছাত্রদল নেতা বিশ্ববিদ্যালয়ের ল্যাবরেটরি স্কুল কেন্দ্রে ভোট দিতে আসলে তাদের ওপর অতর্কিত হামলা চালায় ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে মিনহাজের মাথা আঘাত করলে তার মাথা ফেটে যায়। গুরুতর অবস্থায় তাকে ঢামেকে নিয়ে যাওয়া হয়। অন্যদিকে মেহেদিকে মারধর করে তারা। লাঠির আঘাতে তার বুকে ক্ষত হয়।
অভিযোগের বিষয়ে জানতে ঢাবি ছাত্রলীগের সভাপতি সঞ্জিত চন্দ্র দাসের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি কল রিসিভ করেননি।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
ঢাবি প্রতিনিধি | ৩০ ডিসেম্বর, ২০১৮ ১৪:৪২

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ভোট দিতে এসে ছাত্রলীগের হামলার শিকার হয়েছেন এক ছাত্রদল নেতা। এসময় ছাত্রদলের এক কর্মীও আহত হয়েছেন।
রোববার সকালে বিশ্ববিদ্যালয়ের ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের সামনে এ ঘটনা ঘটে।
আহত ছাত্রদল নেতা মিনহাজুল ইসলাম ভুইয়া কেন্দ্রীয় ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক। কর্মী মেহেদী হাসান। আহত অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।
ছাত্রদলের ঢাবি শাখার সহ-সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন জানান, এই দুই ছাত্রদল নেতা বিশ্ববিদ্যালয়ের ল্যাবরেটরি স্কুল কেন্দ্রে ভোট দিতে আসলে তাদের ওপর অতর্কিত হামলা চালায় ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে মিনহাজের মাথা আঘাত করলে তার মাথা ফেটে যায়। গুরুতর অবস্থায় তাকে ঢামেকে নিয়ে যাওয়া হয়। অন্যদিকে মেহেদিকে মারধর করে তারা। লাঠির আঘাতে তার বুকে ক্ষত হয়।
অভিযোগের বিষয়ে জানতে ঢাবি ছাত্রলীগের সভাপতি সঞ্জিত চন্দ্র দাসের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি কল রিসিভ করেননি।