দুই নির্বাচন কমিশনার পাননি ধানের শীষের পোলিং এজেন্ট
নিজস্ব প্রতিবেদক | ৩০ ডিসেম্বর, ২০১৮ ১৪:৪৫
নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার ও রফিকুল ইসলাম বলেছেন, ভোট দিতে গিয়ে তারা প্রধান বিরোধী জোটগুলোর কোনো পোলিং এজেন্টের দেখা পাননি।
রোববার সকালে ঢাকায় দুটি ভোটকেন্দ্রে নিজেদের ভোট দেওয়ার পর তারা সাংবাদিকদের একথা জানান।
সকাল ৯টায় মগবাজার এলাকায় ইস্পাহানী গার্লস হাই স্কুল কেন্দ্রে ভোটদান শেষে মাহবুব তালুকদার সাংবাদিকদের বলেন, ওই কেন্দ্রে বিরোধী দলের কোনো নির্বাচনী এজেন্ট ছিল না।
এসময় তিনি বলেন, সারাদেশ থেকে তার কাছে অনিয়মের অভিযোগ আসছে।
অন্যদিকে লেক সার্কাস স্কুল ভোটকেন্দ্রে ভোট দিয়ে নির্বাচন কমিশনার রফিকুল ইসলামও বলেছেন, তিনি যে কেন্দ্রে ভোট দিয়েছেন সেই কেন্দ্র ছাড়াও আরেকটি কেন্দ্র পরিদর্শন করেছেন। এই দুই কেন্দ্রে তিনি কোনো বিএনপির এজেন্টের দেখা পাননি।
তবে নির্বাচনের সার্বিক পরিবেশ নিয়ে তিনি তার সন্তুষ্টির কথাও জানিয়েছেন।
এদিকে সকাল থেকে বিএনপি নেতারা অভিযোগ করেছেন বিভিন্ন কেন্দ্রে পোলিং এজেন্ট বের করে দিয়েছে আওয়ামী লীগ ও প্রশাসন।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক | ৩০ ডিসেম্বর, ২০১৮ ১৪:৪৫

নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার ও রফিকুল ইসলাম বলেছেন, ভোট দিতে গিয়ে তারা প্রধান বিরোধী জোটগুলোর কোনো পোলিং এজেন্টের দেখা পাননি।
রোববার সকালে ঢাকায় দুটি ভোটকেন্দ্রে নিজেদের ভোট দেওয়ার পর তারা সাংবাদিকদের একথা জানান।
সকাল ৯টায় মগবাজার এলাকায় ইস্পাহানী গার্লস হাই স্কুল কেন্দ্রে ভোটদান শেষে মাহবুব তালুকদার সাংবাদিকদের বলেন, ওই কেন্দ্রে বিরোধী দলের কোনো নির্বাচনী এজেন্ট ছিল না।
এসময় তিনি বলেন, সারাদেশ থেকে তার কাছে অনিয়মের অভিযোগ আসছে।
অন্যদিকে লেক সার্কাস স্কুল ভোটকেন্দ্রে ভোট দিয়ে নির্বাচন কমিশনার রফিকুল ইসলামও বলেছেন, তিনি যে কেন্দ্রে ভোট দিয়েছেন সেই কেন্দ্র ছাড়াও আরেকটি কেন্দ্র পরিদর্শন করেছেন। এই দুই কেন্দ্রে তিনি কোনো বিএনপির এজেন্টের দেখা পাননি।
তবে নির্বাচনের সার্বিক পরিবেশ নিয়ে তিনি তার সন্তুষ্টির কথাও জানিয়েছেন।
এদিকে সকাল থেকে বিএনপি নেতারা অভিযোগ করেছেন বিভিন্ন কেন্দ্রে পোলিং এজেন্ট বের করে দিয়েছে আওয়ামী লীগ ও প্রশাসন।