ঝিনাইদহে ঐক্যফ্রন্টের দুই প্রার্থীর ভোট বর্জন
ঝিনাইদহ প্রতিনিধি | ৩০ ডিসেম্বর, ২০১৮ ১৬:১০
ভোটকক্ষ থেকে পোলিং এজেন্টদের বের করে দেওয়া, ভোটারদের মারধরসহ নানা অভিযোগ এনে ভোট বর্জন করেছেন ঝিনাইদহ-১ ও ৩ আসনে ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী।
রোববার বিকেল পৌনে ৩টার দিকে মোবাইলে ঝিনাইদহ-১ আসনে বিএনপি প্রার্থী অ্যাডভোকেট আছাদুজ্জামান ও দুপুর আড়াইটার দিকে প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে ভোট বর্জনের ঘোষণা দেন ঝিনাইদহ-৩ আসনে ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী জামায়াত নেতার নির্বাচনী এজেন্ট ফারুক আহাম্মেদ।
ঝিনাইদহ-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আসাদুজ্জামান অভিযোগ করেন, ‘সকাল থেকেই ঝিনাইদহ-১ শৈলকুপা আসনে আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রতিটি ভোটকেন্দ্রে বিএনপির পোলিং এজেন্টদের বের করে দিয়েছে। এছাড়া বিএনপি কর্মীদের মারধর করা হয়েছে। এসব অভিযোগ পুলিশকে জানালে পুলিশ তাকে সহযোগিতা করেনি।’
তিনি আরো বলেন, ‘ভোটের কোনো পরিবেশ শৈলকুপাতে নেই তাই ভোট বর্জন করলাম।
অপরদিকে একই অভিযোগ এনে দুপুরে ঝিনাইদহ-৩ আসনে ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী জামায়াত নেতার নির্বাচনী এজেন্ট ফারুক আহাম্মেদ এক প্রেসবিজ্ঞপ্তিতে ভোট বর্জনের এ তথ্য জানান।
এ আসনের ধানের শীষের প্রার্থী মওলানা মতিয়ার রহমান বর্তমানে জেলে আছেন।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
ঝিনাইদহ প্রতিনিধি | ৩০ ডিসেম্বর, ২০১৮ ১৬:১০

ভোটকক্ষ থেকে পোলিং এজেন্টদের বের করে দেওয়া, ভোটারদের মারধরসহ নানা অভিযোগ এনে ভোট বর্জন করেছেন ঝিনাইদহ-১ ও ৩ আসনে ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী।
রোববার বিকেল পৌনে ৩টার দিকে মোবাইলে ঝিনাইদহ-১ আসনে বিএনপি প্রার্থী অ্যাডভোকেট আছাদুজ্জামান ও দুপুর আড়াইটার দিকে প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে ভোট বর্জনের ঘোষণা দেন ঝিনাইদহ-৩ আসনে ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী জামায়াত নেতার নির্বাচনী এজেন্ট ফারুক আহাম্মেদ।
ঝিনাইদহ-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আসাদুজ্জামান অভিযোগ করেন, ‘সকাল থেকেই ঝিনাইদহ-১ শৈলকুপা আসনে আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রতিটি ভোটকেন্দ্রে বিএনপির পোলিং এজেন্টদের বের করে দিয়েছে। এছাড়া বিএনপি কর্মীদের মারধর করা হয়েছে। এসব অভিযোগ পুলিশকে জানালে পুলিশ তাকে সহযোগিতা করেনি।’
তিনি আরো বলেন, ‘ভোটের কোনো পরিবেশ শৈলকুপাতে নেই তাই ভোট বর্জন করলাম।
অপরদিকে একই অভিযোগ এনে দুপুরে ঝিনাইদহ-৩ আসনে ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী জামায়াত নেতার নির্বাচনী এজেন্ট ফারুক আহাম্মেদ এক প্রেসবিজ্ঞপ্তিতে ভোট বর্জনের এ তথ্য জানান।
এ আসনের ধানের শীষের প্রার্থী মওলানা মতিয়ার রহমান বর্তমানে জেলে আছেন।