ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে আ. লীগ প্রার্থী বে-সরকারি ভাবে নির্বাচিত
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি | ৩০ ডিসেম্বর, ২০১৮ ২১:২০
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে আওয়ামী লীগ প্রার্থী আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক ২ লাখ ৮২ হাজার ৬২ ভোট পেয়ে বে-সরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশ (হাতপাখা) প্রতীকের প্রার্থী মো. জসিম পেয়েছেন ২ হাজার ৯শত ৪৯ ভোট।
আখাউড়া ও কসবা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, আখাউড়া পৌরসভা ও ৫টি ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী আনিসুল হক পেয়েছেন ৮৪ হাজার ৩৮ ভোট এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাখা প্রতীকে পেয়েছেন ১ হাজার ৮ শত ২৪ ভোট। কসবা পৌরসভা ও ১০টি ইউনিয়নের ৭৪টি কেন্দ্রে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আইনমন্ত্রী আনিসুল হক পেয়েছেন ১ লাখ ৯৮ হাজার ২৪ ভোট এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ (হাতপাখা) প্রতীকের প্রার্থী মো. জসিম পেয়েছেন ১ হাজার ১শত ২৫ ভোট।
কসবা ও আখাউড়া উপজেলা নিয়ে ব্রাহ্মণবাড়িয়া-৪ আসন। কসবা পৌরসভা ও ১০টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২ লাখ ২৩ হাজার ১৪৫ ভোট। আখাউড়া পৌরসভা ও ৫টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১ লাখ ৩ হাজার ৯৩৮ ভোট। এ আসনে মোটার সংখ্যা ৩ লাখ ২৭ হাজার ৮৩ ভোট। এদের মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৬৪ হাজার ৫৬ ভোট এবং মহিলা ভোটার সংখ্যা ১ লাখ ৬৩ হাজার ২৭ ভোট।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি | ৩০ ডিসেম্বর, ২০১৮ ২১:২০

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে আওয়ামী লীগ প্রার্থী আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক ২ লাখ ৮২ হাজার ৬২ ভোট পেয়ে বে-সরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশ (হাতপাখা) প্রতীকের প্রার্থী মো. জসিম পেয়েছেন ২ হাজার ৯শত ৪৯ ভোট।
আখাউড়া ও কসবা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, আখাউড়া পৌরসভা ও ৫টি ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী আনিসুল হক পেয়েছেন ৮৪ হাজার ৩৮ ভোট এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাখা প্রতীকে পেয়েছেন ১ হাজার ৮ শত ২৪ ভোট। কসবা পৌরসভা ও ১০টি ইউনিয়নের ৭৪টি কেন্দ্রে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আইনমন্ত্রী আনিসুল হক পেয়েছেন ১ লাখ ৯৮ হাজার ২৪ ভোট এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ (হাতপাখা) প্রতীকের প্রার্থী মো. জসিম পেয়েছেন ১ হাজার ১শত ২৫ ভোট।
কসবা ও আখাউড়া উপজেলা নিয়ে ব্রাহ্মণবাড়িয়া-৪ আসন। কসবা পৌরসভা ও ১০টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২ লাখ ২৩ হাজার ১৪৫ ভোট। আখাউড়া পৌরসভা ও ৫টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১ লাখ ৩ হাজার ৯৩৮ ভোট। এ আসনে মোটার সংখ্যা ৩ লাখ ২৭ হাজার ৮৩ ভোট। এদের মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৬৪ হাজার ৫৬ ভোট এবং মহিলা ভোটার সংখ্যা ১ লাখ ৬৩ হাজার ২৭ ভোট।