চুয়াডাঙ্গায় জোয়ার্দ্দার ও টগরের টানা তৃতীবার জয়
চুয়াডাঙ্গা প্রতিনিধি | ৩০ ডিসেম্বর, ২০১৮ ২১:৪৪
চুয়াডাঙ্গার দুটি সংসদীয় আসনে বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শেষ হয়েছে। ভোট গণনা শেষে রাতে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন জেলা রিটানিং অফিসার গোপাল চন্দ্র দাস।
প্রাপ্ত ফলাফলে চুয়াডাঙ্গা-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৩ লাখ ২৫ হাজার ২৩৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষের প্রার্থী শরীফুজ্জামান শরীফ পেয়েছেন ২৪ হাজার ৪০৩ ভোট।
চুয়াডাঙ্গা-১ আসনে মোট ভোটার ৪ লাখ ৩৭ হাজার ৮৪৫ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ১৭ হাজার ৩৭১ জন ও নারী ২ লাখ ২০ হাজার ৪৭৪ জন। আসনটিতে মোট ভোটকেন্দ্র ছিলো ১৭৩টি।
এই নিয়ে চুয়াডাঙ্গা-১ আসনে তৃতীয়বারের মত সংসদ সদস্য নির্বাচিত হলেন আওয়ামী লীগের সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন।
চুয়াডাঙ্গা-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী আলী আজগর টগরও টানা তৃতীয়বারের মত নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ২ লাখ ৯৯ হাজার ৩৪ ভোট। তার নিকটতম বিএনপির মাহমুদ হাসান খাঁন বাবু পেয়েছেন ২৭ হাজার ৫৯২ভোট।
চুয়াডাঙ্গা-২ সংসদীয় আসনে মোট ভোটার ৪ লাখ ১৫ হাজার ২৭ জন। এদের মধ্যে পুরুষ ২ লাখ ৮ হাজার ২৫৬ জন ও নারী ২ লাখ ৬ হাজার ৭৭১ জন। এ আসনটিতে মোট ভোটকেন্দ্র ছিলো ১৬১টি।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
চুয়াডাঙ্গা প্রতিনিধি | ৩০ ডিসেম্বর, ২০১৮ ২১:৪৪

চুয়াডাঙ্গার দুটি সংসদীয় আসনে বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শেষ হয়েছে। ভোট গণনা শেষে রাতে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন জেলা রিটানিং অফিসার গোপাল চন্দ্র দাস।
প্রাপ্ত ফলাফলে চুয়াডাঙ্গা-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৩ লাখ ২৫ হাজার ২৩৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষের প্রার্থী শরীফুজ্জামান শরীফ পেয়েছেন ২৪ হাজার ৪০৩ ভোট।
চুয়াডাঙ্গা-১ আসনে মোট ভোটার ৪ লাখ ৩৭ হাজার ৮৪৫ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ১৭ হাজার ৩৭১ জন ও নারী ২ লাখ ২০ হাজার ৪৭৪ জন। আসনটিতে মোট ভোটকেন্দ্র ছিলো ১৭৩টি।
এই নিয়ে চুয়াডাঙ্গা-১ আসনে তৃতীয়বারের মত সংসদ সদস্য নির্বাচিত হলেন আওয়ামী লীগের সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন।
চুয়াডাঙ্গা-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী আলী আজগর টগরও টানা তৃতীয়বারের মত নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ২ লাখ ৯৯ হাজার ৩৪ ভোট। তার নিকটতম বিএনপির মাহমুদ হাসান খাঁন বাবু পেয়েছেন ২৭ হাজার ৫৯২ভোট।
চুয়াডাঙ্গা-২ সংসদীয় আসনে মোট ভোটার ৪ লাখ ১৫ হাজার ২৭ জন। এদের মধ্যে পুরুষ ২ লাখ ৮ হাজার ২৫৬ জন ও নারী ২ লাখ ৬ হাজার ৭৭১ জন। এ আসনটিতে মোট ভোটকেন্দ্র ছিলো ১৬১টি।