কুমিল্লা-১
হ্যাটট্রিক করলেন সুবিদ আলী ভূঁইয়া
দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি | ৩০ ডিসেম্বর, ২০১৮ ২২:৩৬
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনে নৌকা প্রতীকে টানা তৃতীয়বার নির্বাচিত হয়ে হ্যাটট্রিক করলেন সুবিদ আলী ভূঁইয়া। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ড. মোশারফ হোসেন পেয়েছেন ৯৪ হাজার ৪৩০ ভোট।
দাউদকান্দি উপজেলার ১২৯ ভোটকেন্দ্রের মধ্যে ১২৮টি কেন্দ্রের বেসরকারি ফলাফলে ৭৬ হাজার ১১১ ভোট, মেঘনা উপজেলায় ৫৮ হাজার ৩৮৩ ভোট পেয়েছেন সুবিদ আলী ভূঁইয়া। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ড. মোশারফ হোসেন পেয়েছেন দাউদকান্দিতে ৮৩ হাজার ৩৫৪ এবং মেঘনায় ১১ হাজার ৭৬ ভোট।
বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া উৎসবমুখর পরিবেশে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
উল্লেখ্য, এক সময়ের বিএনপি’র ঘাঁটি বলে পরিচিত কুমিল্লা-১ আসনটি ৩৫ বছর পর ২০০৮ সালে নবম এবং ২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে আ’লীগকে উপহার দেন সুবিদ আলী ভূঁইয়া। এবারো জয়ের ধারা অব্যাহত রাখলেন তিনি।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি | ৩০ ডিসেম্বর, ২০১৮ ২২:৩৬

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনে নৌকা প্রতীকে টানা তৃতীয়বার নির্বাচিত হয়ে হ্যাটট্রিক করলেন সুবিদ আলী ভূঁইয়া। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ড. মোশারফ হোসেন পেয়েছেন ৯৪ হাজার ৪৩০ ভোট।
দাউদকান্দি উপজেলার ১২৯ ভোটকেন্দ্রের মধ্যে ১২৮টি কেন্দ্রের বেসরকারি ফলাফলে ৭৬ হাজার ১১১ ভোট, মেঘনা উপজেলায় ৫৮ হাজার ৩৮৩ ভোট পেয়েছেন সুবিদ আলী ভূঁইয়া। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ড. মোশারফ হোসেন পেয়েছেন দাউদকান্দিতে ৮৩ হাজার ৩৫৪ এবং মেঘনায় ১১ হাজার ৭৬ ভোট।
বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া উৎসবমুখর পরিবেশে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
উল্লেখ্য, এক সময়ের বিএনপি’র ঘাঁটি বলে পরিচিত কুমিল্লা-১ আসনটি ৩৫ বছর পর ২০০৮ সালে নবম এবং ২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে আ’লীগকে উপহার দেন সুবিদ আলী ভূঁইয়া। এবারো জয়ের ধারা অব্যাহত রাখলেন তিনি।