ফেনীর তিন আসনে মহাজোট প্রার্থীরা বিপুল ভোটে জয়ী
ফেনী প্রতিনিধি | ৩০ ডিসেম্বর, ২০১৮ ২৩:২৯
ফেনীর তিনটি আসনে মহাজোট মনোনীত প্রার্থীরা বিপুল ভোটে জয়লাভ করেছেন। রোববার জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ফেনী-১ আসনে শিরীন আখতার, ফেনী-২ আসনে নিজাম উদ্দিন হাজারী ও ফেনী-৩ আসনে লে: জে: (অব) মাসুদ উদ্দিন চৌধুরীকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়।
ফেনী-১ (পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া) আসনে ২ লাখ ১ হাজার ৯২৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন জাসদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শিরীন আখতার (নৌকা প্রতীক)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সভাপতি রফিকুল আলম মজনু (ধানের শীষ) পেয়েছেন ২৫ হাজার ৬১৬ ভোট।
আসনটিতে এবার মোট ভোটার ছিলেন ৩ লাখ ৪ হাজার ৭৩৫ জন। এর মধ্যে ১ লাখ ৫৪ হাজার ৮৬৬ জন পুরুষ ও ১ লাখ ৪৬ হাজার ৮৬৯ জন মহিলা ভোটার। এ আসনে ১০৬টি ভোট কেন্দ্র ও ৫৬৬টি ভোটকক্ষে নির্বাচন অনুষ্ঠিত হয়।
ফেনী-২ (সদর) আসনে ২ লাখ ৯০ হাজার ৬৬২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী খালেদা জিয়ার উপদেষ্টা অধ্যাপক জয়নাল আবদীন ভিপি পেয়েছেন ৫ হাজার ৭৭২ ভোট।
এ আসনে মোট ভোটার ৩ লাখ ৪৭ হাজার ৬৮৪ জন। এদের মধ্যে ১ লাখ ৭৯ হাজার ৫২৭ জন পুরুষ ও ১ লাখ ৬৮ হাজার ১৫৭ জন মহিলা ভোটার। নির্বাচনে এ আসনে ১২৬ ভোটকেন্দ্র ও ৬৩৮ ভোটকক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
ফেনী-৩ (সোনাগাজী ও দাগনভূঞা) আসনে ২ লাখ ৮৮ হাজার ৭৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন লে. জেনারেল (অব) মাসুদ উদ্দিন চৌধুরী (লাঙল প্রতীক)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী দাগনভূঞা উপজেলা বিএনপির সভাপতি মো. আকবর হোসেন (ধানের শীষ) পেয়েছেন ১৪ হাজার ৬৭৪ ভোট।
এ আসনে এবার ভোটার সংখ্যা ৩ লাখ ৯২ হাজার ৯৫৬ জন। এদের মধ্যে ১ লাখ ৯৪ হাজার ৩৭৭ জন পুরুষ ও ১ লাখ ৯৪ হাজার ৫৭৯ জন মহিলা ভোটার। নির্বাচনে এ আসনে ১২৬টি ভোট কক্ষ ও ৭২৩টি ভোটকক্ষে নির্বাচন অনুষ্ঠিত হয়।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
ফেনী প্রতিনিধি | ৩০ ডিসেম্বর, ২০১৮ ২৩:২৯

ফেনীর তিনটি আসনে মহাজোট মনোনীত প্রার্থীরা বিপুল ভোটে জয়লাভ করেছেন। রোববার জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ফেনী-১ আসনে শিরীন আখতার, ফেনী-২ আসনে নিজাম উদ্দিন হাজারী ও ফেনী-৩ আসনে লে: জে: (অব) মাসুদ উদ্দিন চৌধুরীকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়।
ফেনী-১ (পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া) আসনে ২ লাখ ১ হাজার ৯২৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন জাসদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শিরীন আখতার (নৌকা প্রতীক)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সভাপতি রফিকুল আলম মজনু (ধানের শীষ) পেয়েছেন ২৫ হাজার ৬১৬ ভোট।
আসনটিতে এবার মোট ভোটার ছিলেন ৩ লাখ ৪ হাজার ৭৩৫ জন। এর মধ্যে ১ লাখ ৫৪ হাজার ৮৬৬ জন পুরুষ ও ১ লাখ ৪৬ হাজার ৮৬৯ জন মহিলা ভোটার। এ আসনে ১০৬টি ভোট কেন্দ্র ও ৫৬৬টি ভোটকক্ষে নির্বাচন অনুষ্ঠিত হয়।
ফেনী-২ (সদর) আসনে ২ লাখ ৯০ হাজার ৬৬২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী খালেদা জিয়ার উপদেষ্টা অধ্যাপক জয়নাল আবদীন ভিপি পেয়েছেন ৫ হাজার ৭৭২ ভোট।
এ আসনে মোট ভোটার ৩ লাখ ৪৭ হাজার ৬৮৪ জন। এদের মধ্যে ১ লাখ ৭৯ হাজার ৫২৭ জন পুরুষ ও ১ লাখ ৬৮ হাজার ১৫৭ জন মহিলা ভোটার। নির্বাচনে এ আসনে ১২৬ ভোটকেন্দ্র ও ৬৩৮ ভোটকক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
ফেনী-৩ (সোনাগাজী ও দাগনভূঞা) আসনে ২ লাখ ৮৮ হাজার ৭৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন লে. জেনারেল (অব) মাসুদ উদ্দিন চৌধুরী (লাঙল প্রতীক)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী দাগনভূঞা উপজেলা বিএনপির সভাপতি মো. আকবর হোসেন (ধানের শীষ) পেয়েছেন ১৪ হাজার ৬৭৪ ভোট।
এ আসনে এবার ভোটার সংখ্যা ৩ লাখ ৯২ হাজার ৯৫৬ জন। এদের মধ্যে ১ লাখ ৯৪ হাজার ৩৭৭ জন পুরুষ ও ১ লাখ ৯৪ হাজার ৫৭৯ জন মহিলা ভোটার। নির্বাচনে এ আসনে ১২৬টি ভোট কক্ষ ও ৭২৩টি ভোটকক্ষে নির্বাচন অনুষ্ঠিত হয়।