চাঁপাইনবাবগঞ্জের দুটি আসনে বিএনপি একটি আসনে আওয়ামী লীগ জয়ী
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি | ৩০ ডিসেম্বর, ২০১৮ ২৩:৫৬
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনের মধ্যে দুটিতেই জয়ী হয়েছে বিএনপি প্রার্থী। অন্যটিতে আওয়ামী লীগ প্রার্থী জয়ী হন।
চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী ডা. সামিল উদ্দীন আহমেদ শিমুল। মোট ১৫৮ কেন্দ্রের মধ্যে ৪টি কেন্দ্রের নির্বাচন স্থগিত করা হয়। ১৫৪ কেন্দ্রে ডা. শিমুল পেয়েছেন ১ লাখ ৮০ হাজার ৭৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অধ্যাপক শাহজাহান মিঞা পেয়েছেন ভোট ১ লাখ ৬৩ হাজার ৬৫০ ভোট।
চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে নির্বাচিত হয়েছেন বিএনপি প্রার্থী আমিনুল ইসলাম। মোট ১৫৯ কেন্দ্রে তিনি পেয়েছেন ১ লাখ ৭৫ হাজার ৪৬৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের জিয়াউর রহমান পেয়েছেন ১ লাখ ৩৯ হাজার ৯৫২ ভোট।
চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে নির্বাচিত হয়েছেন বিএনপি প্রার্থী হারুনুর রশিদ। মোট ১৫০ কেন্দ্রে তিনি পেয়েছেন ১ লাখ ৩৩ হাজার ৬৬১ ভোট। তার কাছের প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের আব্দুল ওদুদ পেয়েছেন ৮৫ হাজার ৯৩৮ ভোট।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি | ৩০ ডিসেম্বর, ২০১৮ ২৩:৫৬

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনের মধ্যে দুটিতেই জয়ী হয়েছে বিএনপি প্রার্থী। অন্যটিতে আওয়ামী লীগ প্রার্থী জয়ী হন।
চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী ডা. সামিল উদ্দীন আহমেদ শিমুল। মোট ১৫৮ কেন্দ্রের মধ্যে ৪টি কেন্দ্রের নির্বাচন স্থগিত করা হয়। ১৫৪ কেন্দ্রে ডা. শিমুল পেয়েছেন ১ লাখ ৮০ হাজার ৭৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অধ্যাপক শাহজাহান মিঞা পেয়েছেন ভোট ১ লাখ ৬৩ হাজার ৬৫০ ভোট।
চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে নির্বাচিত হয়েছেন বিএনপি প্রার্থী আমিনুল ইসলাম। মোট ১৫৯ কেন্দ্রে তিনি পেয়েছেন ১ লাখ ৭৫ হাজার ৪৬৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের জিয়াউর রহমান পেয়েছেন ১ লাখ ৩৯ হাজার ৯৫২ ভোট।
চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে নির্বাচিত হয়েছেন বিএনপি প্রার্থী হারুনুর রশিদ। মোট ১৫০ কেন্দ্রে তিনি পেয়েছেন ১ লাখ ৩৩ হাজার ৬৬১ ভোট। তার কাছের প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের আব্দুল ওদুদ পেয়েছেন ৮৫ হাজার ৯৩৮ ভোট।