চার আসনেই দুই লাখেরও বেশি ব্যবধানে নৌকার জয়
অলীপ ঘটক, বাগেরহাট প্রতিবেদক | ৩১ ডিসেম্বর, ২০১৮ ০০:১৩
বাগেরহাটের চারটি আসনের সব কয়টিতেই জয় লাভ করেছে আওয়ামী লীগ প্রার্থীরা। ভোটপ্রাপ্তিতে তাদের কাছাকাছিও পৌঁছতে পারেনি প্রতিদ্বন্দ্বীরা।
বাগেরহাট-১ (ফকিরহাট-চিতলমারি-মোল্লাহাট) আসনে আওয়ামী লীগের প্রার্থী শেখ হেলাল উদ্দীন নৌকা প্রতীকে ২ লাখ ৫২ হাজার ৬৪৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঐক্যফ্রন্ট প্রার্থী বিএনপি নেতা মো. শেখ মাছুদ রানা ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১১ হাজার ৪৮৫ ভোট।
বাগেরহাট-২ (সদর-কচুয়া) আসনে আওয়ামী লীগের শেখ সারহান নাসের তন্ময় ২ লাখ ২১ হাজার ২১২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঐক্যফ্রন্ট প্রার্থী জেলা বিএনপি’র সভাপতি এম এ সালাম পেয়েছেন ৪ হাজার ৫৯৭ ভোট।
বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) আসনে আওয়ামী লীগের প্রার্থী হাবিবুন নাহার নৌকা প্রতীকে ১ লাখ ৭৫ হাজার ৭৯৯ ভোট বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঐক্যফ্রন্ট প্রার্থী জামায়াত নেতা মোহাম্মদ আব্দুল ওয়াদুদ শেখ ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১৩ হাজার ৪৭৫ ভোট।
বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনে আওয়ামী লীগের মো. মোজাম্মেল হোসেন ২ লাখ ৪৭ হাজার ৯৪১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলনের মাওলানা আব্দুল মজিদ হাওলাদার হাতপাখা প্রতীকে পেয়েছেন ২ হাজার ৪৭১ ভোট।
বাগেরহাটের জেলা প্রশাসক ও রিটার্নীং কর্মকর্তা তপন কুমার বিশ্বাস এই ফলাফল ঘোষণা করেন।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অলীপ ঘটক, বাগেরহাট প্রতিবেদক | ৩১ ডিসেম্বর, ২০১৮ ০০:১৩

বাগেরহাটের চারটি আসনের সব কয়টিতেই জয় লাভ করেছে আওয়ামী লীগ প্রার্থীরা। ভোটপ্রাপ্তিতে তাদের কাছাকাছিও পৌঁছতে পারেনি প্রতিদ্বন্দ্বীরা।
বাগেরহাট-১ (ফকিরহাট-চিতলমারি-মোল্লাহাট) আসনে আওয়ামী লীগের প্রার্থী শেখ হেলাল উদ্দীন নৌকা প্রতীকে ২ লাখ ৫২ হাজার ৬৪৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঐক্যফ্রন্ট প্রার্থী বিএনপি নেতা মো. শেখ মাছুদ রানা ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১১ হাজার ৪৮৫ ভোট।
বাগেরহাট-২ (সদর-কচুয়া) আসনে আওয়ামী লীগের শেখ সারহান নাসের তন্ময় ২ লাখ ২১ হাজার ২১২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঐক্যফ্রন্ট প্রার্থী জেলা বিএনপি’র সভাপতি এম এ সালাম পেয়েছেন ৪ হাজার ৫৯৭ ভোট।
বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) আসনে আওয়ামী লীগের প্রার্থী হাবিবুন নাহার নৌকা প্রতীকে ১ লাখ ৭৫ হাজার ৭৯৯ ভোট বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঐক্যফ্রন্ট প্রার্থী জামায়াত নেতা মোহাম্মদ আব্দুল ওয়াদুদ শেখ ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১৩ হাজার ৪৭৫ ভোট।
বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনে আওয়ামী লীগের মো. মোজাম্মেল হোসেন ২ লাখ ৪৭ হাজার ৯৪১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলনের মাওলানা আব্দুল মজিদ হাওলাদার হাতপাখা প্রতীকে পেয়েছেন ২ হাজার ৪৭১ ভোট।
বাগেরহাটের জেলা প্রশাসক ও রিটার্নীং কর্মকর্তা তপন কুমার বিশ্বাস এই ফলাফল ঘোষণা করেন।