সিলেটে আওয়ামী লীগ ৫, ঐক্যফ্রন্ট ১
সিলেট প্রতিবেদক | ৩১ ডিসেম্বর, ২০১৮ ০১:২৭
সিলেট জেলার ৬টি সংসদীয় আসনের ৫টিতে আওয়ামী লীগের প্রার্থী জয় লাভ করেছে। বাকি একটি আসন পেয়েছে ঐক্যফ্রন্টের (গণফোরাম) প্রার্থী। এখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী। নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগ প্রার্থী পেয়েছেন মাত্র ৩০ হাজার ৪৪৯ ভোট।
সিলেট-১ (মহানগর-সদর) আসনে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী ড. এ কে আবদুল মোমেন। এই আসনের ২১৫টি ভোটকেন্দ্রে তিনি মোট ভোট পেয়েছেন ৩ লাখ ১ হাজার ২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী খন্দকার আবদুল মুক্তাদির পেয়েছেন ১ লাখ ২১ হাজার ১১৯ ভোট।
সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের (গণফোরাম) প্রার্থী মোকাব্বির হোসেন খান। এই আসনের ১২৭টি কেন্দ্রে তিনি মোট ভোট পেয়েছেন ৬৯ হাজার ৪১৩। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী, আওয়ামী লীগ নেতা মুহিবুর রহমান পেয়েছেন ৩০ হাজার ৪৪৯ ভোট।
সিলেট-৩ (দক্ষিণ সুরমা-ফেঞ্চুগঞ্জ-বালাগঞ্জ) আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েস। এই আসনের মোট ১৪৮টি কেন্দ্রে কয়েস পেয়েছেন ১ লাখ ৭৭ হাজার ৫০৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী শফি আহমদ চৌধুরী পেয়েছেন ৭৯ হাজার ৮৬৫ ভোট।
সিলেট-৪ (জৈন্তাপুর-গোয়াইনঘাট-কোম্পানীগঞ্জ) আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী ইমরান আহমদ। এই আসনের ১৫৩টি ভোটকেন্দ্রে তিনি মোট ভোট পেয়েছেন ২ লাখ ২৩ হাজার ৬৭৭। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী দিলদার হোসেন সেলিম পেয়েছেন ৯২ হাজার ৪৭৩ ভোট।
সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী হাফিজ আহমদ মজুমদার। ১৫৮টি কেন্দ্রে তিনি মোট ভোট পেয়েছেন ২ লাখ ৭ হাজার ১৯১। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় ঐক্যফ্রন্টের (জমিয়তে উলামায়ে ইসলাম) মাওলানা উবায়দুল্লাহ ফারুক পেয়েছেন ১ লাখ ৩৮ হাজার ৯৬০ ভোট।
সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে আওয়ামী লীগের প্রার্থী শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ১ লাখ ৯৬ হাজার ১৫ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী ফয়সল আহমদ চৌধুরী পেয়েছেন ১ লাখ ৮ হাজার ৮৯ ভোট।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
সিলেট প্রতিবেদক | ৩১ ডিসেম্বর, ২০১৮ ০১:২৭

সিলেট জেলার ৬টি সংসদীয় আসনের ৫টিতে আওয়ামী লীগের প্রার্থী জয় লাভ করেছে। বাকি একটি আসন পেয়েছে ঐক্যফ্রন্টের (গণফোরাম) প্রার্থী। এখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী। নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগ প্রার্থী পেয়েছেন মাত্র ৩০ হাজার ৪৪৯ ভোট।
সিলেট-১ (মহানগর-সদর) আসনে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী ড. এ কে আবদুল মোমেন। এই আসনের ২১৫টি ভোটকেন্দ্রে তিনি মোট ভোট পেয়েছেন ৩ লাখ ১ হাজার ২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী খন্দকার আবদুল মুক্তাদির পেয়েছেন ১ লাখ ২১ হাজার ১১৯ ভোট।
সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের (গণফোরাম) প্রার্থী মোকাব্বির হোসেন খান। এই আসনের ১২৭টি কেন্দ্রে তিনি মোট ভোট পেয়েছেন ৬৯ হাজার ৪১৩। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী, আওয়ামী লীগ নেতা মুহিবুর রহমান পেয়েছেন ৩০ হাজার ৪৪৯ ভোট।
সিলেট-৩ (দক্ষিণ সুরমা-ফেঞ্চুগঞ্জ-বালাগঞ্জ) আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েস। এই আসনের মোট ১৪৮টি কেন্দ্রে কয়েস পেয়েছেন ১ লাখ ৭৭ হাজার ৫০৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী শফি আহমদ চৌধুরী পেয়েছেন ৭৯ হাজার ৮৬৫ ভোট।
সিলেট-৪ (জৈন্তাপুর-গোয়াইনঘাট-কোম্পানীগঞ্জ) আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী ইমরান আহমদ। এই আসনের ১৫৩টি ভোটকেন্দ্রে তিনি মোট ভোট পেয়েছেন ২ লাখ ২৩ হাজার ৬৭৭। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী দিলদার হোসেন সেলিম পেয়েছেন ৯২ হাজার ৪৭৩ ভোট।
সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী হাফিজ আহমদ মজুমদার। ১৫৮টি কেন্দ্রে তিনি মোট ভোট পেয়েছেন ২ লাখ ৭ হাজার ১৯১। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় ঐক্যফ্রন্টের (জমিয়তে উলামায়ে ইসলাম) মাওলানা উবায়দুল্লাহ ফারুক পেয়েছেন ১ লাখ ৩৮ হাজার ৯৬০ ভোট।
সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে আওয়ামী লীগের প্রার্থী শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ১ লাখ ৯৬ হাজার ১৫ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী ফয়সল আহমদ চৌধুরী পেয়েছেন ১ লাখ ৮ হাজার ৮৯ ভোট।