নিরঙ্কুশ বিজয় নিয়ে আবারো সরকার গঠনের পথে আওয়ামী লীগ
অনলাইন ডেস্ক | ৩১ ডিসেম্বর, ২০১৮ ০১:২৮
রোববার একাদশ সংসদ নির্বাচনে ভোট দেওয়ার পর প্রধানমন্ত্রী। ছবি: ফোকাস বাংলা
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের মধ্য দিয়ে সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। রোববার রাত ১২টায় প্রাপ্ত বেসরকারি ফলাফল অনুযায়ী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ পেয়েছে ১৪৯ আসন। এর মধ্য দিয়ে টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করতে যাচ্ছে ক্ষমতাসীন দলটি।
রোববার মধ্যরাত পর্যন্ত ২৮৩ আসনের প্রাপ্ত ফলাফলে দেখা যায় বাংলাদেশ আওয়ামী লীগ পেয়েছে ২৪৯ টি আসন। আওয়ামী লীগের প্রধান প্রতিদ্বন্দ্বী দল বিএনপি পেয়েছে ৬ টি আসন। মহাজোটের সঙ্গী জাতীয় পার্টি পেয়েছে ২২ আসন। অন্যান্য দল ও স্বতন্ত্র মিলে পেয়েছে ৬ আসন।
বাংলাদেশের প্রথম জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয় ১৯৭৩ সালে। সেই নির্বাচনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে সরকার গঠন করে দলটি। এরপর শেখ হাসিনার নেতৃত্বে ১৯৯৬ সালের ৭ম জাতীয় সংসদ নির্বাচন, ২০০৮ সালে ৯ম জাতীয় সংসদ নির্বাচন ও ২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ সরকার গঠন করে।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ৩১ ডিসেম্বর, ২০১৮ ০১:২৮

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের মধ্য দিয়ে সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। রোববার রাত ১২টায় প্রাপ্ত বেসরকারি ফলাফল অনুযায়ী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ পেয়েছে ১৪৯ আসন। এর মধ্য দিয়ে টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করতে যাচ্ছে ক্ষমতাসীন দলটি।
রোববার মধ্যরাত পর্যন্ত ২৮৩ আসনের প্রাপ্ত ফলাফলে দেখা যায় বাংলাদেশ আওয়ামী লীগ পেয়েছে ২৪৯ টি আসন। আওয়ামী লীগের প্রধান প্রতিদ্বন্দ্বী দল বিএনপি পেয়েছে ৬ টি আসন। মহাজোটের সঙ্গী জাতীয় পার্টি পেয়েছে ২২ আসন। অন্যান্য দল ও স্বতন্ত্র মিলে পেয়েছে ৬ আসন।
বাংলাদেশের প্রথম জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয় ১৯৭৩ সালে। সেই নির্বাচনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে সরকার গঠন করে দলটি। এরপর শেখ হাসিনার নেতৃত্বে ১৯৯৬ সালের ৭ম জাতীয় সংসদ নির্বাচন, ২০০৮ সালে ৯ম জাতীয় সংসদ নির্বাচন ও ২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ সরকার গঠন করে।