সাতক্ষীরার ৪ টি আসনে মহাজোটের প্রার্থীদের জয়লাভ
সাতক্ষীরা প্রতিনিধি | ৩১ ডিসেম্বর, ২০১৮ ০২:১৫
সাতক্ষীরার চারটি আসনেই বিজয়ী হয়েছেন মহাজোটের প্রার্থীরা। সাতক্ষীরা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার এস এম মোস্তফা কামাল জানান, অংশগ্রহণমূলক সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে সর্বশেষ চূড়ান্ত ফলাফলে বিজয়ীরা হলেন যথাক্রমে সাতক্ষীরা-১ মুস্তফা লুৎফুল্লাহ, সাতক্ষীরা -২ মীর মোস্তাক আহমেদ রবি, সাতক্ষীরা-৩ ডা: আ ফ ম রুহুল হক ও সাতক্ষীরা-৪ এস এম জগলুল হায়দার। মুস্তফা লুৎফুল্লাহ ওয়ার্কার্স পার্টি ও বাকি তিনজন আওয়ামী লীগের। প্রত্যেকে মহাজোটভুক্ত হয়ে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করেন।
সাতক্ষীরা ১ আসনে চূড়ান্ত ফলাফলে (তালা- কলারোয়া) মহাজোট প্রার্থী ওয়ার্কার্স পার্টির মুস্তফা লুৎফুল্লাহ নৌকা প্রতীক নিয়ে ৩৩২০৬৩ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির হাবিবুল ইসলাম হাবিব ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ১৭৪৫। মোট কেন্দ্র: ১৬৮।
সাতক্ষীরা ২ আসনে চূড়ান্ত ফলাফলে ( সাতক্ষীরা সদর) মহাজোট প্রার্থী আওয়ামী লীগের মীর মোস্তাক আহমেদ রবি নৌকা প্রতীক নিয়ে সবকটি কেন্দ্রের ফলাফলে ১ লাখ ৫৫ হাজার ৬১১ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ২০ দলীয় জোটের জামায়াতের মুহাদ্দিস আবদুল খালেক ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ২৭ হাজার ৭১১ ভোট। মোট কেন্দ্র: ১৩৭।
সাতক্ষীরা ৩ আসনে চূড়ান্ত ফলাফলে (আশাশুনি দেবহাটা ও কালিগঞ্জ উপজেলার আংশিক) মহাজোট প্রার্থী আওয়ামী লীগের ডা. আফম রুহুল হক নৌকা প্রতীক নিয়ে ৩ লাখ ৩ হাজার ৬৪৮ ভোট পেয়ে জয়লাভ করেছেন । তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ডা. শহিদুল আলম ধানের শীষ প্রতীকে পেয়েছেন ২৪ হাজার ৬৭৮ ভোট। মোট কেন্দ্র: ১৫৩।
সাতক্ষীরা ৪ আসনে চূড়ান্ত ফলাফলে (শ্যামনগর ও কালিগঞ্জের আংশিক) মহাজোট প্রার্থী আওয়ামী লীগের এসএম জগলুল হায়দার নৌকা প্রতীক নিয়ে ২ লাখ ৩৮ হাজার ৩৮৭ ভোট পেয়ে জয় লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ২০ দলীয় জোটের জামায়াতের গাজী নজরুল ইসলাম ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৩০ হাজার ৪৮৬ ভোট ।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
সাতক্ষীরা প্রতিনিধি | ৩১ ডিসেম্বর, ২০১৮ ০২:১৫

সাতক্ষীরার চারটি আসনেই বিজয়ী হয়েছেন মহাজোটের প্রার্থীরা। সাতক্ষীরা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার এস এম মোস্তফা কামাল জানান, অংশগ্রহণমূলক সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে সর্বশেষ চূড়ান্ত ফলাফলে বিজয়ীরা হলেন যথাক্রমে সাতক্ষীরা-১ মুস্তফা লুৎফুল্লাহ, সাতক্ষীরা -২ মীর মোস্তাক আহমেদ রবি, সাতক্ষীরা-৩ ডা: আ ফ ম রুহুল হক ও সাতক্ষীরা-৪ এস এম জগলুল হায়দার। মুস্তফা লুৎফুল্লাহ ওয়ার্কার্স পার্টি ও বাকি তিনজন আওয়ামী লীগের। প্রত্যেকে মহাজোটভুক্ত হয়ে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করেন।
সাতক্ষীরা ১ আসনে চূড়ান্ত ফলাফলে (তালা- কলারোয়া) মহাজোট প্রার্থী ওয়ার্কার্স পার্টির মুস্তফা লুৎফুল্লাহ নৌকা প্রতীক নিয়ে ৩৩২০৬৩ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির হাবিবুল ইসলাম হাবিব ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ১৭৪৫। মোট কেন্দ্র: ১৬৮।
সাতক্ষীরা ২ আসনে চূড়ান্ত ফলাফলে ( সাতক্ষীরা সদর) মহাজোট প্রার্থী আওয়ামী লীগের মীর মোস্তাক আহমেদ রবি নৌকা প্রতীক নিয়ে সবকটি কেন্দ্রের ফলাফলে ১ লাখ ৫৫ হাজার ৬১১ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ২০ দলীয় জোটের জামায়াতের মুহাদ্দিস আবদুল খালেক ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ২৭ হাজার ৭১১ ভোট। মোট কেন্দ্র: ১৩৭।
সাতক্ষীরা ৩ আসনে চূড়ান্ত ফলাফলে (আশাশুনি দেবহাটা ও কালিগঞ্জ উপজেলার আংশিক) মহাজোট প্রার্থী আওয়ামী লীগের ডা. আফম রুহুল হক নৌকা প্রতীক নিয়ে ৩ লাখ ৩ হাজার ৬৪৮ ভোট পেয়ে জয়লাভ করেছেন । তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ডা. শহিদুল আলম ধানের শীষ প্রতীকে পেয়েছেন ২৪ হাজার ৬৭৮ ভোট। মোট কেন্দ্র: ১৫৩।
সাতক্ষীরা ৪ আসনে চূড়ান্ত ফলাফলে (শ্যামনগর ও কালিগঞ্জের আংশিক) মহাজোট প্রার্থী আওয়ামী লীগের এসএম জগলুল হায়দার নৌকা প্রতীক নিয়ে ২ লাখ ৩৮ হাজার ৩৮৭ ভোট পেয়ে জয় লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ২০ দলীয় জোটের জামায়াতের গাজী নজরুল ইসলাম ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৩০ হাজার ৪৮৬ ভোট ।