জিতলেন মান্নান-মাহী
নিজস্ব প্রতিবেদক | ৩১ ডিসেম্বর, ২০১৮ ১০:২৯
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের শরিক বিকল্পধারা বাংলাদেশ থেকে মহাসচিব (মেজর অব.) এমএ মান্নান ও প্রেসিডিয়াম সদস্য মাহী বি চৌধুরী জয়লাভ করেছেন।
বেসরকারিভাবে তারা বিজয়ী হয়েছেন বলে রোববার দিবাগত রাতে রিটার্নিং অফিস সূত্র জানা গেছে। মাহী বি চৌধুরী সম্পর্কে মান্নানের জামাতা।
মুন্সীগঞ্জ-১ আসনে মহাজোট থেকে নৌকা প্রতীকে বিকল্পধারার প্রেসিডিয়াম সদস্য মাহী বি চৌধুরী ভোট পান ২ লাখ ৮৬ হাজার ৬৮১টি। এই আসনে বিএনপি থেকে নির্বাচন করে ৪৪ হাজার ৮৮৭ ভোট পেয়ে পরাজিত হয়েছেন শাহ মোয়াজ্জেম হোসেন।
লক্ষ্মীপুর-৪ আসনে বিকল্পধারার মহাসচিব মেজর (অব.) এম এ মান্নান ১ লাখ ৮৩ হাজার ৯০৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম শীর্ষ নেতা জেএসডি সভাপতি আ স ম আবদুর রব ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৪০ হাজার ৯৭৩ ভোট।
এই নির্বাচনে ২৯৯ আসনের মধ্যে ২৮৮ আসনে জয় পেয়েছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট। এরমধ্যে লাঙল প্রতীকে জাতীয় পার্টি পেয়েছে ২২টি আসন। বিরোধী জোট জাতীয় ঐক্যফ্রন্ট ছয়টি আর অন্যান্য প্রার্থী চারটি আসনে জয় পেয়েছে। প্রার্থীর মৃত্যুর কারণে ৩০০ আসনের একটিতে ভোট স্থগিত রয়েছে।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক | ৩১ ডিসেম্বর, ২০১৮ ১০:২৯

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের শরিক বিকল্পধারা বাংলাদেশ থেকে মহাসচিব (মেজর অব.) এমএ মান্নান ও প্রেসিডিয়াম সদস্য মাহী বি চৌধুরী জয়লাভ করেছেন।
বেসরকারিভাবে তারা বিজয়ী হয়েছেন বলে রোববার দিবাগত রাতে রিটার্নিং অফিস সূত্র জানা গেছে। মাহী বি চৌধুরী সম্পর্কে মান্নানের জামাতা।
মুন্সীগঞ্জ-১ আসনে মহাজোট থেকে নৌকা প্রতীকে বিকল্পধারার প্রেসিডিয়াম সদস্য মাহী বি চৌধুরী ভোট পান ২ লাখ ৮৬ হাজার ৬৮১টি। এই আসনে বিএনপি থেকে নির্বাচন করে ৪৪ হাজার ৮৮৭ ভোট পেয়ে পরাজিত হয়েছেন শাহ মোয়াজ্জেম হোসেন।
লক্ষ্মীপুর-৪ আসনে বিকল্পধারার মহাসচিব মেজর (অব.) এম এ মান্নান ১ লাখ ৮৩ হাজার ৯০৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম শীর্ষ নেতা জেএসডি সভাপতি আ স ম আবদুর রব ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৪০ হাজার ৯৭৩ ভোট।
এই নির্বাচনে ২৯৯ আসনের মধ্যে ২৮৮ আসনে জয় পেয়েছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট। এরমধ্যে লাঙল প্রতীকে জাতীয় পার্টি পেয়েছে ২২টি আসন। বিরোধী জোট জাতীয় ঐক্যফ্রন্ট ছয়টি আর অন্যান্য প্রার্থী চারটি আসনে জয় পেয়েছে। প্রার্থীর মৃত্যুর কারণে ৩০০ আসনের একটিতে ভোট স্থগিত রয়েছে।