খেলাধুলা ও জনসেবা একসঙ্গে চলবে: মাশরাফি
নড়াইল প্রতিনিধি | ৩১ ডিসেম্বর, ২০১৮ ১৬:১৭
সোমবার নড়াইলে সংবাদ সম্মেলনে মাশরাফী বিন মোর্ত্তজা। ছবি: দেশ রূপান্তর
বিপুল ভোটে ব্যবধানে নির্বাচিত নড়াইল-২ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা খেলাধুলার পাশাপাশি নির্বাচনী এলাকার মানুষের পাশে থেকে সর্বোচ্চ সেবা দিতে চান বলে জানিয়েছেন।
সোমবার দুপুর ১টার দিকে তার নির্বাচনী কার্যালয় তাহেরা কনভেনশনে গণমাধ্যম কর্মীদের মুখোমুখি হন।
নির্বাচন পরবর্তী প্রতিক্রিয়ায় মাশরাফি বলেন, জনগণ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। আমি সবার প্রতি আন্তরিক ভালোবাসা ও কৃতজ্ঞতা জানাচ্ছি।
তিনি বলেন, নির্বাচনের আগে আমি এক সপ্তাহ ধরে নির্বাচনী এলাকায় ঘুরেছি। নানা শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলেছি। বিভিন্ন এলাকার সমস্যার কথা শুনেছি। এখন আমার চেষ্টা থাকবে নির্বাচনী এলাকার সমস্যা সমাধানে কাজ করা। তিনি বলেন, আমার কাছে প্রাধান্য থাকবে নড়াইলে যোগাযোগ ব্যবস্থা, কৃষি খাত, শিক্ষা খাত, স্বাস্থ্য খাত, নদীভাঙন প্রতিরোধ, ক্রীড়াঙ্গনের উন্নয়নসহ একটি সুন্দর ও সমৃদ্ধ জেলা গড়ে তোলা।
ক্রিকেট প্রসঙ্গে এ তারকা বলেন, আমার টার্গেট আগামী বিশ্বকাপ। জাতীয় সংসদ নির্বাচন শেষ হয়েছে। এখন আমার ভাবনা রয়েছে ক্রিকেট নিয়ে। আগামী ৫ জানুয়ারি হতে বিপিএল খেলা শুরু হবে। সে জন্য ১ জানুয়ারি ঢাকায় যেতে হবে। তবে খেলার পাশাপাশি আমার নির্বাচনী এলাকার উন্নয়নে কাজ চালিয়ে যাব। এ ক্ষেত্রে আশা করি কোনো সমস্যা হবে না।
স্বাস্থ্য ও শিক্ষাকে গুরুত্ব দিয়ে তিনি বলেন, নড়াইলে কোনো মেডিকেল কলেজ এবং বিশ্ববিদ্যালয় করা যায় কিনে সে ব্যাপারে সম্ভাব্যতা যাচাই করে প্রধানমন্ত্রীর সঙ্গে বসে সিদ্ধান্ত নেওয়া হবে।
এক প্রশ্নের জবাবে খেলার মাঠের মাশরাফি আর রাজনীতির মাঠের মাশরাফির মধ্যে কোনো পার্থক্য থাকবে কিনে এমন প্রশ্নে বলেন, দেশের জন্য যেমন খেলেছি, তেমনি রাজনীতির মাঠে থেকে দেশের সেবা করার চেষ্টা করব। নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের মাধ্যমে নতুন খেলোয়াড় তৈরির কাজ চালিয়ে যাচ্ছি। জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় ক্রীড়াঙ্গনের উন্নয়নে অবশ্যই আমি কাজ করে যাব।
সোমবার সকাল থেকেই মাশরাফির বাসভবনের সামনে বিভিন্ন এলাকা থেকে দলীয় নেতাকর্মী ও ভক্তরা তার বাসভবনের সামনে সমবেত হন। অনেকেই তাকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন।
নড়াইল শহর সংলগ্ন আউড়িয়া ইউপি চেয়ারম্যান মো. পলাশ মোল্যা, বাঁশগ্রাম ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলামসহ বিভিন্ন ইউপি চেয়ারম্যান ও সদস্যরা মাশরাফিকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন।
মাশরাফি বেলা ২টার দিকে নড়াইল পুরাতন বাসটার্মিনাল চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।
প্রসঙ্গত, এ আসনে তিনি ২ লাখ ৭১ হাজার ২১০ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার প্রধান প্রতিদ্বন্দ্বী ঐক্যফ্রন্টের প্রার্থী এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ ধানের শীষ প্রতীকে পেয়েছেন মাত্র ৭ হাজার ৮৮৩ ভোট। এ আসনে মোট ভোটার ৩লাখ ১৭ হাজার ৮৪৪ জন।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নড়াইল প্রতিনিধি | ৩১ ডিসেম্বর, ২০১৮ ১৬:১৭

বিপুল ভোটে ব্যবধানে নির্বাচিত নড়াইল-২ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা খেলাধুলার পাশাপাশি নির্বাচনী এলাকার মানুষের পাশে থেকে সর্বোচ্চ সেবা দিতে চান বলে জানিয়েছেন।
সোমবার দুপুর ১টার দিকে তার নির্বাচনী কার্যালয় তাহেরা কনভেনশনে গণমাধ্যম কর্মীদের মুখোমুখি হন।
নির্বাচন পরবর্তী প্রতিক্রিয়ায় মাশরাফি বলেন, জনগণ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। আমি সবার প্রতি আন্তরিক ভালোবাসা ও কৃতজ্ঞতা জানাচ্ছি।
তিনি বলেন, নির্বাচনের আগে আমি এক সপ্তাহ ধরে নির্বাচনী এলাকায় ঘুরেছি। নানা শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলেছি। বিভিন্ন এলাকার সমস্যার কথা শুনেছি। এখন আমার চেষ্টা থাকবে নির্বাচনী এলাকার সমস্যা সমাধানে কাজ করা। তিনি বলেন, আমার কাছে প্রাধান্য থাকবে নড়াইলে যোগাযোগ ব্যবস্থা, কৃষি খাত, শিক্ষা খাত, স্বাস্থ্য খাত, নদীভাঙন প্রতিরোধ, ক্রীড়াঙ্গনের উন্নয়নসহ একটি সুন্দর ও সমৃদ্ধ জেলা গড়ে তোলা।
ক্রিকেট প্রসঙ্গে এ তারকা বলেন, আমার টার্গেট আগামী বিশ্বকাপ। জাতীয় সংসদ নির্বাচন শেষ হয়েছে। এখন আমার ভাবনা রয়েছে ক্রিকেট নিয়ে। আগামী ৫ জানুয়ারি হতে বিপিএল খেলা শুরু হবে। সে জন্য ১ জানুয়ারি ঢাকায় যেতে হবে। তবে খেলার পাশাপাশি আমার নির্বাচনী এলাকার উন্নয়নে কাজ চালিয়ে যাব। এ ক্ষেত্রে আশা করি কোনো সমস্যা হবে না।
স্বাস্থ্য ও শিক্ষাকে গুরুত্ব দিয়ে তিনি বলেন, নড়াইলে কোনো মেডিকেল কলেজ এবং বিশ্ববিদ্যালয় করা যায় কিনে সে ব্যাপারে সম্ভাব্যতা যাচাই করে প্রধানমন্ত্রীর সঙ্গে বসে সিদ্ধান্ত নেওয়া হবে।
এক প্রশ্নের জবাবে খেলার মাঠের মাশরাফি আর রাজনীতির মাঠের মাশরাফির মধ্যে কোনো পার্থক্য থাকবে কিনে এমন প্রশ্নে বলেন, দেশের জন্য যেমন খেলেছি, তেমনি রাজনীতির মাঠে থেকে দেশের সেবা করার চেষ্টা করব। নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের মাধ্যমে নতুন খেলোয়াড় তৈরির কাজ চালিয়ে যাচ্ছি। জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় ক্রীড়াঙ্গনের উন্নয়নে অবশ্যই আমি কাজ করে যাব।
সোমবার সকাল থেকেই মাশরাফির বাসভবনের সামনে বিভিন্ন এলাকা থেকে দলীয় নেতাকর্মী ও ভক্তরা তার বাসভবনের সামনে সমবেত হন। অনেকেই তাকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন।
নড়াইল শহর সংলগ্ন আউড়িয়া ইউপি চেয়ারম্যান মো. পলাশ মোল্যা, বাঁশগ্রাম ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলামসহ বিভিন্ন ইউপি চেয়ারম্যান ও সদস্যরা মাশরাফিকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন।
মাশরাফি বেলা ২টার দিকে নড়াইল পুরাতন বাসটার্মিনাল চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।
প্রসঙ্গত, এ আসনে তিনি ২ লাখ ৭১ হাজার ২১০ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার প্রধান প্রতিদ্বন্দ্বী ঐক্যফ্রন্টের প্রার্থী এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ ধানের শীষ প্রতীকে পেয়েছেন মাত্র ৭ হাজার ৮৮৩ ভোট। এ আসনে মোট ভোটার ৩লাখ ১৭ হাজার ৮৪৪ জন।