হাতিয়ায় স্ত্রীর কাছে জামানত হারালেন স্বামী
নোয়াখালী প্রতিনিধি | ৩১ ডিসেম্বর, ২০১৮ ২০:০১
নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে আওয়ামী লীগ প্রার্থী আয়েশা ফেরদাউস দুই লাখ ১০ হাজার ১৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এ আসনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী ফজলুল আজিম পেয়েছেন ৪৭১৫ ভোট।
তবে এ আসনে আয়েশা ফেরদাউসের স্বামী স্বতন্ত্র প্রার্থী সাবেক সাংসদ মোহাম্মদ আলী ১২৯৫ ভোট পেয়ে জামানত হারিয়েছেন। স্থানীয়রা জানান, স্ত্রীর কাছে স্বামীর এই পরাজয় ও জামানত বাজেয়াপ্ত হওয়ার ঘটনা এলাকায় আলোচনার জন্ম দিয়েছে।
রবিবার গভীর রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার নূর-এ-আলম হাতিয়ার ৭৭টি ভোট কেন্দ্রের ফলাফল ঘোষণা শেষ করেন। এতে দুই লাখ ২০ হাজারের মধ্যে দুই লাখ ১০ ভোটই পান নৌকা প্রতীকের প্রার্থী আয়েশা ফেরদাউস।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নোয়াখালী প্রতিনিধি | ৩১ ডিসেম্বর, ২০১৮ ২০:০১

নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে আওয়ামী লীগ প্রার্থী আয়েশা ফেরদাউস দুই লাখ ১০ হাজার ১৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এ আসনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী ফজলুল আজিম পেয়েছেন ৪৭১৫ ভোট।
তবে এ আসনে আয়েশা ফেরদাউসের স্বামী স্বতন্ত্র প্রার্থী সাবেক সাংসদ মোহাম্মদ আলী ১২৯৫ ভোট পেয়ে জামানত হারিয়েছেন। স্থানীয়রা জানান, স্ত্রীর কাছে স্বামীর এই পরাজয় ও জামানত বাজেয়াপ্ত হওয়ার ঘটনা এলাকায় আলোচনার জন্ম দিয়েছে।
রবিবার গভীর রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার নূর-এ-আলম হাতিয়ার ৭৭টি ভোট কেন্দ্রের ফলাফল ঘোষণা শেষ করেন। এতে দুই লাখ ২০ হাজারের মধ্যে দুই লাখ ১০ ভোটই পান নৌকা প্রতীকের প্রার্থী আয়েশা ফেরদাউস।
শেয়ার করুন