ঝিনাইদহে আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষে আহত ১০
ঝিনাইদহ প্রতিনিধি | ৩১ ডিসেম্বর, ২০১৮ ২১:৪৬
আহতদের ঝিনাইদহ সদর হাসপাতলে ভর্তি করা হয়।
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। সোমবার সন্ধ্যায় ঝিনাইদহের বওড়াতলা গ্রামের সংঘর্ষে আহতদের ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন, বওড়াতলা গ্রামের পিন্টু হোসেন (২৭),ওয়াসিম হোসেন (২৩), আবুল কালাম (২৬), সুজন হোসেন (২৫), রাজু আহমেদ (২৪), জাহিরুল ইসলাম (৪০) ও সবুজ হোসেল (২৪)সহ ১০জন।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক শেখ জানান, বওড়াতলা গ্রামের বিশারত আলী ও বিপ্লব হোসেনের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
ঝিনাইদহ প্রতিনিধি | ৩১ ডিসেম্বর, ২০১৮ ২১:৪৬

আহতদের ঝিনাইদহ সদর হাসপাতলে ভর্তি করা হয়।
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। সোমবার সন্ধ্যায় ঝিনাইদহের বওড়াতলা গ্রামের সংঘর্ষে আহতদের ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন, বওড়াতলা গ্রামের পিন্টু হোসেন (২৭),ওয়াসিম হোসেন (২৩), আবুল কালাম (২৬), সুজন হোসেন (২৫), রাজু আহমেদ (২৪), জাহিরুল ইসলাম (৪০) ও সবুজ হোসেল (২৪)সহ ১০জন।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক শেখ জানান, বওড়াতলা গ্রামের বিশারত আলী ও বিপ্লব হোসেনের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
শেয়ার করুন