সুখটা যেন অন্যের দুঃখের কারণ না হয়: শেখ তন্ময়
বাগেরহাট প্রতিনিধি | ৩১ ডিসেম্বর, ২০১৮ ২২:৫৭
বাগেরহাট সদর আসনে বেসরকারিভাবে নির্বাচিত তরুণ সাংসদ শেখ সারহান নাসের তন্ময় নেতাকর্মীদের সহঅবস্থানে থাকার পরামর্শ দিয়ে বলেছেন, বিজয়ের উল্লাসে কারণে প্রতিপক্ষের কেউ যেন ক্ষতিগ্রস্ত না হয়।
তিনি বলেন, ‘আমাদের সুখের বহিঃপ্রকাশ যেন অন্য কারো দুঃখের কারণ না হয়। সেদিকে নেতাকর্মীদের খেয়াল রাখতে হবে।’ সোমবার জেলা আওয়ামী লীগ শুভেচ্ছা বিনিময় সভায় দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে এসব কথা বলেন বঙ্গবন্ধুর নাতি শেখ তন্ময়।
শুভেচ্ছা সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র খান হাবিবুর রহমান। সভায় অন্যান্যের মধ্যে বাগেরহাট পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ বশিরুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আকতারুজ্জামান বাচ্চু, জেলা যুবলীগের আহ্বায়ক সরদার নাসির উদ্দিনসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
বাগেরহাট প্রতিনিধি | ৩১ ডিসেম্বর, ২০১৮ ২২:৫৭

বাগেরহাট সদর আসনে বেসরকারিভাবে নির্বাচিত তরুণ সাংসদ শেখ সারহান নাসের তন্ময় নেতাকর্মীদের সহঅবস্থানে থাকার পরামর্শ দিয়ে বলেছেন, বিজয়ের উল্লাসে কারণে প্রতিপক্ষের কেউ যেন ক্ষতিগ্রস্ত না হয়।
তিনি বলেন, ‘আমাদের সুখের বহিঃপ্রকাশ যেন অন্য কারো দুঃখের কারণ না হয়। সেদিকে নেতাকর্মীদের খেয়াল রাখতে হবে।’ সোমবার জেলা আওয়ামী লীগ শুভেচ্ছা বিনিময় সভায় দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে এসব কথা বলেন বঙ্গবন্ধুর নাতি শেখ তন্ময়।
শুভেচ্ছা সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র খান হাবিবুর রহমান। সভায় অন্যান্যের মধ্যে বাগেরহাট পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ বশিরুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আকতারুজ্জামান বাচ্চু, জেলা যুবলীগের আহ্বায়ক সরদার নাসির উদ্দিনসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শেয়ার করুন