ফেনী-৩ আসন
১১ প্রার্থীর ১০ জনই জামানত হারাল
সোনাগাজী (ফেনী) প্রতিনিধি | ৩১ ডিসেম্বর, ২০১৮ ২৩:১১
ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঞা) আসনে ১১ জন প্রার্থীর মধ্যে ১০ জন প্রার্থীর জামানত বাতিল হয়েছে। এই আসনে মোট ভোটার ৩ লাখ ৯৩ হাজার ৪৫৪ জন। ১২৬টি কেন্দ্রে প্রাপ্ত ভোট ৩ লাখ ১৯ হাজার ২২৪। প্রাপ্ত ভোটের এক-অষ্টমাংশ ভোট না পাওয়ায় তাদের জামানত বাতিল হয়।
জামানত বাতিল হওয়া ঐক্যফ্রন্ট ও বিএনপির প্রার্থী মো. আকবর হোসেন পেয়েছেন ১৫ হাজার ৬৭ ভোট, ইসলামি আন্দোলন বাংলাদেশর প্রার্থী আবদুর রাজ্জাক হাত পাখা প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৯২৫ ভোট, ইসলামিক ফ্রন্টের প্রার্থী মো. মাঈন উদ্দিন চেয়ার প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৭৮ ভোট, স্বতন্ত্র প্রার্থী আবুল বাশার আপেল প্রতীকে পেয়েছেন ১ হাজার ৮৪১ ভোট, ইনসানিয়াত প্রার্থী হাসান আহম্মদ সিংহ প্রতীকে ১ হাজার ৩২৮ ভোট, বাসদ প্রার্থী হারাধন চক্রবর্তী মই প্রতীকে পেয়েছেন ২৩৮ ভোট, স্বতন্ত্র প্রার্থী মো. গোলাম হোসেন বাঘ প্রতীকে ৬৫১ ভোট, স্বতন্ত্র প্রার্থী আনোয়ারুল কবির মটর গাড়ি প্রতীকে পেয়েছেন ২৯০ ভোট, স্বতন্ত্রপ্রার্থী ইশতেয়াক আহমেদ নোঙ্গর প্রতীকে ১৭৮ ভোট, স্বতন্ত্রপ্রার্থী শহারিয়ার ইকবাল টেলিভিশন প্রতীকে পেয়েছেন ৮৯ ভোট।
গতকাল রোববার ভোটের আগের রাতে নৌকায় সীল মেরে ব্যালটবাক্স ভর্তি করে রাখার অভিযোগে ভোটের দিন দুপুরে সংবাদ সম্মেলনে করে নির্বাচন বর্জনের ঘোষণা দেন বিএনপি প্রার্থী মো. আকবর হোসেন। এই আসনে মহাজোট প্রার্থী জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য লে. জে. অব. মাসুদ উদ্দিন চৌধুরী লাঙল প্রতীকে ২ লাখ ৯০ হাজার ২১০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নির্বাচন সুষ্ঠু হয়েছে দাবি করে জনগণের রায়কে স্বাগত জানিয়েছেন তিনি।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
সোনাগাজী (ফেনী) প্রতিনিধি | ৩১ ডিসেম্বর, ২০১৮ ২৩:১১

ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঞা) আসনে ১১ জন প্রার্থীর মধ্যে ১০ জন প্রার্থীর জামানত বাতিল হয়েছে। এই আসনে মোট ভোটার ৩ লাখ ৯৩ হাজার ৪৫৪ জন। ১২৬টি কেন্দ্রে প্রাপ্ত ভোট ৩ লাখ ১৯ হাজার ২২৪। প্রাপ্ত ভোটের এক-অষ্টমাংশ ভোট না পাওয়ায় তাদের জামানত বাতিল হয়।
জামানত বাতিল হওয়া ঐক্যফ্রন্ট ও বিএনপির প্রার্থী মো. আকবর হোসেন পেয়েছেন ১৫ হাজার ৬৭ ভোট, ইসলামি আন্দোলন বাংলাদেশর প্রার্থী আবদুর রাজ্জাক হাত পাখা প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৯২৫ ভোট, ইসলামিক ফ্রন্টের প্রার্থী মো. মাঈন উদ্দিন চেয়ার প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৭৮ ভোট, স্বতন্ত্র প্রার্থী আবুল বাশার আপেল প্রতীকে পেয়েছেন ১ হাজার ৮৪১ ভোট, ইনসানিয়াত প্রার্থী হাসান আহম্মদ সিংহ প্রতীকে ১ হাজার ৩২৮ ভোট, বাসদ প্রার্থী হারাধন চক্রবর্তী মই প্রতীকে পেয়েছেন ২৩৮ ভোট, স্বতন্ত্র প্রার্থী মো. গোলাম হোসেন বাঘ প্রতীকে ৬৫১ ভোট, স্বতন্ত্র প্রার্থী আনোয়ারুল কবির মটর গাড়ি প্রতীকে পেয়েছেন ২৯০ ভোট, স্বতন্ত্রপ্রার্থী ইশতেয়াক আহমেদ নোঙ্গর প্রতীকে ১৭৮ ভোট, স্বতন্ত্রপ্রার্থী শহারিয়ার ইকবাল টেলিভিশন প্রতীকে পেয়েছেন ৮৯ ভোট।
গতকাল রোববার ভোটের আগের রাতে নৌকায় সীল মেরে ব্যালটবাক্স ভর্তি করে রাখার অভিযোগে ভোটের দিন দুপুরে সংবাদ সম্মেলনে করে নির্বাচন বর্জনের ঘোষণা দেন বিএনপি প্রার্থী মো. আকবর হোসেন। এই আসনে মহাজোট প্রার্থী জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য লে. জে. অব. মাসুদ উদ্দিন চৌধুরী লাঙল প্রতীকে ২ লাখ ৯০ হাজার ২১০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নির্বাচন সুষ্ঠু হয়েছে দাবি করে জনগণের রায়কে স্বাগত জানিয়েছেন তিনি।