সৈয়দ আশরাফের আসনে ভাই শাফায়েতুল
নিজস্ব প্রতিবেদক | ২৩ জানুয়ারি, ২০১৯ ১৮:৩৮
সৈয়দ শাফায়েতুল ইসলাম
কিশোরগঞ্জ-১ আসনের পুনর্নির্বাচনে আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত সৈয়দ আশরাফুল ইসলামের ছোট ভাই সৈয়দ শাফায়েতুল ইসলামের পক্ষে দলীয় মনোনয়ন সংগ্রহ করা হয়েছে।
বুধবার আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে সৈয়দ আশরাফুল ইসলামের ব্যক্তিগত সহকারী তোফাজ্জল হোসেন এই ফরম সংগ্রহ করেন।
এ আসনে গত ৩০ ডিসেম্বরের নির্বাচনে সৈয়দ আশরাফুল ইসলাম নির্বাচিত হলেও তিনি শপথ নেওয়ার আগে মারা যান। তিনি শপথ গ্রহণ করতে না পারায় এই আসনে পুনর্নির্বাচন হবে ২৮ ফেব্রুয়ারি।
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী এ আসনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৩১ জানুয়ারি, ৩ ফেব্রুয়ারি বাছাই আর ১০ ফেব্রুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন।
প্রসঙ্গত, সৈয়দ আশরাফুল ইসলাম গত ৩ জানুয়ারি ব্যাংককে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। সেদিনই একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ীদের শপথগ্রহণ অনুষ্ঠিত হয়।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক | ২৩ জানুয়ারি, ২০১৯ ১৮:৩৮

কিশোরগঞ্জ-১ আসনের পুনর্নির্বাচনে আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত সৈয়দ আশরাফুল ইসলামের ছোট ভাই সৈয়দ শাফায়েতুল ইসলামের পক্ষে দলীয় মনোনয়ন সংগ্রহ করা হয়েছে।
বুধবার আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে সৈয়দ আশরাফুল ইসলামের ব্যক্তিগত সহকারী তোফাজ্জল হোসেন এই ফরম সংগ্রহ করেন।
এ আসনে গত ৩০ ডিসেম্বরের নির্বাচনে সৈয়দ আশরাফুল ইসলাম নির্বাচিত হলেও তিনি শপথ নেওয়ার আগে মারা যান। তিনি শপথ গ্রহণ করতে না পারায় এই আসনে পুনর্নির্বাচন হবে ২৮ ফেব্রুয়ারি।
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী এ আসনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৩১ জানুয়ারি, ৩ ফেব্রুয়ারি বাছাই আর ১০ ফেব্রুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন।
প্রসঙ্গত, সৈয়দ আশরাফুল ইসলাম গত ৩ জানুয়ারি ব্যাংককে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। সেদিনই একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ীদের শপথগ্রহণ অনুষ্ঠিত হয়।