ভোট হচ্ছে না এক উপজেলায়
ফেনীতে ‘বিনাভোটে’ নির্বাচিত ৯ চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান
ফেনী প্রতিনিধি | ১৬ মার্চ, ২০১৯ ১৪:৩৩
ফেনীতে ‘বিনাভোটে’ নির্বাচিত হয়েছেন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের ৯ চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান। জেলা রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পিকেএম এনামুল করিম ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. নাছির উদ্দিন পাটোয়ারী ৬টি উপজেলায় চেয়ারম্যান পদে ৫জন ও ভাইস চেয়ারম্যান পদে ৪জনের নাম ঘোষণা করেন।
পরশুরামে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় সরকার দলীয় তিন প্রার্থীকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। সে হিসেবে চতুর্থ দফার নির্বাচনে ফেনীতে একটি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে না। ফেনী সদরে ভাইস চেয়ারম্যান পদে দুই প্রার্থী নির্বাচিত হওয়ায় চেয়ারম্যান পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। অপর ৪টি উপজেলায় শুধুমাত্র ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
জেলা রিটার্নিং কার্যালয় সূত্র মতে, ৩১ মার্চ অনুষ্ঠিতব্য উপজেলা নির্বাচনে পরশুরামে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার, ফুলগাজীতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান আবদুল আলিম, ছাগলনাইয়ায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, দাগনভূঞায় জেলা যুবলীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান মো. দিদারুল কবির রতন ও সোনাগাজীতে কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা জহির উদ্দিন মাহমুদ লিফটন নির্বাচিত হয়েছেন।
একইভাবে ফেনী সদরে ভাইস চেয়ারম্যান পদে জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক একেএম শহীদ খোন্দকার ও ফেনী সদর উপজেলা মহিলা লীগের সভাপতি জোসনা আরা বেগম জুসি, পরশুরামে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এনামুল করিম মজুমদার বাদল, মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ নেত্রী সামছুন নাহার পাপিয়াকে বিজয়ী ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা।
জেলা নির্বাচন কর্মকর্তা মো. নাছির উদ্দিন পাটোয়ারী জানান, প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। যথাসময়ে নির্বাচন আয়োজনের সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
শেয়ার করুন
ফেনী প্রতিনিধি | ১৬ মার্চ, ২০১৯ ১৪:৩৩

ফেনীতে ‘বিনাভোটে’ নির্বাচিত হয়েছেন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের ৯ চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান। জেলা রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পিকেএম এনামুল করিম ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. নাছির উদ্দিন পাটোয়ারী ৬টি উপজেলায় চেয়ারম্যান পদে ৫জন ও ভাইস চেয়ারম্যান পদে ৪জনের নাম ঘোষণা করেন।
পরশুরামে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় সরকার দলীয় তিন প্রার্থীকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। সে হিসেবে চতুর্থ দফার নির্বাচনে ফেনীতে একটি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে না। ফেনী সদরে ভাইস চেয়ারম্যান পদে দুই প্রার্থী নির্বাচিত হওয়ায় চেয়ারম্যান পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। অপর ৪টি উপজেলায় শুধুমাত্র ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
জেলা রিটার্নিং কার্যালয় সূত্র মতে, ৩১ মার্চ অনুষ্ঠিতব্য উপজেলা নির্বাচনে পরশুরামে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার, ফুলগাজীতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান আবদুল আলিম, ছাগলনাইয়ায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, দাগনভূঞায় জেলা যুবলীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান মো. দিদারুল কবির রতন ও সোনাগাজীতে কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা জহির উদ্দিন মাহমুদ লিফটন নির্বাচিত হয়েছেন।
একইভাবে ফেনী সদরে ভাইস চেয়ারম্যান পদে জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক একেএম শহীদ খোন্দকার ও ফেনী সদর উপজেলা মহিলা লীগের সভাপতি জোসনা আরা বেগম জুসি, পরশুরামে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এনামুল করিম মজুমদার বাদল, মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ নেত্রী সামছুন নাহার পাপিয়াকে বিজয়ী ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা।
জেলা নির্বাচন কর্মকর্তা মো. নাছির উদ্দিন পাটোয়ারী জানান, প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। যথাসময়ে নির্বাচন আয়োজনের সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।