জাল ভোট দিতে গিয়ে হাতেনাতে আটক প্রার্থী নিজেই!
চট্টগ্রাম ব্যুরো | ১৮ মার্চ, ২০১৯ ১৭:২৯
হাটহাজারী উপজেলা পরিষদ নির্বাচনে জাল ভোট দেওয়ার সময় ভাইস চেয়ারম্যান প্রার্থী উদয় কুমার সেন (তালা প্রতীক) হাতেনাতে আটক হয়েছেন।
সোমবার দুপুরের দিকে হাটহাজারী কলেজ কেন্দ্র থেকে তাকে আটক করেন হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিন।
তিনি দেশ রূপান্তরকে বলেন, জাল ভোট দেওয়ার সময় ভাইস চেয়ারম্যান প্রার্থী উদয় সেনকে আটক করা হয়। জাল ভোট দেওয়ার কথা স্বীকার করায় তার কাছে থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
এ ছাড়া হাটহাজারী গড়দুয়ারা বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দেওয়ার অপরাধে আবদুর রহিম, মো. ফয়সল ও মো. ওসমানকে হাতেনাতে আটক এবং সাত শ জাল ব্যালট পেপার জব্দ করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রতিজনকে পাঁচ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
এর আগে হাটহাজারীতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী এস এম রাশেদুল আলম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে ছয় এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুজন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এই উপজেলার ১০৬টি ভোট কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। মোট ভোটার ৩ লাখ ৮২ হাজার ৪৬।
শেয়ার করুন
চট্টগ্রাম ব্যুরো | ১৮ মার্চ, ২০১৯ ১৭:২৯

হাটহাজারী উপজেলা পরিষদ নির্বাচনে জাল ভোট দেওয়ার সময় ভাইস চেয়ারম্যান প্রার্থী উদয় কুমার সেন (তালা প্রতীক) হাতেনাতে আটক হয়েছেন।
সোমবার দুপুরের দিকে হাটহাজারী কলেজ কেন্দ্র থেকে তাকে আটক করেন হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিন।
তিনি দেশ রূপান্তরকে বলেন, জাল ভোট দেওয়ার সময় ভাইস চেয়ারম্যান প্রার্থী উদয় সেনকে আটক করা হয়। জাল ভোট দেওয়ার কথা স্বীকার করায় তার কাছে থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
এ ছাড়া হাটহাজারী গড়দুয়ারা বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দেওয়ার অপরাধে আবদুর রহিম, মো. ফয়সল ও মো. ওসমানকে হাতেনাতে আটক এবং সাত শ জাল ব্যালট পেপার জব্দ করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রতিজনকে পাঁচ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
এর আগে হাটহাজারীতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী এস এম রাশেদুল আলম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে ছয় এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুজন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এই উপজেলার ১০৬টি ভোট কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। মোট ভোটার ৩ লাখ ৮২ হাজার ৪৬।