ভোটের অধিকার ফিরিয়ে আনতে সিপিবি নির্বাচনে: সেলিম
নিজস্ব প্রতিবেদক | ১০ জানুয়ারি, ২০২০ ২০:৪৭
অপরাজনীতির বাইরে বিকল্প বাম রাজনৈতিক শক্তি জোরদার করার উদ্দেশ্যে ও সামগ্রিক আন্দোলনের অংশ হিসেবে ঢাকার সিটি নির্বাচনে কমিউনিস্ট পার্টি (সিপিবি) অংশ নিচ্ছেন বলে জানিয়েছেন দলটির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম।
তিনি বলেন, নির্বাচনে আমাদের মূল স্লোগান হচ্ছে জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনা।
শুক্রবার ঢাকা উত্তর সিটিতে সিপিবি মনোনীত মেয়র প্রার্থী ডা. আহাম্মদ সাজেদুল হক রুবেলের আনুষ্ঠানিক প্রচারের উদ্বোধনী সভায় তিনি এ কথা বলেন।
মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, সংবিধানে প্রজাতন্ত্রের মালিক জনগণ। অথচ তাদের হাত থেকে সেই ক্ষমতা কেড়ে নেয়া হয়েছে। জনগণের সেই মালিকানা যাতে তাদের কাছে ফিরে আসে তার জন্য সিপিবি সিটি নির্বাচনে প্রার্থী দিয়েছে।
তিনি বলেন, সিটি করপোরেশন হচ্ছে রাষ্ট্র ও প্রশাসনযন্ত্রের গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণের একটা মাধ্যম। অথচ সিটি করপোরেশনকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীন ঠুঁটো জগন্নাথে পরিণত করে রেখেছে। সিটি করপোরেশন যাতে প্রকৃত বিকেন্দ্রীকরণ হয় এ নির্বাচনের মাধ্যমে সেই আওয়াজ তুলবে সিপিবি।
এ সময় তিনি সিপিবি মনোনীত মেয়র প্রার্থীকে কাস্তে মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান।
পথসভায় প্রার্থী ডা. সাজেদুল হক রুবেল বলেন, এবারের নির্বাচনে আমাদের সুস্পষ্ট লক্ষ্য রয়েছে। নির্বাচনে বিজয়ী হয়ে অচল, অব্যবস্থা ও নিরাপত্তাহীন ঢাকাকে সাধারণ মানুষের জন্য বাসযোগ্য নগর হিসেবে গড়ে তোলা হবে।
তিনি বলেন, ৩০ জানুয়ারি যদি মানুষ তার ভোট দিতে না পারে তবে ওই দিন থেকেই প্রতিরোধ আন্দোলনের সূচনা হবে।
পথসভায় উপস্থিত ছিলেন সিপিবির সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম, সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, সহসাধারণ সম্পাদক কাজী সাজ্জাদ জহির চন্দন, সম্পাদক আহসান হাবীব লাবলু, কেন্দ্রীয় সদস্য ডা. ফজলুর রহমান, আব্দুল কাদের, সাদেকুর রহমান শামীম, লূনা নুর প্রমুখ।
এর আগে সকাল ১০টায় মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ থেকে শুরু হওয়া কাস্তে মার্কার প্রার্থীর নির্বাচনী প্রচারের উদ্বোধন করেন সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক | ১০ জানুয়ারি, ২০২০ ২০:৪৭

অপরাজনীতির বাইরে বিকল্প বাম রাজনৈতিক শক্তি জোরদার করার উদ্দেশ্যে ও সামগ্রিক আন্দোলনের অংশ হিসেবে ঢাকার সিটি নির্বাচনে কমিউনিস্ট পার্টি (সিপিবি) অংশ নিচ্ছেন বলে জানিয়েছেন দলটির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম।
তিনি বলেন, নির্বাচনে আমাদের মূল স্লোগান হচ্ছে জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনা।
শুক্রবার ঢাকা উত্তর সিটিতে সিপিবি মনোনীত মেয়র প্রার্থী ডা. আহাম্মদ সাজেদুল হক রুবেলের আনুষ্ঠানিক প্রচারের উদ্বোধনী সভায় তিনি এ কথা বলেন।
মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, সংবিধানে প্রজাতন্ত্রের মালিক জনগণ। অথচ তাদের হাত থেকে সেই ক্ষমতা কেড়ে নেয়া হয়েছে। জনগণের সেই মালিকানা যাতে তাদের কাছে ফিরে আসে তার জন্য সিপিবি সিটি নির্বাচনে প্রার্থী দিয়েছে।
তিনি বলেন, সিটি করপোরেশন হচ্ছে রাষ্ট্র ও প্রশাসনযন্ত্রের গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণের একটা মাধ্যম। অথচ সিটি করপোরেশনকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীন ঠুঁটো জগন্নাথে পরিণত করে রেখেছে। সিটি করপোরেশন যাতে প্রকৃত বিকেন্দ্রীকরণ হয় এ নির্বাচনের মাধ্যমে সেই আওয়াজ তুলবে সিপিবি।
এ সময় তিনি সিপিবি মনোনীত মেয়র প্রার্থীকে কাস্তে মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান।
পথসভায় প্রার্থী ডা. সাজেদুল হক রুবেল বলেন, এবারের নির্বাচনে আমাদের সুস্পষ্ট লক্ষ্য রয়েছে। নির্বাচনে বিজয়ী হয়ে অচল, অব্যবস্থা ও নিরাপত্তাহীন ঢাকাকে সাধারণ মানুষের জন্য বাসযোগ্য নগর হিসেবে গড়ে তোলা হবে।
তিনি বলেন, ৩০ জানুয়ারি যদি মানুষ তার ভোট দিতে না পারে তবে ওই দিন থেকেই প্রতিরোধ আন্দোলনের সূচনা হবে।
পথসভায় উপস্থিত ছিলেন সিপিবির সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম, সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, সহসাধারণ সম্পাদক কাজী সাজ্জাদ জহির চন্দন, সম্পাদক আহসান হাবীব লাবলু, কেন্দ্রীয় সদস্য ডা. ফজলুর রহমান, আব্দুল কাদের, সাদেকুর রহমান শামীম, লূনা নুর প্রমুখ।
এর আগে সকাল ১০টায় মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ থেকে শুরু হওয়া কাস্তে মার্কার প্রার্থীর নির্বাচনী প্রচারের উদ্বোধন করেন সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম।