বাগেরহাট-৪ আসনে বিজয়ী আওয়ামী লীগ প্রার্থী আমিরুল
বাগেরহাট প্রতিনিধি | ২২ মার্চ, ২০২০ ০০:৩৩
মো. আমিরুল আলম মিলন
বাগেরহাট-৪ আসনের (মোরেলগঞ্জ-শরণখোলা) উপ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. আমিরুল আলম মিলন নৌকা প্রতীকে এক লাখ ৮২ হাজার ৭৪৫ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির (এরশাদ) প্রার্থী সাজন কুমার মিস্ত্রি পেয়েছেন ৩ হাজার ৭৪৪ ভোট। এই আসনে ৫৯ দশমিক শূন্য তিন শতাংশ ভোট পড়েছে।
শনিবার রাত সাড়ে দশটায় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও বাগেরহাট-৪ আসনের রিটার্নিং কর্মকর্তা মো. ইউনুচ আলী তার কার্যালয়ে বসে এই ফলাফল ঘোষণা করেন। এ সময় বাগেরহাটের জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ, পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায়সহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এই আসনে মোট ভোটার ছিল ৩ লাখ ১৬ হাজার ৫১০ জন।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
বাগেরহাট প্রতিনিধি | ২২ মার্চ, ২০২০ ০০:৩৩

মো. আমিরুল আলম মিলন
বাগেরহাট-৪ আসনের (মোরেলগঞ্জ-শরণখোলা) উপ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. আমিরুল আলম মিলন নৌকা প্রতীকে এক লাখ ৮২ হাজার ৭৪৫ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির (এরশাদ) প্রার্থী সাজন কুমার মিস্ত্রি পেয়েছেন ৩ হাজার ৭৪৪ ভোট। এই আসনে ৫৯ দশমিক শূন্য তিন শতাংশ ভোট পড়েছে।
শনিবার রাত সাড়ে দশটায় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও বাগেরহাট-৪ আসনের রিটার্নিং কর্মকর্তা মো. ইউনুচ আলী তার কার্যালয়ে বসে এই ফলাফল ঘোষণা করেন। এ সময় বাগেরহাটের জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ, পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায়সহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এই আসনে মোট ভোটার ছিল ৩ লাখ ১৬ হাজার ৫১০ জন।
শেয়ার করুন