চট্টগ্রামকে নান্দনিক স্বপ্নপুরী হিসেবে গড়ে তুলতে কাজ করব: রেজাউল
চট্টগ্রাম ব্যুরো | ১৪ জানুয়ারি, ২০২১ ২২:৩৪
চট্টগ্রামকে ‘নান্দনিক স্বপ্নপুরী’ হিসেবে গড়ে তুলতে কাজ করার অঙ্গীকার করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী মো. রেজাউল করিম চৌধুরী।
তিনি বলেছেন, চট্টগ্রামের মানুষের দাবি, আমার দাবি। চট্টগ্রামের মানুষের সমস্যা, আমার সমস্যা। উন্নত চট্টগ্রামের দাবি, আমারও দাবি।
বৃহস্পতিবার নগরীর ২৫ নম্বর রামপুর, ১১ নম্বর দক্ষিণ কাট্টলী ও ২৬ নম্বর উত্তর হালিশহর ওয়ার্ডে গণসংযোগকালে এসব কথা বলেন নৌকা প্রতীকের এই প্রার্থী।
আওয়ামী লীগ জনগণের কল্যাণের রাজনীতি করে উল্লেখ করে বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম বলেন, আমি আওয়ামী লীগের রাজনীতি করি। চট্টগ্রামের নাগরিক অধিকার নিশ্চিত করতে আমি জনগণকে নিয়ে আন্দোলন-সংগ্রামে মুখর ছিলাম। জলাবদ্ধতা, দখল, দূষণ রোধ এবং নিরবচ্ছিন্ন গ্যাস, বিদ্যুৎ ও পানি নিশ্চিত করার দাবি নিয়ে সোচ্চার ছিলাম, এখনো আছি। দেশের স্বাধীনতার জন্য সংগ্রাম করেছি। পরিবেশ সংরক্ষণের জন্য আন্দোলন করেছি। শিক্ষার সুযোগ ও উন্নয়নের দাবিতে সোচ্চার থেকেছি। খেলাধুলা, সংস্কৃতির বিকাশ ও স্বাস্থ্যসেবার মান ও পরিধি বৃদ্ধি নিয়ে দাবির কথা বলি।
তিনি আরও বলেন, করোনার কারণে কর্মহীন মানুষের ঘরে ঘরে যথাসাধ্য সহায়তা পাঠাতে সচেষ্ট ছিলাম। ওয়ার্ডে ওয়ার্ডে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে নিরলস কাজ করেছি। মুক্তি করোনা আইসোলেন সেন্টার প্রতিষ্ঠা করেছি। আইসোলেশন সেন্টারের সঙ্গে সাধারণ রোগীদের জন্য আউটডোর চিকিৎসা ও পরামর্শ সেন্টার করেছি। চট্টগ্রামের ব্যাপক পরিকল্পনার সঙ্গে সমম্বয় রেখে চট্টগ্রামের মানুষের জীবনমানের উন্নয়ন ও উন্নত নাগরিক সেবা কার্যক্রম পরিচালনা করতে জননেত্রী শেখ হাসিনা আমাকে নৌকা প্রতীক দিয়ে মেয়র প্রার্থী হিসেবে আপনাদের কাছে পাঠিয়েছেন। চট্টগ্রামের সন্তান হিসেবে, চট্টগ্রামের মানুষের সুখ-দুঃখের সাথি হিসেবে আমি ২৭ তারিখের মেয়র নির্বাচনে নৌকা প্রতীকে আপনাদের ভোট চাই। যাতে আমার ও আমার চট্টগ্রামের মানুষের দাবিগুলো বাস্তবায়ন করতে পারি।
গণসংযোগকালে মহানগর, উত্তর জেলা, থানা এবং বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগের নেতারা ছাড়া উপস্থিত ছিলেন ২৬ নম্বর উত্তর হালিশহর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ হোসেন, ১১ নম্বর দক্ষিণ কাট্টলী ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও কাউন্সিলর প্রার্থী মো. ইসমাইল, ২৫ নম্বর রামপুর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও কাউন্সিলর প্রার্থী আব্দুস সবুর লিটন, মহানগর মহিলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক এবং ১১, ২৫ ও ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী হুরে আরা বেগমসহ যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের নেতারা।
দুপুরে নগরীর ২৪ নম্বর আগ্রাবাদ ওয়ার্ডের মনছুরাবাদ ও মোল্লাপাড়া এলাকার জনসাধারণের সঙ্গে মতবিনিময় ও আওয়ামী লীগদলীয় নির্বাচনী কার্যালয় উদ্বোধন করেন মেয়র প্রার্থী রেজাউল করিম।
সৈয়দ মো. জাকারিয়ার সভাপতিত্বে সভায় বক্তব্য দেন এ টি এম পেয়ারুল ইসলাম, সৈয়দ মাহমুদুল হক, সিরাজুল ইসলাম, আবদুস সামাদ, জাহাঙ্গীর আলম, আবদুর রহমান মিয়া, আবদুল বারেক, এম এ হান্নান কাজল, নাজমুল হক ডিউক প্রমুখ।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
চট্টগ্রাম ব্যুরো | ১৪ জানুয়ারি, ২০২১ ২২:৩৪
.jpg)
চট্টগ্রামকে ‘নান্দনিক স্বপ্নপুরী’ হিসেবে গড়ে তুলতে কাজ করার অঙ্গীকার করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী মো. রেজাউল করিম চৌধুরী।
তিনি বলেছেন, চট্টগ্রামের মানুষের দাবি, আমার দাবি। চট্টগ্রামের মানুষের সমস্যা, আমার সমস্যা। উন্নত চট্টগ্রামের দাবি, আমারও দাবি।
বৃহস্পতিবার নগরীর ২৫ নম্বর রামপুর, ১১ নম্বর দক্ষিণ কাট্টলী ও ২৬ নম্বর উত্তর হালিশহর ওয়ার্ডে গণসংযোগকালে এসব কথা বলেন নৌকা প্রতীকের এই প্রার্থী।
আওয়ামী লীগ জনগণের কল্যাণের রাজনীতি করে উল্লেখ করে বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম বলেন, আমি আওয়ামী লীগের রাজনীতি করি। চট্টগ্রামের নাগরিক অধিকার নিশ্চিত করতে আমি জনগণকে নিয়ে আন্দোলন-সংগ্রামে মুখর ছিলাম। জলাবদ্ধতা, দখল, দূষণ রোধ এবং নিরবচ্ছিন্ন গ্যাস, বিদ্যুৎ ও পানি নিশ্চিত করার দাবি নিয়ে সোচ্চার ছিলাম, এখনো আছি। দেশের স্বাধীনতার জন্য সংগ্রাম করেছি। পরিবেশ সংরক্ষণের জন্য আন্দোলন করেছি। শিক্ষার সুযোগ ও উন্নয়নের দাবিতে সোচ্চার থেকেছি। খেলাধুলা, সংস্কৃতির বিকাশ ও স্বাস্থ্যসেবার মান ও পরিধি বৃদ্ধি নিয়ে দাবির কথা বলি।
তিনি আরও বলেন, করোনার কারণে কর্মহীন মানুষের ঘরে ঘরে যথাসাধ্য সহায়তা পাঠাতে সচেষ্ট ছিলাম। ওয়ার্ডে ওয়ার্ডে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে নিরলস কাজ করেছি। মুক্তি করোনা আইসোলেন সেন্টার প্রতিষ্ঠা করেছি। আইসোলেশন সেন্টারের সঙ্গে সাধারণ রোগীদের জন্য আউটডোর চিকিৎসা ও পরামর্শ সেন্টার করেছি। চট্টগ্রামের ব্যাপক পরিকল্পনার সঙ্গে সমম্বয় রেখে চট্টগ্রামের মানুষের জীবনমানের উন্নয়ন ও উন্নত নাগরিক সেবা কার্যক্রম পরিচালনা করতে জননেত্রী শেখ হাসিনা আমাকে নৌকা প্রতীক দিয়ে মেয়র প্রার্থী হিসেবে আপনাদের কাছে পাঠিয়েছেন। চট্টগ্রামের সন্তান হিসেবে, চট্টগ্রামের মানুষের সুখ-দুঃখের সাথি হিসেবে আমি ২৭ তারিখের মেয়র নির্বাচনে নৌকা প্রতীকে আপনাদের ভোট চাই। যাতে আমার ও আমার চট্টগ্রামের মানুষের দাবিগুলো বাস্তবায়ন করতে পারি।
গণসংযোগকালে মহানগর, উত্তর জেলা, থানা এবং বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগের নেতারা ছাড়া উপস্থিত ছিলেন ২৬ নম্বর উত্তর হালিশহর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ হোসেন, ১১ নম্বর দক্ষিণ কাট্টলী ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও কাউন্সিলর প্রার্থী মো. ইসমাইল, ২৫ নম্বর রামপুর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও কাউন্সিলর প্রার্থী আব্দুস সবুর লিটন, মহানগর মহিলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক এবং ১১, ২৫ ও ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী হুরে আরা বেগমসহ যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের নেতারা।
দুপুরে নগরীর ২৪ নম্বর আগ্রাবাদ ওয়ার্ডের মনছুরাবাদ ও মোল্লাপাড়া এলাকার জনসাধারণের সঙ্গে মতবিনিময় ও আওয়ামী লীগদলীয় নির্বাচনী কার্যালয় উদ্বোধন করেন মেয়র প্রার্থী রেজাউল করিম।
সৈয়দ মো. জাকারিয়ার সভাপতিত্বে সভায় বক্তব্য দেন এ টি এম পেয়ারুল ইসলাম, সৈয়দ মাহমুদুল হক, সিরাজুল ইসলাম, আবদুস সামাদ, জাহাঙ্গীর আলম, আবদুর রহমান মিয়া, আবদুল বারেক, এম এ হান্নান কাজল, নাজমুল হক ডিউক প্রমুখ।