মেয়র হলে অগ্রাধিকার ভিত্তিতে জলাবদ্ধতা নিরসন করবো: শাহাদাত
চট্টগ্রাম ব্যুরো | ১৪ জানুয়ারি, ২০২১ ২২:৪৮
চট্টগ্রাম সিটি করপোরেশন মেয়র নির্বাচিত হলে অগ্রাধিকার ভিত্তিতে জলাবদ্ধতা নিরসন করবেন বলে জানিয়েছেন, বিএনপির মেয়র প্রার্থী ও নগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন।
বৃহস্পতিবার নগরীর ২৪নং উত্তর আগ্রাবাদ ও ২৭নং দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ডে নির্বাচনী গণসংযোগকালে এসব কথা বলেন তিনি।
ডা. শাহাদাত হোসেন বলেন, বর্তমানে চট্টগ্রামে নাগরিক সুবিধা বলতে কিছুই নেই। বর্ষা মৌসুমে অতিবৃষ্টি ও জোয়ারের কারণে চট্টগ্রাম পানির নিচে তলিয়ে যায়। বর্ষা মৌসুমে নগরীতে ভয়াবহ জলজট সৃষ্টি হয়। তখন মানুষকে বলতে শুনেছি চট্টগ্রাম অভিভাবকহীন হয়ে পড়েছে, চট্টগ্রাম বসবাসযোগ্য নয়। পরিষ্কার পরিচ্ছন্ন একটি মেগাসিটি, স্মার্ট সিটি, নির্মল পরিবেশবান্ধব শহর নগরবাসীর প্রত্যাশা। আমি মেয়র নিবা©চিত হলে অগ্রাধিকার ভিত্তিতে আগে জলাবদ্ধতা নিরসন করবো।
বৃহস্পতিবার সকাল ১১টায় বাদামতলী থেকে গণসংযোগ শুরু করেন শাহাদাত। পরে মৌলভীপাড়া, চৌমুহনী বাজার, হাজিপাড়া, পানওয়ালাপাড়া, আসকারাবাদ, মিয়াবাড়ি, মোল্লাপাড়া, মুহুরীপাড়া, রঙ্গীপাড়া, শান্তিবাগ, বসুন্ধরা, মুন্সিপাড়া ও দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ডের হালিশহরের ব্যাপারী পাড়া, সিডিএ আবাসিক বুড়ির মাজার, বলির পাড়া, সিডিএ রোড, শিশু হাসপাতাল, শিশু পার্ক, আবিদের পাড়া পর্যন্ত গণসংযোগ করেন। এরপর লাকি প্লাজার মোড়ে পথসভা করেন।
বিভিন্ন এলাকার পথসভায় বিএনপির ধানের শীষের প্রার্থী ডা. শাহাদাত বলেন, জলাবদ্ধতা নিরসনে দীর্ঘমেয়াদি মহাপরিকল্পনা গ্রহণ করা হবে। চট্টগ্রাম নগরীর উন্নয়নে সঠিক পরিকল্পনার অভাব রয়েছে। যত দিন পর্যন্ত জলাবদ্ধতা নিরসন হবে না তত দিন পর্যন্ত নগরবাসীর দুর্দশা শেষ হবে না। নির্বাচিত হলে নালা-নর্দমা, খাল ও নদী খনন করে পরিষ্কার রাখবো। নগরবাসীর এসব প্রত্যাশা পূরণে নিজেকে আত্মনিয়োগ করবো। সিডিএ, ওয়াসা, পানি উন্নয়ন বোর্ড, বন্দর, বিটিসিএল, পিডিবি, সিজিডিএলসহ সেবা সংস্থাগুলো নিয়ে সম্মিলিত পরিকল্পনা করে জলাবদ্ধতা নিরসনে স্থায়ী সমাধান করার উদ্যোগ নিব।
ভোটারদের উদ্দেশ্যে ডা. শাহাদাত হোসেন আরও বলেন, নগরীতে অনেক এলাকায় এখনো গ্যাস, সুপেয় পানির সংকট। অগ্রাধিকার ভিত্তিতে সেখানে সুপেয় পানির ব্যবস্থা এবং গ্যাসের সংযোগ প্রদান করা হবে। বর্তমানে মশার প্রজনন মৌসুমে মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে। আমি নির্বাচিত হলে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে মশা নিধনে পর্যাপ্ত বরাদ্দ নেওয়ার পাশাপাশি সকলের সহযোগিতায় মশার নিধনে অগ্রাধিকার দেওয়া হবে। চট্টগ্রামে পরিকল্পিত উন্নয়ন হচ্ছে না। আগামী ২০-৫০ বছরের পরিকল্পনা নিয়ে এ শহরের উন্নয়ন করতে হবে। ফ্লাইওভার, এলিভেটেড এক্সপ্রেসওয়েসহ এসব পরিকল্পিত উন্নয়ন করতে বিশেষজ্ঞ ও স্থানীয় সেবা সংস্থার সমন্বয় করবো। আগামী ৫০ বছর পর গিয়েও যেন আমাদের পরবর্তী প্রজন্ম আমাদের উন্নয়নের সুফল ভোগ করতে পারে।
গণসংযোগে অংশ নিয়ে চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্যসচিব আবুল হাসেম বক্কর বলেন, উন্নয়নের নামে সরকারের নেতা–কর্মীরা শুধু পকেট ভারী করেছে। নগরবাসীর কল্যাণে কোনো কাজ করা হয়নি। আগ্রাবাদ এলাকায় প্রধান সমস্যা মাদক ও সন্ত্রাস। এই সরকারের আমলে এখানে মাদকের আখড়ায় পরিণত হয়েছে। পাশাপাশি আওয়ামী লীগ নেতাদের ছত্রচ্ছায়ায় সন্ত্রাসও ব্যাপক আকারে বৃদ্ধি পেয়েছে। ডা. শাহাদত হোসেন মেয়র হলে এগুলো বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে পারবে।
গণসংযোগকালে উপস্থিত ছিলেন-মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস কে খোদা তোতন, নাজিমুর রহমান, কাজী বেলাল উদ্দিন, সদস্য গাজী সিরাজ উল্লাহ, মোহাম্মদ কামরুল ইসলাম, ডবলমুরিং থানা বিএনপির সভাপতি ও কাউন্সিল প্রার্থী মো. সেকান্দর, উত্তর আগ্রাবাদ ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী এস এম ফরিদুল আলম, মহিলা কাউন্সিলর প্রার্থী খালেদা বোরহান, নগর বিএনপি নেতা মাহবুবুল হক প্রমুখ।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
চট্টগ্রাম ব্যুরো | ১৪ জানুয়ারি, ২০২১ ২২:৪৮
.jpg)
চট্টগ্রাম সিটি করপোরেশন মেয়র নির্বাচিত হলে অগ্রাধিকার ভিত্তিতে জলাবদ্ধতা নিরসন করবেন বলে জানিয়েছেন, বিএনপির মেয়র প্রার্থী ও নগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন।
বৃহস্পতিবার নগরীর ২৪নং উত্তর আগ্রাবাদ ও ২৭নং দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ডে নির্বাচনী গণসংযোগকালে এসব কথা বলেন তিনি।
ডা. শাহাদাত হোসেন বলেন, বর্তমানে চট্টগ্রামে নাগরিক সুবিধা বলতে কিছুই নেই। বর্ষা মৌসুমে অতিবৃষ্টি ও জোয়ারের কারণে চট্টগ্রাম পানির নিচে তলিয়ে যায়। বর্ষা মৌসুমে নগরীতে ভয়াবহ জলজট সৃষ্টি হয়। তখন মানুষকে বলতে শুনেছি চট্টগ্রাম অভিভাবকহীন হয়ে পড়েছে, চট্টগ্রাম বসবাসযোগ্য নয়। পরিষ্কার পরিচ্ছন্ন একটি মেগাসিটি, স্মার্ট সিটি, নির্মল পরিবেশবান্ধব শহর নগরবাসীর প্রত্যাশা। আমি মেয়র নিবা©চিত হলে অগ্রাধিকার ভিত্তিতে আগে জলাবদ্ধতা নিরসন করবো।
বৃহস্পতিবার সকাল ১১টায় বাদামতলী থেকে গণসংযোগ শুরু করেন শাহাদাত। পরে মৌলভীপাড়া, চৌমুহনী বাজার, হাজিপাড়া, পানওয়ালাপাড়া, আসকারাবাদ, মিয়াবাড়ি, মোল্লাপাড়া, মুহুরীপাড়া, রঙ্গীপাড়া, শান্তিবাগ, বসুন্ধরা, মুন্সিপাড়া ও দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ডের হালিশহরের ব্যাপারী পাড়া, সিডিএ আবাসিক বুড়ির মাজার, বলির পাড়া, সিডিএ রোড, শিশু হাসপাতাল, শিশু পার্ক, আবিদের পাড়া পর্যন্ত গণসংযোগ করেন। এরপর লাকি প্লাজার মোড়ে পথসভা করেন।
বিভিন্ন এলাকার পথসভায় বিএনপির ধানের শীষের প্রার্থী ডা. শাহাদাত বলেন, জলাবদ্ধতা নিরসনে দীর্ঘমেয়াদি মহাপরিকল্পনা গ্রহণ করা হবে। চট্টগ্রাম নগরীর উন্নয়নে সঠিক পরিকল্পনার অভাব রয়েছে। যত দিন পর্যন্ত জলাবদ্ধতা নিরসন হবে না তত দিন পর্যন্ত নগরবাসীর দুর্দশা শেষ হবে না। নির্বাচিত হলে নালা-নর্দমা, খাল ও নদী খনন করে পরিষ্কার রাখবো। নগরবাসীর এসব প্রত্যাশা পূরণে নিজেকে আত্মনিয়োগ করবো। সিডিএ, ওয়াসা, পানি উন্নয়ন বোর্ড, বন্দর, বিটিসিএল, পিডিবি, সিজিডিএলসহ সেবা সংস্থাগুলো নিয়ে সম্মিলিত পরিকল্পনা করে জলাবদ্ধতা নিরসনে স্থায়ী সমাধান করার উদ্যোগ নিব।
ভোটারদের উদ্দেশ্যে ডা. শাহাদাত হোসেন আরও বলেন, নগরীতে অনেক এলাকায় এখনো গ্যাস, সুপেয় পানির সংকট। অগ্রাধিকার ভিত্তিতে সেখানে সুপেয় পানির ব্যবস্থা এবং গ্যাসের সংযোগ প্রদান করা হবে। বর্তমানে মশার প্রজনন মৌসুমে মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে। আমি নির্বাচিত হলে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে মশা নিধনে পর্যাপ্ত বরাদ্দ নেওয়ার পাশাপাশি সকলের সহযোগিতায় মশার নিধনে অগ্রাধিকার দেওয়া হবে। চট্টগ্রামে পরিকল্পিত উন্নয়ন হচ্ছে না। আগামী ২০-৫০ বছরের পরিকল্পনা নিয়ে এ শহরের উন্নয়ন করতে হবে। ফ্লাইওভার, এলিভেটেড এক্সপ্রেসওয়েসহ এসব পরিকল্পিত উন্নয়ন করতে বিশেষজ্ঞ ও স্থানীয় সেবা সংস্থার সমন্বয় করবো। আগামী ৫০ বছর পর গিয়েও যেন আমাদের পরবর্তী প্রজন্ম আমাদের উন্নয়নের সুফল ভোগ করতে পারে।
গণসংযোগে অংশ নিয়ে চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্যসচিব আবুল হাসেম বক্কর বলেন, উন্নয়নের নামে সরকারের নেতা–কর্মীরা শুধু পকেট ভারী করেছে। নগরবাসীর কল্যাণে কোনো কাজ করা হয়নি। আগ্রাবাদ এলাকায় প্রধান সমস্যা মাদক ও সন্ত্রাস। এই সরকারের আমলে এখানে মাদকের আখড়ায় পরিণত হয়েছে। পাশাপাশি আওয়ামী লীগ নেতাদের ছত্রচ্ছায়ায় সন্ত্রাসও ব্যাপক আকারে বৃদ্ধি পেয়েছে। ডা. শাহাদত হোসেন মেয়র হলে এগুলো বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে পারবে।
গণসংযোগকালে উপস্থিত ছিলেন-মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস কে খোদা তোতন, নাজিমুর রহমান, কাজী বেলাল উদ্দিন, সদস্য গাজী সিরাজ উল্লাহ, মোহাম্মদ কামরুল ইসলাম, ডবলমুরিং থানা বিএনপির সভাপতি ও কাউন্সিল প্রার্থী মো. সেকান্দর, উত্তর আগ্রাবাদ ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী এস এম ফরিদুল আলম, মহিলা কাউন্সিলর প্রার্থী খালেদা বোরহান, নগর বিএনপি নেতা মাহবুবুল হক প্রমুখ।