চসিক নির্বাচন
চান্দগাঁও-মোহরাকে আধুনিক উপশহরে পরিণত করব: ডা. শাহাদাত
চট্টগ্রাম ব্যুরো | ১৭ জানুয়ারি, ২০২১ ২৩:৩৫
চান্দগাঁও থানার মোহরা এলাকাটি এখনো অবহেলিত বলে মন্তব্য করে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনের বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন বলেছেন, এখানে শিক্ষা, স্বাস্থ্য, যাতায়াতসহ পর্যাপ্ত উন্নয়নের ছোঁয়া লাগেনি। এ এলাকা দীর্ঘদিন ধরে উন্নয়নবঞ্চিত হয়ে আসছে। আমি মেয়র নির্বাচিত হলে চান্দগাঁও-মোহরা এলাকাকে একটি আধুনিক উপশহরে পরিণত করব।
রবিবার নগরীর ৫ নম্বর মোহরা, ৬ নম্বর পূর্ব ষোলশহর ওয়ার্ডে গণসংযোগকালে এসব কথা বলেন তিনি। এসময় নেতাকর্মীদের নিয়ে ডা. শাহাদাত হোসেন মোহরার বিভিন্ন এলাকার ভোটারদের কাছে মেয়র পদে ধানের শীষ ও স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরদের জন্য ভোট চান।
ডা. শাহাদাত হোসেন বলেন, এই এলাকার মানুষের জন্য একটি বিশেষায়িত হাসপাতাল গড়ে তুলব। যাতে স্থানীয় লোকজন এখানে চিকিৎসাসেবা পান। শিক্ষার মান উন্নয়নে শিক্ষাপ্রতিষ্ঠান, কারিগরি শিক্ষা, কম্পিউটার ইনস্টিটিউশন গড়ে তোলাসহ বৃহত্তর চান্দগাঁওয়ে সরকারি স্কুল প্রতিষ্ঠার উদ্যোগ নেব। এছাড়া বৃহত্তর চান্দগাঁও-মোহরার অন্যতম সমস্যা জলাবদ্ধতা এবং সুপেয় পানির সংকট। মেয়র নির্বাচিত হলে নগরীর সৌন্দর্যবর্ধন করে পর্যটনবান্ধব, সুপেয় পানি, পয়ঃনিষ্কাশন ও আধুনিক ড্রেনেজ ব্যবস্থা করার উদ্যোগ নেব।
ডা. শাহাদাত হোসেন, মোহরা ওয়ার্ডের কাপ্তাই রাস্তার মাথার পেট্রল পাম্পের সামনে থেকে গণসংযোগ শুরু করে কামাল বাজার, মৌলভীবাজার, দিঘিরপাড়, চেয়ারম্যান কলোনি, গোলাপের দোকান হয়ে কাপ্তাই রাস্তার মোড়ে এসে শেষ হয়। পরে পূর্ব ষোলশহর ওয়ার্ডের বলিরহাট বাজার থেকে শুরু করে খালাসি পুকুরপাড়, পাক্কা দোকান, সাবানঘাটা, বাদামতল, চৌধুরী স্কুল, খরমপাড়া, শাহ ওয়ালিউল্লাহ আবাসিক, এক কিলোমিটার হয়ে রাহাত্তার পুল এলাকায় এসে শেষ হয়।
এ সময় চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান বলেন, ডা. শাহাদাত হোসেন একজন সৎ, যোগ্য ও পরিচ্ছন্ন প্রার্থী। একজন বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে নগরবাসীর কাছে তিনি খুবই পরিচিত। তাকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার মতো কিছুই নেই। তিনি বেগম খালেদা জিয়ার প্রতিনিধি। আগামী ২৭ জানুয়ারি ভোটকেন্দ্রে গিয়ে আপনার ভোটাধিকার প্রয়োগ করে ডা. শাহাদাতকে বিজয়ী করবেন।
গণসংযোগকালে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও আহ্বায়ক কমিটির সদস্য এরশাদ উল্লাহ, সাবেক কাউন্সিলর নাজিম উদ্দীন আহমেদ, আনোয়ার হোসেন লিপু, গাজী সিরাজ উল্লাহ, চান্দগাঁও থানা বিএনপির সভাপতি ও মোহরা ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মো. আজম, পূর্ব ষোলশহর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী হাসান লিটন, মহিলা কাউন্সিলর প্রার্থী শাহে নেওয়াজ চৌধুরী মিনু, মোহরা ওয়ার্ড বিএনপির সভাপতি জানে আলম জিকু, সাধারণ সম্পাদক মো. ফিরোজ খান, বিএনপি নেতা মো. ইদ্রিছ মিয়া, আব্দুল আজীজ, এস এম নুরুল আলম, আব্দুল্লাহ আল সগীর, জসিম উদ্দীন, মো. ইলিয়াছ শেকু, জানে আলম প্রমুখ।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
চট্টগ্রাম ব্যুরো | ১৭ জানুয়ারি, ২০২১ ২৩:৩৫

চান্দগাঁও থানার মোহরা এলাকাটি এখনো অবহেলিত বলে মন্তব্য করে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনের বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন বলেছেন, এখানে শিক্ষা, স্বাস্থ্য, যাতায়াতসহ পর্যাপ্ত উন্নয়নের ছোঁয়া লাগেনি। এ এলাকা দীর্ঘদিন ধরে উন্নয়নবঞ্চিত হয়ে আসছে। আমি মেয়র নির্বাচিত হলে চান্দগাঁও-মোহরা এলাকাকে একটি আধুনিক উপশহরে পরিণত করব।
রবিবার নগরীর ৫ নম্বর মোহরা, ৬ নম্বর পূর্ব ষোলশহর ওয়ার্ডে গণসংযোগকালে এসব কথা বলেন তিনি। এসময় নেতাকর্মীদের নিয়ে ডা. শাহাদাত হোসেন মোহরার বিভিন্ন এলাকার ভোটারদের কাছে মেয়র পদে ধানের শীষ ও স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরদের জন্য ভোট চান।
ডা. শাহাদাত হোসেন বলেন, এই এলাকার মানুষের জন্য একটি বিশেষায়িত হাসপাতাল গড়ে তুলব। যাতে স্থানীয় লোকজন এখানে চিকিৎসাসেবা পান। শিক্ষার মান উন্নয়নে শিক্ষাপ্রতিষ্ঠান, কারিগরি শিক্ষা, কম্পিউটার ইনস্টিটিউশন গড়ে তোলাসহ বৃহত্তর চান্দগাঁওয়ে সরকারি স্কুল প্রতিষ্ঠার উদ্যোগ নেব। এছাড়া বৃহত্তর চান্দগাঁও-মোহরার অন্যতম সমস্যা জলাবদ্ধতা এবং সুপেয় পানির সংকট। মেয়র নির্বাচিত হলে নগরীর সৌন্দর্যবর্ধন করে পর্যটনবান্ধব, সুপেয় পানি, পয়ঃনিষ্কাশন ও আধুনিক ড্রেনেজ ব্যবস্থা করার উদ্যোগ নেব।
ডা. শাহাদাত হোসেন, মোহরা ওয়ার্ডের কাপ্তাই রাস্তার মাথার পেট্রল পাম্পের সামনে থেকে গণসংযোগ শুরু করে কামাল বাজার, মৌলভীবাজার, দিঘিরপাড়, চেয়ারম্যান কলোনি, গোলাপের দোকান হয়ে কাপ্তাই রাস্তার মোড়ে এসে শেষ হয়। পরে পূর্ব ষোলশহর ওয়ার্ডের বলিরহাট বাজার থেকে শুরু করে খালাসি পুকুরপাড়, পাক্কা দোকান, সাবানঘাটা, বাদামতল, চৌধুরী স্কুল, খরমপাড়া, শাহ ওয়ালিউল্লাহ আবাসিক, এক কিলোমিটার হয়ে রাহাত্তার পুল এলাকায় এসে শেষ হয়।
এ সময় চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান বলেন, ডা. শাহাদাত হোসেন একজন সৎ, যোগ্য ও পরিচ্ছন্ন প্রার্থী। একজন বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে নগরবাসীর কাছে তিনি খুবই পরিচিত। তাকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার মতো কিছুই নেই। তিনি বেগম খালেদা জিয়ার প্রতিনিধি। আগামী ২৭ জানুয়ারি ভোটকেন্দ্রে গিয়ে আপনার ভোটাধিকার প্রয়োগ করে ডা. শাহাদাতকে বিজয়ী করবেন।
গণসংযোগকালে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও আহ্বায়ক কমিটির সদস্য এরশাদ উল্লাহ, সাবেক কাউন্সিলর নাজিম উদ্দীন আহমেদ, আনোয়ার হোসেন লিপু, গাজী সিরাজ উল্লাহ, চান্দগাঁও থানা বিএনপির সভাপতি ও মোহরা ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মো. আজম, পূর্ব ষোলশহর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী হাসান লিটন, মহিলা কাউন্সিলর প্রার্থী শাহে নেওয়াজ চৌধুরী মিনু, মোহরা ওয়ার্ড বিএনপির সভাপতি জানে আলম জিকু, সাধারণ সম্পাদক মো. ফিরোজ খান, বিএনপি নেতা মো. ইদ্রিছ মিয়া, আব্দুল আজীজ, এস এম নুরুল আলম, আব্দুল্লাহ আল সগীর, জসিম উদ্দীন, মো. ইলিয়াছ শেকু, জানে আলম প্রমুখ।