মেয়র পদে দেড় লাখ ভোটে এগিয়ে আ. লীগের রেজাউল
সুবল বড়ুয়া, চট্টগ্রাম | ২৮ জানুয়ারি, ২০২১ ০০:১৬
চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনের ভোট গ্রহণ শেষে ফলাফল ঘোষণায় দেড় লাখ ভোটে এগিয়ে রয়েছেন আওয়ামী লীগ মনোনিত নৌকা প্রতীকের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরী।
বুধবার রাত সাড়ে ১১টায় নগরীর এম এ আজিজ স্টেডিয়ামে স্থাপিত নির্বাচন কমিশনের অস্থায়ী নিয়ন্ত্রণ কক্ষ থেকে ঘোষিত ৪৭৯ কেন্দ্রের ফলাফলে আওয়ামী লীগের মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী ১ লাখ ৯২ হাজার ৫৫২ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন পেয়েছেন ২৭ হাজার ৮০৯ ভোট।
বুধবার (২৭ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ শেষে সন্ধ্যা ৬টার দিকে ফলাফল ঘোষণা শুরু হয়। ফলাফল ঘোষণা করছেন চসিক নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান।
আওয়ামী লীগের রেজাউল করিম চৌধুরী ও বিএনপির ডা. শাহাদাত হোসেন ছাড়া নির্বাচনে অন্য ৫ মেয়র প্রার্থীর মধ্যে আম প্রতীকে ন্যাশনাল পিপলস পার্টির আবুল মনজুর পেয়েছেন ২৭৯৯ ভোট, মোমবাতি প্রতীকে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের এম এ মতিন পেয়েছেন ১১৩৮ ভোট, স্বতন্ত্র প্রার্থী হাতি প্রতীকে খোকন চৌধুরী পেয়েছেন ৪৮৮ ভোট, চেয়ার প্রতীকে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মুহাম্মদ ওয়াহেদ মুরাদ পেয়েছেন ৬৫০ ভোট ও হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. জান্নাতুল ইসলাম পেয়েছেন ২৫৫৫ ভোট।
প্রসঙ্গত, চট্টগ্রাম নগরীর ৪১ ওয়ার্ডের মোট ৭৩৫টি কেন্দ্রে এবার ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে এবার মোট ভোটার সংখ্যা ১৯ লাখ ৩৮ হাজার ৭০৬ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৯ লাখ ৯২ হাজার ৩৩ জন ও নারী ভোটার ৯ লাখ ৪৬ হাজার ৬৭৩ জন।
নির্বাচনী সহিংসতার কারণে পাথরঘাটা ওয়ার্ডের দুইটি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
সুবল বড়ুয়া, চট্টগ্রাম | ২৮ জানুয়ারি, ২০২১ ০০:১৬

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনের ভোট গ্রহণ শেষে ফলাফল ঘোষণায় দেড় লাখ ভোটে এগিয়ে রয়েছেন আওয়ামী লীগ মনোনিত নৌকা প্রতীকের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরী।
বুধবার রাত সাড়ে ১১টায় নগরীর এম এ আজিজ স্টেডিয়ামে স্থাপিত নির্বাচন কমিশনের অস্থায়ী নিয়ন্ত্রণ কক্ষ থেকে ঘোষিত ৪৭৯ কেন্দ্রের ফলাফলে আওয়ামী লীগের মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী ১ লাখ ৯২ হাজার ৫৫২ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন পেয়েছেন ২৭ হাজার ৮০৯ ভোট।
বুধবার (২৭ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ শেষে সন্ধ্যা ৬টার দিকে ফলাফল ঘোষণা শুরু হয়। ফলাফল ঘোষণা করছেন চসিক নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান।
আওয়ামী লীগের রেজাউল করিম চৌধুরী ও বিএনপির ডা. শাহাদাত হোসেন ছাড়া নির্বাচনে অন্য ৫ মেয়র প্রার্থীর মধ্যে আম প্রতীকে ন্যাশনাল পিপলস পার্টির আবুল মনজুর পেয়েছেন ২৭৯৯ ভোট, মোমবাতি প্রতীকে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের এম এ মতিন পেয়েছেন ১১৩৮ ভোট, স্বতন্ত্র প্রার্থী হাতি প্রতীকে খোকন চৌধুরী পেয়েছেন ৪৮৮ ভোট, চেয়ার প্রতীকে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মুহাম্মদ ওয়াহেদ মুরাদ পেয়েছেন ৬৫০ ভোট ও হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. জান্নাতুল ইসলাম পেয়েছেন ২৫৫৫ ভোট।
প্রসঙ্গত, চট্টগ্রাম নগরীর ৪১ ওয়ার্ডের মোট ৭৩৫টি কেন্দ্রে এবার ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে এবার মোট ভোটার সংখ্যা ১৯ লাখ ৩৮ হাজার ৭০৬ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৯ লাখ ৯২ হাজার ৩৩ জন ও নারী ভোটার ৯ লাখ ৪৬ হাজার ৬৭৩ জন।
নির্বাচনী সহিংসতার কারণে পাথরঘাটা ওয়ার্ডের দুইটি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন।